তিনি মৃতদেহ দেখেছেন, কর্তৃপক্ষ জানিয়েছে আঙুলের ছাপ মিলে যাচ্ছে৷ কিন্তু তারপরও তৌহিদ রউফের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে শুকনো, দাঁড়িওয়ালা মানুষটি তাঁর সন্তান৷
বিজ্ঞাপন
যার কথা বলা হচ্ছে, সে কল্যাণপুরে পুলিশের রেইডে নিহত নয় সন্দেহভাজন জঙ্গির একজন৷ বাবার ভাষায় একসময়ের স্মার্ট, ভালো ব্যবহার করা ছেলেটার এই পরিণতি তাঁর কাছে এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে৷
শেহজান রউফ অর্ক, একসময় মার্কিন যুক্তরাষ্ট্রে ছিল সে এবং তার একটি মার্কিন পাসপোর্ট ছিল৷ তার বাবা জানিয়েছেন, সংগীত অনুরাগী পরিবারে বেড়ে ওঠা অর্ক মজা করতে ভালোবাসে এমন শিক্ষার্থী ছিল এবং গিটার বাজাতো৷ তবে চলতি বছরের শুরুর দিকে হঠাৎ করে গায়েব হয়ে যায় সে, আর মৃত্যুর আগে সে এক অডিওবার্তা রেখে গেছে বলে গণমাধ্যম জানিয়েছে, যেখানে সে নিজের পরিবারকে ধর্মত্যাগী আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে৷
‘‘আমার মনের একাংশ বলছে, সে আমার সন্তান৷ কিন্তু অন্য অংশ বলছে, সম্ভবত নয়,'' ঢাকা থেকে সোমবার টেলিফোনে বার্তা সংস্থা এপি'কে একথা বলেন রউফ৷ তিনি বলেন, ‘‘কিছু দিক মিলে যাচ্ছে, কিন্তু আমি কল্পনাও করতে পারছি না যে, সে আমার ছেলে ... আমার ছেলে ওগুলোর অংশ হতে পারে৷''
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ব্লগারদের উপর বিভিন্ন হামলায় মাদ্রাসা এবং সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জড়িত থাকার কথা বলছে গোয়েন্দারা৷ এই নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে
২০১৩ সালে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার ঘটনায় গ্রেপ্তার হয় নর্থ সাউথ ইউনিভার্সিটি বা এনএসইউ-এর পাঁচ ছাত্র৷ তাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়৷ এরা সকলেই ছিল আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য৷
ছবি: DW/Harun Ur Rashid
ধনাঢ্য পরিবারের সন্তানদের মগজ ধোলাই
ধনাঢ্য পরিবারের সন্তানদের ভুলিয়েভালিয়ে দলে নিচ্ছে জঙ্গিরা, এমন ইঙ্গিত দেখা যাচ্ছে৷ আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিতরা তাই জঙ্গিবাদ প্রতিরোধের জন্য আগামীতে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্র-শিক্ষকদের সঙ্গে নিয়মিত বৈঠক করার কথাও ভাবছেন৷
ছবি: DW/Harun Ur Rashid
আছে বুয়েটের শিক্ষার্থীরাও
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট-এর ছাত্র মোহাম্মদ নুরউদ্দনি এবং আবু বারাকাত মোহাম্মদ রফকিুল হাসান হাসানকে বুয়েট থেকে বহিষ্কার করে পুলিশে দেয়া হয় ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে৷
ছবি: DW/Harun Ur Rashid
হিযবুত তাহরীরে বিশ্ববিদ্যালয় শিক্ষক
বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের প্রধান মহিউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববদ্যিালয়ের আইবিএ-র শিক্ষক ছিলেন৷
ছবি: DW/Harun Ur Rashid
মাদ্রাসার শিক্ষার্থীরাও রয়েছে
কওমি মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদের কারখানা বলা হতে একসময়৷ সেই বাস্তবতা মুছে যায়নি৷ ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক দু’জন নিজেদের মাদ্রাসার শিক্ষার্থী দাবি করেছেন৷
ছবি: DW/Harun Ur Rashid
সতর্ক পুলিশ
ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং জঙ্গি বিষয়ক বিশেষ সেলের সদস্য সানোয়ার হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের পর্যবেক্ষণ বলছে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের একাংশ এখন জঙ্গি তৎপরতার দিকে ঝুঁকছে৷ আর যারা অপারেশনে অংশ নিচ্ছে, তারাও বয়সে তরুণ এবং ছাত্র৷''
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
6 ছবি1 | 6
২৪ বছর বয়সি অর্ক এবং অন্যান্য সন্দেহভাজন জঙ্গিরা গত ২৬ জুলাই ঢাকার কল্যাণপুরে পুলিশের রেউডে নিহত হয়৷ সেসময় এক সন্দেহভাজনকে পালানোর চেষ্টাকালে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আটকে সক্ষম হয় পুলিশ৷
বাংলাদেশে বেশ কয়েকমাস ধরে চলা বিভিন্ন হামলায় নাস্তিক ব্লগার, বিদেশি এবং ধর্মীয় সংখ্যালঘুরা প্রাণ হারানোর পর দেশটির ধর্মনিরপেক্ষ সরকার জঙ্গিবাদ রুখতে তৎপর হয়েছে৷ সেদেশের সবচেয়ে বড় হামলাটি হয়েছে গত পহেলা জুলাই৷ ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় হামলায় প্রাণ হারায় বিশ ব্যক্তি যাদের মধ্যে সতের জনই বিদেশি৷
আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট' হামলার দায় স্বীকার করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা অস্বীকার করে বলেছেন, নিষিদ্ধ ঘোষিত স্থানীয় জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিনি বাংলাদেশের জঙ্গি ছিল তারা৷
গত ফেব্রুয়ারিতে গায়েব হয়ে যায় অর্ক৷ সেসময় ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এমবিএ'র প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল সে৷ তখন তার বাবা পুলিশের কাছে ছেলে নিখোঁজ জানিয়ে জিডি করেন৷ রউফ স্থানীয় এজেন্ট হিসেবে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কাছে অস্ত্র এবং গোলাবারুদ বিক্রি করেন৷ তিনি জানান, তিনি এবং তাঁর স্ত্রী অর্ক এবং দুই কন্যাকে উদার পরিবেশে বড় করেছেন৷
রউফ বলেন, ‘‘আমি নিজে ড্রাম বাজাই, আমার স্ত্রী গান গাইতেন, এক কন্যা ভরতনাট্যম শিখেছে এবং অন্যজন খুব ভালো বাংলা গান গায়৷ অর্ক নিজেও খুব ভালো গিটার বাজাতো৷ ... আমি বিশ্বাস করতে পারছি না যে সে কোনো জঙ্গি গ্রুপে যোগ দিতে পারে৷ এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে৷''
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধিদেরসহ রউফ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অর্কের মরদেহ দেখেছেন৷ কর্তৃপক্ষ জানিয়েছে, অর্কের আঙুলের ছাপের সঙ্গে তার জাতীয় পরিচয়পত্রে থাকা ছাপ মিলে গেছে, তবে রউফ তাঁর সন্তানকে পুরোপুরি শনাক্তে ব্যর্থ হয়েছেন৷ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সব সন্দেহভাজনের ডিএনএ টেস্ট করবে৷
রউফ বলেন, ‘‘আবারো বলছি এটা বিশ্বাস করার কারণ আছে যে সে আমার সন্তান৷ বিশেষ করে আঙুলের ছাপ মিলে যাওয়াটা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ৷ আমি হয়ত আবারো হাসপাতালো যাবো, পরীক্ষা করবো এবং দায়িত্ব নেবো৷''
বিভীষিকার ১২ ঘণ্টা
ঢাকার গুলশানের আর্টিজান ক্যাফেতে দীর্ঘ ১২ ঘণ্টার জিম্মি ঘটনার অবসান হলেও মানুষের মন থেকে আতঙ্ক যাচ্ছে না৷ এ ঘটনায় শুক্রবার রাতেই নিহত হয়েছে ২০ জিম্মি৷ নিহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তাও৷
ছবি: Getty Images/M. H. Opu
ঘটনার শুরু
প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ‘আল্লাহু আকবর’ বলে একদল অস্ত্রধারী গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালালে অবস্থানরত অজ্ঞাত সংখ্যক অতিথি সেখানে আটকা পড়েন৷
ছবি: picture-alliance/AP Photo
দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু
পরিস্থিতি সামাল দিতে গিয়ে নিহত হন বনানী থানার ওসি সালাউদ্দিন ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম৷
ছবি: Getty Images/M. H. Opu
প্রধানমন্ত্রীর বক্তব্য
কমান্ডো অভিযান চালিয়ে ১৩ জিম্মিকে জীবিত উদ্ধারের পাশাপাশি ছ'জন হামলাকারীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বলেছেন, বাকি কয়েকজনকে হয়তো বাঁচানো যায়নি৷ এই জঙ্গি হামলায় জড়িত একজন ধরা পড়েছে বলেও শনিবার সকালে এক অনুষ্ঠানে জানিয়েছেন তিনি৷
ছবি: Reuters
এ যেন দুঃস্বপ্ন
কমান্ডো অভিযানে মুক্ত গুলশানের ক্যাফে থেকে উদ্ধার পাওয়া ব্যক্তিদের ১২ ঘণ্টার ‘দুঃস্বপ্ন’ কাটছে না৷ তাঁদের চোখে মুখে ক্লান্তি ও ভীতির ছাপ৷ তারা বলছিলেন, কয়েকজনের মৃতদেহ দেখেছেন, অনেক জায়গায় রক্তের ছাপ৷
ছবি: picture-alliance/AP Photo
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য
তাঁরা বলছেন, জিম্মিকারীরা বাংলাদেশি মুসলমানদের সুরা পড়তে বলে৷ সুরা পড়তে পারার পর তাঁদেরকে রাতে খেতেও দেওয়া হয়৷ যাঁরা হিজাব পরা ছিল, তাঁদের বাড়তি খাতির করা হয়৷
ছবি: picture alliance/ZUMA Press/S. K. Das
আইএস-এর দায় স্বীকার
তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস এই হামলার দায়িত্ব স্বীকার করেছে বলে সাইট ইন্টিলিজেন্স গ্রুপ জানিয়েছে৷ এই জঙ্গি দলের মুখপত্র আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে এ সব খবরে দাবি করা হয় যে, ‘তাদের’ এই হামলায় ২৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪০ জন৷
ছবি: picture-alliance/abaca
কমান্ডো অভিযান
সকাল ৭ টা ৩০ মিনিটে রাতভর গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্ট সংলগ্ন এলাকা ঘিরে রাখার পর যৌথ সেনা, নৌ, পুলিশ, র্যাব এবং বিজিবির সমন্বয়ে যৌথ কমান্ডো দল গুলশানে অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নেয়৷ ৮ টা ১৫ মিনিটে প্রথম দফায় নারী ও শিশুসহ ৬ জনকে উদ্ধার করা হয়৷
ছবি: picture-alliance/AP Photo
ভবনের নিয়ন্ত্রণ ও আতঙ্কের অবসান
৮ টা ৫৫ মিনিটে ভবনের নিয়ন্ত্রণ নেয় অভিযানকারীরা৷ গোয়েন্দা দল ভবনের ভেতর বিস্ফোরকের জন্য তল্লাশি শুরু করে৷ ৯ টা ১৫ মিনিটে ১২ ঘণ্টার রক্তাক্ত জিম্মি সংকটের অবসান হয়৷
ছবি: Getty Images/M. H. Opu
8 ছবি1 | 8
রউফ জানান, যুক্তরাষ্ট্রে তাঁর সন্তানের ‘‘একটা অবস্থান ছিল৷'' মায়ের ক্যানসার ধরা পড়ায় ২০০৯ সালে অর্ককে দেশে ফিরিয়ে আনেন তিনি৷ তবে যুক্তরাষ্ট্রে অর্কের নাগরিকত্বের বর্তমান অবস্থা কি তা জানাতে অপারগতা প্রকাশ করেন রউফ৷ তিনি বলেন, ‘‘তার মার্কিন নাগরিকত্বের বর্তমান অবস্থা কী আমি বলতে পারছি না৷ সাতবছর আগে সে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছিল৷ আমার দুই মেয়ে বর্তমানে সেখানে থাকে, তারা প্রগতিশীল এবং শান্তিতে বসবাস করছে৷ আমি তাদের জীবন বিপন্ন করতে চাই না৷''
অর্ক'র নাগরিকত্বের কথা জানতে ঢাকার মার্কিন দূতাবাসে ইমেলে যোগাযোগ করা হলে কোনো উত্তর পাওয়া যায়নি৷ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বাংলাদেশি কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করতে বলেছেন৷
তবে ঢাকার ইংরেজি দৈনিক ডেইলি স্টার জানিয়েছে, জঙ্গি গোষ্ঠীর সঙ্গে অর্ক'র সম্পৃক্ততা পুলিশের তদন্তে নিশ্চিত হওয়া গেছে৷