1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোদীর দ্বিমুখী হাতিয়ার

২৭ সেপ্টেম্বর ২০১৬

প্রধানমন্ত্রী মোদীর কথায়, রক্ত ও জল একসঙ্গে একই খাতে বইতে পারে না৷ তাই সিন্ধু নদের জলচুক্তি রদ করার সিদ্ধান্ত না নেওয়া হলেও, বর্তমান চুক্তি পর্যালোচনা করার কথা বলছে ভারত৷ বলছে দেশের জন্য সর্বাধিক পরিমাণ জল ধরে রাখার কথা৷

নরেন্দ্র মোদী
ছবি: Getty Images/AFP/P. Singh

প্রধানমন্ত্রী মোদীর কথায়, রক্ত ও জল একসঙ্গে একই খাতে বইতে পারে না৷ তাই সিন্ধু নদের জলচুক্তি রদ করার সিদ্ধান্ত না নেওয়া হলেও, বর্তমান চুক্তি পর্যালোচনা করার কথা বলছে ভারত৷ বলছে দেশের জন্য সর্বাধিক পরিমাণ জল ধরে রাখার কথাও৷

উরি সন্ত্রাসী হামলার পর পাকিস্তানকে সমুচিত জবাব কীভাবে এবং কোন পথে দেওয়া হবে এই নিয়ে মোদী সরকারে চলছে বিস্তর ভাবনা-চিন্তা৷ প্রশ্ন হলো – সেটা কি এখন জলযুদ্ধের চেহারা নেবে? এমনটাই কিন্তু আশংকা করছেন অভিজ্ঞ মহল৷ ভারতের ভৌগলিক অবস্থান সিন্ধু নদের উজানে থাকায়, জলপ্রবাহ নিয়ন্ত্রণে প্রাকৃতিক সুবিধা আছে ভারতের৷ তাই সরকারি মতে, সর্বাধিক পরিমাণ জল নিজের দিকে ধরে রাখলে সেটা বর্তমান চুক্তির খেলাপ হবে না৷ এটা নাকি ভারতের অধিকারের মধ্যে পড়লেও, গত ৫৫ বছরে তার পূর্ণ অধিকার প্রয়োগ করেনি ভারত৷ অর্থাৎ পাকিস্তান সেটা চ্যালেঞ্জ করতে পারে না৷

এছাড়া সিন্ধু নদের জলবণ্টন সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য রয়েছে দ্বিপাক্ষিক সালিশি কমিশন৷ বছরে অন্তত একবার কমিশনের বৈঠক বসে৷ ভারত সেই বৈঠক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ শুধু তাই নয়, উত্তর কাশ্মীরের সোপোর জেলায় ঝিলাম নদীর ধারে উলার হ্রদের মুখে তুলবুল জলবিদ্যুৎ প্রকল্পের কাজ আবার শুরু করার কথা খতিয়ে দেখা হচ্ছে৷ ১৫ বছর আগে পাকিস্তানের আপত্তিতে ঐ বাঁধের নির্মাণকাজ স্থগিত রাখা হয়৷ একটা সময় সন্ত্রাসীরা তুলবুল বাঁধের নির্মাণকাজেও হামলা চালিয়েছিল৷

পর্যবেক্ষকরা মনে করছেন, পাকিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধে না গিয়ে এই ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক মারপ্যাঁচই সঠিক পথ৷ সাপও মরবে, লাঠিও ভাঙবে না৷ প্রচলিত প্রবাদ – হাতে মারবো না, ভাতে মারবো৷ এক্ষেত্রে ভাতে মারা মানে সিন্ধু নদ চুক্তির সংস্থান অনুযায়ী পাকিস্তান যে পরিমাণ জল পায়, তাতে পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের প্রায় এক লাখ দশ হাজার বর্গ কিলোমিটার এলাকায় ফসল চাষ হয়৷ ভারত যদি তার সর্বাধিক পরিমাণ জল নিজের দিকে ধরে রাখে, তাহলে পাকিস্তানের কৃষিকার্য কার্যত মুখ থুবড়ে পড়বেষ মার খাবে সেদেশের অর্থনীতিও৷

 প্রশ্ন হলো, এই অতিরিক্ত জল ধরে রাখার পরিকাঠামো কি ভারতের আছে?  না নেই, সংবাদমাধ্যমকে বলেছেন জম্মু-কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের ভূ-বিজ্ঞানি ও নদী বিশেষজ্ঞ অধ্যাপক শাকিল আহমেদ৷ তিনি মনে করেন, অতিরিক্ত জল ধরে রাখার পরিকাঠামো বর্তমানে ভারতের নেই৷ তাই বিজ্ঞান-ভিত্তিক ভূমিগত বাস্তবতার দিক থেকে সেটা সম্ভব নয়৷ এ জন্য অতিরিক্ত জল অন্য খাতে প্রবাহিত করতে খাল কাটতে হবে বা বাঁধ নির্মাণ করে জলাধার তৈরি করতে হবে, আর সেটা সময়সাপেক্ষ৷ তা না করতে পারলে জম্মু-কাশ্মীরে দেখা দেবে বন্যা৷ সেজন্য ছোট ছোট বাঁধ তৈরি করে প্রয়োজন মতো জল ছাড়তে পারলে রাজ্য উপকৃত হবে৷ দ্বিতীয়ত, ভারত যদি জল আটকে রাখে, তাহলে প্রতিবেশী দেশগুলির কাছে এক খারাপ নজির হয়ে থাকবে৷ কারণ ভুললে চলবে না যে, জল চিরদিনই মানুষের জীবনরেখা৷ তাই ভবিষ্যতে অন্য দেশ, যেমন পাকিস্তানের মিত্র দেশ চীন যদি সেই কাজ করে, তাহলে ভারত কি দোষ দিতে পারবে? ভারত দিয়ে প্রবাহিত অনেক নদনদীর উত্সমুখ তিব্বতে৷ সিন্ধু নদ বা ব্রহ্মপুত্র নদের উত্সমুখ চীনে৷ উল্লেখ্য, অতীতে ভারত-পাকিস্তানের মধ্যে তিন-তিনবার যুদ্ধ হয়েছিল, ৬৫,৭১ এবং ৯৯-এ কারগিল৷ তখন জলকে হাতিয়ার বানানো হয়নি৷ কাশ্মীর নিয়ে যে সংঘাত বর্তমানে চলছে দু'দেশের মধ্যে সেখানে জল নিয়ে আরেকটা ফ্রন্ট খোলা যুক্তিসংগত হবে না৷

ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের জলবণ্টন চুক্তি হয় ১৯৬০ সালের ১৯শে সেপ্টেম্বর নেহেরু ও আয়ুব খানের আমলে ঐকমত্যের ভিত্তিতে৷ স্থির হয় সিন্ধু নদের জলপ্রবাহের সদ্ব্যবহারের জন্য ছয়টি নদীর মধ্যে পুব দিকের তিনটি নদী শতদ্রু, বিপাশা ও ইরাবতি পড়ে ভারতের ভাগে আর পশ্চিম দিকের তিনটি নদী ঝিলাম, সিন্ধু ও চন্দ্রভাগা পড়ে পাকিস্তানের ভাগে৷ চুক্তির শর্ত অনুযায়ী, উভয় দেশেরই নিজেদের ভাগের নদ-নদীর জল ব্যবহারের অবাধ অধিকার থাকে৷

পাশাপাশি পাকিস্তানকে বিশেষ সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা দেবার নীতি প্রত্যাহার করার কথাও বিবেচনা করা হচ্ছে এখন৷ আগামী ২৯শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদী এ জন্য এক বিশেষ বৈঠক ডেকেছেন৷ ১৯৯৬ সালে ডাব্লিউটিও-র অধীনে এই চুক্তি হয়, যাতে ভারত ও পাকিস্তান একে-অপরকে এমএফএন বা সবথেকে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা দেয়৷ ভারত পাকিস্তানে বছরে রপ্তানি করে ২১৭ কোটি ডলারের পণ্য আর পাকিস্তান থেকে আমদানি করে মাত্র ৫০ কোটি ডলার৷ সোমবার সিন্ধুর জল চুক্তি পর্যালোচনা বৈঠকে মোদীর বক্তব্য – রক্ত ও জল একসঙ্গে একই খাতে বইতে পারে না৷ উরি সন্ত্রাসী হামলায় ১৮ জন জওয়ানের জীবনদান বিফলে যেতে দেওয়া হবে না৷ তাই পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে৷ কূটনৈতিক অথবা অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে পাকিস্তানকে৷

পাকিস্তানকে শিক্ষা দিতে সিন্ধু নদের পানি কি ভারত ধরে রাখতে পারে? মতামত জানান নীচের ঘরে৷

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ