1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আনান আর আসাদ

১০ মার্চ ২০১২

সিরিয়ার সমস্যা সমাধানে আন্তর্জাতিক বিশ্বের কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে৷ শনিবার সেখানে সফরে গেছেন জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কোফি আনান৷ তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করেন৷

ছবি: Reuters

কোফি আনান সিরিয়ায় দুদিন থাকবেন৷ এসময় তিনি সিরিয়ার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে৷ তবে সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে তাঁর কোনো বৈঠক হবেনা বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন৷ এছাড়া জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান রাজধানী দামেস্কের বাইরেও যাবেন না বলে জানিয়েছেন বান কি-মুন৷

সিরিয়া সফরে কোফি আনান দেশটিতে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানাবেন৷ এছাড়া বিভিন্ন শহরে ত্রাণ তৎপরতা চালাতে দিতে সিরীয় সরকারের অনুমতি চাইবেন কফি আনান৷

বিদ্রোহীদের সন্ত্রাসী আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট আসাদছবি: dapd

সিরিয়ার সরকারি টেলিভিশন বলছে, কোফি আনানের সঙ্গে প্রেসিডেন্ট আসাদের বৈঠকের সময় ‘ইতিবাচক পরিবেশ' ছিল৷ প্রেসিডেন্ট আসাদ কোফি আনানকে বলেন, তাঁর সরকার সংঘর্ষ বন্ধে যে কোনো ‘সৎ' পদক্ষেপকে স্বাগত জানাবে৷ তিনি বলেন সিরিয়ার বর্তমান পরিস্থিতির জন্য দায়ী ‘সন্ত্রাসীরা'৷

এদিকে কোফি আনানের সিরিয়া সফরের আগে উত্তরপশ্চিমের ইডলিব শহরে সরকারি বাহিনীর হামলার খবর পাওয়া গেছে৷ এতে ১৬ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷ এর আগে শুক্রবার সিরিয়া জুড়ে প্রায় ৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ বিভিন্ন মানবাধিকার সংস্থা সিরিয়ায় নিহতের সংখ্যা সাড়ে আট হাজার বলে জানিয়েছে৷

সিরিয়া সফর শেষে কোফি আনান তুরস্কে যাবেন বলে জানা গেছে৷ দেশটি প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে বেশ কঠোর অবস্থান নিয়েছেন৷

উল্লেখ্য, জাতিসংঘের বিশেষ দূতের দায়িত্ব নেয়ার পর সিরিয়ায় এটাই কোফি আনানের প্রথম সফর৷ কোফি আনানের প্রতি রাশিয়া ও চীনের সমর্থন রয়েছে৷ এছাড়া সিরিয়ার সরকার ও বিরোধীরা কোফি আনানের সফরকে স্বাগত জানিয়েছে৷

এদিকে কায়রোতে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে যোগ দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ৷ এসময় তিনি বলেন সিরিয়ায় সংঘর্ষ বন্ধ করাই হচ্ছে প্রথম কাজ৷ এ লক্ষ্যে সিরীয় শহরগুলো থেকে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের চলে যেতে বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী৷

সৌদি পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল ফয়সাল বলেছেন, সিরিয়া প্রসঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়ার ভেটোর কারণে সিরীয় সরকার তাদের নির্যাতন চালিয়ে যাচ্ছে৷

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বলেছেন, সিরিয়ায় সংঘর্ষ বন্ধে রাশিয়ার সমর্থন পেতে তিনি সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন৷ নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের সময় এ বৈঠক হবে বলে জানা গেছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ