1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্তানকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

২৭ সেপ্টেম্বর ২০২১

লক্ষ্মীপুরের সদর উপজেলায় স্বামী-স্ত্রীর ঝগড়ার পর রোববার গভীর রাতে শিশুপুত্রকে গলাকেটে হত্যার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

প্রতীকী ছবিছবি: bilderbox

লাহারকান্দি ইউনিয়নের পূর্ব চাঁদখালী গ্রামের হাফেজ চেয়ারম্যানের বাড়িতে রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে লক্ষ্মীপুর সদর থানার ওসি জসীম উদ্দীন ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন৷

নিহত শিশু আয়ানুর রহমান আয়ান ওই এলাকার সৌদী প্রবাসী আজিমুর রহমান ও ২৫ বছর বয়সি সাবিনা ইয়াসমিনের ছেলে৷

এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রাসেল খাঁ জানান, প্রবাসী স্বামী আজিমুর রহমানের সঙ্গে সাবিনার প্রায়ই মোবাইল ফোনে ঝগড়া হত৷ রোববার রাতে সাবিনা তার ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন৷ ‘‘রাত পৌনে ১২টার দিকে সে তার ঘুমন্ত শিশুকে ধারাল বটি দিয়ে গলাকেটে হত্যা করে৷ ঘরের অন্য লোকজন শব্দ শুনে তার ঘরে গিয়ে শিশুটির লাশের পাশে সাবিনাকে রক্তমাখা বটি হাতে দেখতে পায়৷ পরে তারা সাবিনাকে আটক করে থানায় খবর দেয়৷'' 

লাহারকান্দি ইউনিয়নের সদস্য মোহাব্বত বলেন, সাবিনা কয়েকদিন আগে তার বোনের বাড়িতে চলে যায়৷ রোববার সন্ধ্যায় সে আবার ফিরে আসে৷ ‘‘রাতেই সে তার শিশুকে গলাকেটে করে হত্যা করে৷''

ওসি জসীম উদ্দীন বলেন, ‘‘সাবিনা ইয়াসমিন জানিয়েছে তার প্রবাসী স্বামী তাকে মোবাইল ফোনে তালাক দেওয়ার কথা জানানোর কারণে সে তার শিশুপুত্রকে হত্যা করেছে৷''

শিশুর লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ