1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্ত্রাসী হামলার সন্দেহে জার্মানিতে এক সিরীয় আটক

৩১ অক্টোবর ২০১৭

জার্মানিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে সন্দেহে এক সিরীয় নাগরিককে আটক করেছে জার্মান পুলিশ৷  আটক ব্যক্তি উচ্চমাত্রার বিস্ফোরক ব্যবহার করে এই হামলার পরিকল্পনা করেছিলেন বলে সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন৷

ছবি: picture-alliance/dpa/J. Büttner

জার্মানির উত্তরাঞ্চলের শহর শ্ভেরিন থেকে ১৯ বছর বয়সি তরুণকে আটক করা হয় বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় কৌঁসুলির কার্যালয়৷ আটক ব্যক্তির নাম ইয়ামেন এ.৷ বর্তমানে তিনি পুলিশ হেফাজতে৷

বিবৃতিতে কৌঁসুলিরা জানিয়েছেন যে, আটককৃত ব্যক্তিউগ্র ইসলামপন্থি মনোভাবে উদ্বুদ্ধ হয়ে হামলা চালানোর পরিকল্পনা করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে৷ হামলায় উচ্চমাত্রার বিস্ফোরক ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছিল৷ নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে যে, হামলা চালানোর জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলেন ইয়ামেন এ.৷

সরকারি কৌঁসুলিদের বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে যে, চলতি বছরের জুলাই মাসে বিস্ফোরক ডিভাইসে বিস্ফোরণ ঘটিয়ে যত বেশি সম্ভব মানুষকে হত্যা এবং আহত করার সিদ্ধান্ত নেয় জার্মানিতে বসবাসরত ওই সিরীয় নাগরিক৷ এরপর তিনি বোমা বানানোর জন্য বিস্ফোরক সংগ্রহ করতে শুরু করেন৷ তবে হামলা চালানোর জন্য নির্দিষ্ট কোনো জায়গা ঠিক করেছিলেন কিনা তা এখনো জানা যায়নি৷

ইয়ামেন এ. কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্তকারীরা৷ এই হামলা পরিকল্পনার সঙ্গে আরো যারা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে, তাদের অ্যাপার্টমেন্টেও তল্লাশি চালিয়েছে পুলিশ৷

উল্লেখ্য, ২০১৬ সালে জার্মানিতে কয়েকটি হামলার ঘটনা ঘটে৷ গত ডিসেম্বরে এক টিউনিশীয় নাগরিক একটি ট্রাক চুরি করে সেটি নিয়ে বার্লিনের এক জনাকীর্ণ ক্রিসমাস মার্কেটে ঢুকে পড়লে অন্তত ১২ ব্যক্তি নিহত হন৷ এছাড়া গত জুলাইয়ে এক সিরীয় নাগরিক আনসবাখে একটি সংগীত উৎসবের কাছে বিস্ফোরণ ঘটালে হামলাকারী মারা যায় এব ১৫ ব্যক্তি আহত হন৷ গত কয়েক বছরে এর বাইরেও বেশ কয়েকটি হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিতে সক্ষম হয়েছে জার্মান পুলিশ৷

এআই/এসিবি (ডিপিএ, এপি) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ