1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্ত্রাসী হামলার আশঙ্কায় জার্মানিতে কড়া নিরাপত্তা

১৮ নভেম্বর ২০১০

জার্মানির বিমানবন্দর এবং ট্রেন স্টেশনগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ বেড়েছে গোয়েন্দা তৎপরতা৷ নভেম্বর মাসের শেষে জার্মানিতে সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে৷ তাই এই বাড়তি কড়াকড়ি৷

ট্রেন স্টেশনে নিরাপত্তা বেড়েছেছবি: picture alliance/dpa

হামলার আশঙ্কা ক্রিসমাস মার্কেটে

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস দেমেজিয়ার সুনির্দিষ্ট হামলার ষড়যন্ত্রের কথা জানিয়েছেন বুধবার৷ তবে কোথায়, কখন, কিভাবে এই হামলা হতে পারে সে বিষয়ে কোন ইঙ্গিত তিনি দেননি৷ জার্মান গণমাধ্যম অবশ্য দাবি করছে, ক্রিসমাস মার্কেটে কিংবা এধরনের জনপ্রিয় কোন আয়োজনে হামলার আশঙ্কা রয়েছে৷ এছাড়া, ২০০৮ সালে মুম্বাইয়ের সন্ত্রাসী হানার মতো একই ধরনের হামলার জার্মানিতে হবার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা৷

আল-কায়দা'র তৎপরতা

দৈনিক টাগেসস্পিগেলের এক প্রতিবেদনের বরাতে বার্তাসংস্থা ডিপিএ ও এএফপি জানাচ্ছে, গত সপ্তাহে মার্কিন গোয়েন্দারা জার্মান গোয়েন্দাদেরকে সম্ভাব্য সন্ত্রাসী হামলার কথা জানিয়েছেন৷ এই হামলা চালাতে দুই থেকে চারজন সম্ভাব্য জঙ্গিকে ব্রিটেন এবং জার্মানিতে পাঠাচ্ছে জঙ্গি গোষ্ঠী আল-কায়দা৷ মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, আক্রমণকারীরা নভেম্বরের ২২ তারিখ ভারত কিংবা সংযুক্ত আরব আমিরাত হয়ে জার্মানিতে প্রবেশ করতে পারে৷

বিমানবন্দরে কড়া পাহারা (ফাইল ফটো)ছবি: AP

পুলিশ অবশ্য ইতিমধ্যেই পাকিস্তান, ভারত এবং সংযুক্ত আরব আমিরাতে জার্মান ভিসা প্রার্থীদের কাগজপত্র পরীক্ষা শুরু করেছে৷

ইলিয়াস কাশ্মীরি

বার্তা সংস্থাগুলো মূলত টাগেসস্পিগেলের প্রতিবেদনের বরাতেই সব খবর দিচ্ছে৷ সেখানে সন্দেহভাজন জঙ্গি হিসেবে উঠে এসেছে মোহাম্মদ ইলিয়াস কাশ্মীরি'র নাম৷ এবছরের শুরুর দিকে ভারতের পুনের একটি জার্মান বেকারিতে হামলার পেছনে এই আল-কায়দা সন্ত্রাসী জড়িত বলে সন্দেহ করা হয়৷ সেই হামলায় প্রাণ হারিয়েছিল ১৭ জন৷

হামলা ঠেকাতে সরকারের উদ্যোগ

সরকারের উদ্যোগ ব্যাপক৷ জার্মানির বিমানবন্দর এবং ট্রেন স্টেশনগুলোতে মেশিনগানসহ টহল দিচ্ছে পুলিশ৷ কেন্দ্রীয় ক্রিমিন্যাল পুলিশ ইতিমধ্যে সম্ভাব্য জঙ্গিদের টেলিফোনে আড়িপাতা এবং ই-মেলের তত্ত্বতালাশ শুরু করেছে৷ তাছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস দেমেজিয়ার জানিয়েছেন, নিরাপত্তার খাতিরে নেপথ্যেও চলছে অনেক তৎপরতা৷ যা জনগণ দেখতে পাবে না৷

মন্ত্রী অবশ্য জনগণকে আশ্বস্ত করে বলেছেন, দুশ্চিন্তার কারণ থাকলেও আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ