সন্তু লারমার গাড়ি বহরে হামলা
২৭ ডিসেম্বর ২০১০সন্তু লারমা এবং তার সঙ্গীরা অক্ষত থাকলেও বহরের দু'টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এনিয়ে চলতি বছরে সন্তু লারমার ওপর এটি দ্বিতীয় হামলা৷
সন্তু লারমা সোমবার সকালে খাগড়াছড়ি থেকে রাঙামাটি ফিরছিলেন৷ রোববার তিনি খাগড়াছড়ি গিয়েছেলন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন বৈঠকে যোগ দিতে৷ রঙামাটি ফেরার পথে সকাল ১০টার কিছু আগে নানিয়ারচর উপজেলার বেতছড়ি এলাকায় সন্তু লারমার গাড়ি বহরের উপর হামলা হয়৷ পাহাড় থেকে গাড়ি লক্ষ্য করে ইট ও পাথর ছুঁড়ে মারে সন্ত্রাসীরা৷ এতে একটি মাইক্রোবাস সহ দু'টি গাড়ির কাচ ভেঙে যায়৷ তবে সন্তু লারমা ও তার সঙ্গীরা অক্ষত আছেন বলে ডয়চে ভেলেকে জানান তার ব্যক্তিগত সহকারী বরুণ চাকমা৷ হামলার সময় গুলির শব্দও শুনেছেন তিনি৷ তিনি জানান, এই একই এলাকায় গত ২৭শে জানুয়ারি সন্তু লারমার গাড়ি বহরে গুলি ছোঁড়া হয়েছিল৷
বরুণ চাকমা জানান, তারা মামলা দায়ের করবেন৷ তবে গত জানুয়ারির হমালার ঘটনায় মামলা হলেও পুলিশ হামলাকারীদের এখনো গ্রেফতার করেনি৷ রঙামাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল সরদার জানান, বেতছড়ি এলাকায় হামলার ঘটনা সম্পর্কে তাকে জানান হয়েছে৷ তিনি আইনগত ব্যবস্থা নিচ্ছেন৷
হামালার জন্য পার্বত্য জনসংহতি সমিতি শান্তি চুক্তি বিরোধী ইউপিডিএফকে দায়ী করেছে৷ সমিতির প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা এক বিবৃতিতে ইউপিডিএফ'কে নিষিদ্ধ এবং দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন৷ তবে ইউপিডিএফ জানিয়েছে, এই হামলা তাদের কাজ নয়৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক