প্রায় এক মাসের তদন্ত শেষে বুধবার তিন ইরাকি শরণার্থীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে জার্মান পুলিশ৷ এদের মধ্যে দু'জন বোমা বানানোর প্রস্তুতি নিচ্ছিলেন, অন্যজন হামলার পরিকল্পনায় ছিলেন বলে অভিযোগ৷
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতদের মধ্যে দু'জন ২৩ বছর বয়সি শরণার্থী শাহীন এফ. এবং হার্শ এফ.৷ অন্যজনের বয়স ৩৬, নাম রউফ এস.৷
তদন্তকারীদের অভিযোগ, শাহীন ও হার্শ ইন্টারনেট থেকে বোমা বানানোর তথ্য সংগ্রহ করেছেন৷ এছাড়া যুক্তরাজ্য থেকে বিস্ফোরক ডিভাইস কেনারও চেষ্টা করেছেন৷ তবে ব্রিটিশ কর্তৃপক্ষ জার্মানিতে এই ডিভাইস পাঠানোর চেষ্টা ব্যর্থ করে দেয়৷
শাহীন ও হার্শ ৯এমএম বন্দুক জোগাড়েরও চেষ্টা করেন৷ এক্ষেত্রে তারা রউফের সহায়তা চেয়েছিলেন৷ রউফ অস্ত্র কেনার জন্য অন্য আরেকটি মামলায় অভিযুক্ত ওয়ালিদ খালেদের সঙ্গে আলোচনা করেছিলেন৷
তবে বন্দুকের দাম বেশি মনে হওয়ায় শাহীন ও হার্শ শেষ পর্যন্ত গাড়ি হামলা চালানোর কথা বিবেচনা করছিলেন বলে কৌঁসুলিরা জানিয়েছেন৷ তাঁরা জানান, ঐ দুজন গতবছরের শেষ দিকে ‘জার্মানিতে ইসলামিস্ট ধারায় উদ্বুদ্ধ হয়ে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন'৷
এদিকে, কেন্দ্রীয় কৌঁসুলির কার্যালয়ের এক বিবৃতি বলছে, সন্দেহভাজন আটকরা এখনো হামলার জন্য নির্দিষ্ট কোনো লক্ষ্য ঠিক করেননি৷
চেজ ভিন্টার/জেডএইচ
মিউনিখ হামলার কিছু ছবি
শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ জার্মানির মিউনিখের অলিম্পিয়া শপিং সেন্টারে হামলা চালায় সন্দেহভাজন সন্ত্রাসীরা৷ শুরু করে গুলিবর্ষণ৷ ছবিঘরে থাকছে হামলার বিশেষ কিছু ছবি৷
ছবি: Reuters/dedinac/M. Müller
ঘটনার শুরু
বিপণিবিতানের ম্যাকডোনাল্ড’স-এ ৬টার দিকে প্রথম গুলিবর্ষণ হয় বলে জানা গেছে৷
ছবি: picture-alliance/AP Photo/S. Widmann
হেলিকপ্টার টহল
অলিম্পিয়া শপিং সেন্টারে সম্ভবত এখনো অনেক কর্মী আটকা পড়ে আছে৷ তবে পুলিশ জানিয়েছে, যে মিউনিখের আকাশে একটি মহড়ার আওতায় অনেক হেলিকপ্টার উড়তে দেখা গেছে।
ছবি: picture-alliance/dpa/M. Balk
সবাইকে ঘরে থাকার ডাক
ঘটনার পরপরই মিউনিখ কর্তৃপক্ষ শহরবাসীকে ঘর থেকে বের না হওয়ার ডাক দিয়েছেন৷
ছবি: picture-alliance/AP Photo
আহত ও নিহত
স্থানীয় পুলিশের বরাত দিয়ে জার্মানির অনেক গণমাধ্যম জানিয়েছে, অনেকে নিহত ও আহত হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/S. Hoppe
ঘটনাস্থলের আশপাশের রাস্তা বন্ধ
অলিম্পিয়া শপিং সেন্টারের আশপাশ ঘিরে রেখেছে পুলিশ৷ আশপাশের সব সড়ক বন্ধ করে দেয়া হয়েছে৷ এই এলাকায় যাতে জনসাধারণ না আসে সেজন্য বার বার অনুরোধ করা হচ্ছে৷
ছবি: picture-alliance/dpa/A. Gebert
বন্ধ রেল ও বাস সার্ভিস
ঘটনার পর মিউনিখে ট্রেন, ট্রাম ও বাসের একাধিক লাইন বন্ধ করে দিয়েছে পরিবহন কর্তৃপক্ষ৷ এতে ট্রেন স্টেশনে আটকা পড়েছে অনেক মানুষ৷
ছবি: picture-alliance/dpa/M. Balk
লাইভ ফুটেজ না দেখানোর অনুরোধ
পুলিশের অভিযানের কোন লাইভ ভিডিও ফুটেজ না দেখাতে গণমাধ্যমে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ৷
ছবি: picture-alliance/dpa/M. Balk
আততায়ী তিন জন
পুলিশ জানিয়েছে, অস্ত্রধারী তিনজনকে গুলি চালাতে দেখা গেছে৷
ছবি: picture-alliance/dpa/A. Gebert
নিখোঁজদের জন্য বিশেষ ব্যবস্থা
মিউনিখ প্রশাসনের পক্ষ থেকে জরুরি নোটিস জারি করা হয়েছে৷ কারো স্বজনের খোঁজ পাওয়া না গেলে +৪৯৮০০৭৭৬৬৩৫০ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/A. Gebert
ব্রিটেনের সতর্কতা
হামলার পর যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জার্মানিতে অবস্থানরত নাগরিকদের মিউনিখের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে৷