1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুদের টিভি চ্যানেল বন্ধ!

৩০ সেপ্টেম্বর ২০১৬

দশটি টেলিভিশন চ্যানেলের প্রচার বন্ধ করে দিয়েছে তুরস্ক৷ এর বেশিরভাগই কুর্দি ভাষার চ্যানেল৷ এর মধ্যে একটি শুধুমাত্র শিশুদের জন্য কার্টুন ও শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করতো৷

Screenshot Website ZarokTV
ছবি: http://zaroktv.com.tr

চ্যানেলটির নাম ‘জারক টিভি'৷ স্পঞ্জবব, দ্য স্মার্ফ, গারফিল্ডসহ সারা বিশ্বে জনপ্রিয় কার্টুনগুলো কুর্দি ভাষায় ডাব করে প্রচার করতো চ্যানেলটি৷ এছাড়া কুর্দি ভাষার গান শেখানো সহ কিছু শিক্ষামূলক অনুষ্ঠানও প্রচারিত হতো৷

চ্যানেলের নির্বাহী পরিচালক দিলেক দেমিরেল ডয়চে ভেলেকে বলেন, ‘‘কোনোরকম ব্যাখ্যা বা নোটিশ না দিয়েই বুধবার রাত থেকে প্রচার বন্ধ করে দেয়া হয়েছে৷'' পরে আইনজীবীদের মাধ্যমে তাঁকে জানানো হয়, জারক টিভি একটি ‘বিচ্ছিন্নতাবাদী গণমাধ্যম' ছিল৷ এ ব্যাপারে দেমিরেল বলেন, ‘‘আমরা কোন ধরনের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে লিপ্ত? সারা বিশ্বে যে কার্টুনগুলো প্রচারিত হয় আমরা সেগুলো কুর্দি ভাষায় ডাব করে দেখাই৷'' এরপর তিনি বলেন, ‘‘আমরা জানতে চাই আমাদের ভুলটা কোথায়৷ তাহলে আমরা শুধরে নিয়ে আবার প্রচারে ফিরতে পারতাম৷''

কুর্দিবিরোধী অভিযানের ফল

তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ান ক্ষমতার শুরুর দিকে কুর্দি সংস্কৃতির প্রসারে উদ্যোগ নিয়েছিলেন৷ তারই ফলশ্রুতিতে কুর্দি ভাষা শেখার বেসরকারি স্কুল (কারণ সরকারি স্কুলে সেই সুযোগ নেই) চালু হয়েছিল৷ জারক টিভিও সে সময়ই চালু হয়৷ কিন্তু সমস্যার শুরু বছর খানেক আগে৷ সেই সময় ‘কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি' (পিকেকে) ও সরকারি বাহিনীর মধ্যে দু'বছর ধরে চলে আসা যুদ্ধবিরতি ভেস্তে যায়৷ তারপর থেকে কুর্দিদের উপর সরকারি বাহিনীর নিপীড়ন বেড়ে যায়৷ কুর্দি সংস্কৃতি প্রসারের উপর খড়গ নেমে আসে৷ তারই সবশেষ উদাহরণ টিভি চ্যানেল বন্ধ৷

গত জুলাই মাসের ১৫ তারিখে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর থেকে তুরস্কে জরুরি অবস্থা চলছে৷ এই অবস্থার সুযোগ নিয়ে ডিক্রি জারির মাধ্যমে টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশ দেয় সরকার৷

সামাজিক মাধ্যমে সমালোচনা

টিভি চ্যানেল বন্ধের নির্দেশ দেয়ায় তুরস্ক সরকারের সমালোচনা করছেন টুইটার ব্যবহারকারীরা৷ কেউ কেউ এক্ষেত্রে বিদ্রুপের আশ্রয় নিচ্ছেন৷ যেমন ‘স্টকহোম ইনস্টিটিউট অফ ট্রানজিশন ইকোনমিকস'-এর অর্থনীতিবিদ এরিক মায়ারসন জারক টিভিতে প্রচারিত একটি কার্টুন শেয়ার করে লিখেছেন, ‘‘বিপজ্জনক বিষয়, কোনো সন্দেহ নেই৷''

আরেকজন টুইটার ব্যবহারকারী সরকারকে উপহাস করেছেন এই বলে যে, ‘গের্গামেল' (‘দ্য স্মার্ফস' কার্টুনের একটি নেতিবাচক চরিত্র) হচ্ছে সন্ত্রাসী স্মার্ফ গোষ্ঠীর নেতা৷

আয়সেগুল মাং ইয়াসার দ্য স্মার্ফ কার্টুনের একটি ছবি শেয়ার করে তুর্কি ভাষায় লিখেছেন, স্মার্ফদের বাবা কুর্দিদের নববর্ষ উপলক্ষ্যে নওরোজ উৎসবের আয়োজন করায় জারক টিভি বন্ধ করে দেয়া হয়েছে৷

চেজ উইন্টার/জেডএইচ

দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ