1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্ত্রাসের নতুন মাত্রা

মাটিয়াস ফন হাইন/এসি১০ এপ্রিল ২০১৫

ফরাসি টিভি ফাইভ টেলিভিশন কেন্দ্রের উপর আইএস সমর্থক হ্যাকারদের আক্রমণকে নিঃসন্দেহে সাইবার সন্ত্রাস বলা চলতে পারে৷ এই সন্ত্রাস আগামীতে বাড়বে, কাজেই আমাদের প্রস্তুত থাকতে হবে, বলে মাটিয়াস ফন হাইন-এর অভিমত৷

Frankreich Polizist vor der Zentrale von TV5 Monde in Paris
ছবি: Reuters/B. Tessier

তথাকথিত ‘‘ইসলামিক স্টেট''-এর বিশ্বদর্শন অতীতমুখী, এমনকি মধ্যযুগীয় বলে মনে হতে পারে – কিন্তু তাদের সন্ত্রাসের পদ্ধতিকে নয়৷ আইএস সন্ত্রাসবাদীরা বহুদিন আগেই সাইবারস্পেস-কে রণাঙ্গন হিসেবে আবিষ্কার করেছে, যদিও এই রণাঙ্গনে তাদের গতিবিধি এ যাবৎ প্রচারণা যুদ্ধেই সীমিত ছিল৷

ফরাসি ‘টেভে স্যাঁক' বা টিভি ফাইভ টেলিভিশনের উপর তথাকথিত ‘‘সাইবার খেলাফৎ''-এর সর্বাধুনিক আক্রমণ সাইবার সন্ত্রাসে এক নতুন মাত্রা যোগ করেছে৷ জার্মান অপরাধ দপ্তরের সংজ্ঞা অনুযায়ী সাইবার সন্ত্রাস হল, সাইবার পদ্ধতিতে যুদ্ধ চালিয়ে বিপক্ষের বিশেষ বিশেষ ক্ষমতা বা কার্যক্রমের দখল নেওয়া, তাতে ব্যাঘাত ঘটানো অথবা তাকে ধ্বংস করা৷

টিভি ফাইভ-এর উপর যে সাইবার আক্রমণ চালানো হয়েছে, তাতে সাইবার সন্ত্রাসের সব উপাদানই পাওয়া যাবে৷ গুরুতর আক্রমণ: ১১টি টিভি চ্যানেলে সম্প্রচার বন্ধ হয়ে গেছে; সংস্থার ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টগুলি দখল করা হয়েছে; অনুষ্ঠানের প্রযোজনা দৃশ্যত দীর্ঘমেয়াদি সূত্রে ব্যাহত হয়েছে৷ আক্রমণের বেশ কয়েক ঘণ্টা পরেও টিভি ফাইভ-কে পূর্বপ্রযোজিত অনুষ্ঠানাবলী প্রচার করতে দেখা গেছে৷ সেই সঙ্গে ছিল ফরাসি সৈন্যদের প্রতি শাসানি: আইএস-এর বিরুদ্ধে অভিযানে নামলে তাদের পরিবারের অকল্যাণ ঘটতে পারে৷

‘‘অপ্রতিসম যুদ্ধ''

অথচ এই আক্রমণ অপ্রত্যাশিতভাবে আসেনি৷ জার্মান ফেডারাল অপরাধ দপ্তর গতবছরই তাদের একটি অভ্যন্তরীণ বিশ্লেষণে সাইবারস্পেস থেকে আক্রমণের সম্ভাবনা সম্পর্কে সাবধান করে দিয়েছিল৷ ইউরোপীয় ইউনিয়নের পুলিশ সংস্থা ইউরোপোল সাইবার সন্ত্রাসের ঝুঁকি সম্পর্কে ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে একটি রিপোর্ট প্রকাশ করে৷ সাইবার সন্ত্রাসের সুবিধাই হল: বিশ্বের যে কোনো জায়গায় বসে বিশ্বের অপর যে কোনো জায়গায় শত্রুপক্ষের বিপুল ক্ষতি করা চলে; যাকে ‘‘অপ্রতিসম যুদ্ধ'' বলা চলে৷

ডয়চে ভেলের মাটিয়াস ফন হাইনছবি: DW

‘‘সাইবার খেলাফৎ'' গত জানুয়ারি মাসেই নিজেদের অস্তিত্বের জানান দেয়, যখন তারা সিরিয়া ও ইরাকে মার্কিন সামরিক অভিযানের সেন্ট্রাল কমান্ডের ইউটিউব ও টুইটার অ্যাকাউন্ট মোট ৩০ মিনিটের জন্য দখল করে বসে৷ আবার সেই দখলীকৃত পেজগুলিতে মার্কিন সৈন্যদের এবং তাদের পরিবারবর্গের খোঁজখবর প্রকাশ করে সেনাবাহিনীতে চাঞ্চল্যের সৃষ্টি করে৷ টিভি ফাইভ-এর উপর সাম্প্রতিক আক্রমণ ছিল তার চেয়ে অনেক বেশি জটিল, অনেক বেশি কার্যকরী৷ ইসলামপন্থিরা দৃশ্যত আরো অনেক কিছু শিখেছে এবং শিখছে৷

বিপদ বাড়বে বৈ কমবে না

মুশকিল হল এই যে, ভার্চুয়াল এবং রিয়্যাল, অলীক ও বাস্তব যতো কাছাকাছি এসে পড়বে, ততোই সাইবারস্পেসে অপরাধী এবং সন্ত্রাসবাদীদের দৌরাত্ম্যের বিপদ বাড়বে৷ গত ডিসেম্বর মাসে দক্ষিণ কোরিয়ার একটি আণবিক চুল্লির উপর হ্যাকার আক্রমণের ঘটনা ঘটে৷ তথ্যপ্রযুক্তিগত নিরাপত্তা সংক্রান্ত ফেডারাল দপ্তরও তার সর্বাধুনিক বাৎসরিক রিপোর্টে জানিয়েছে, কীভাবে হ্যাকার আক্রমণে একটি ইস্পাত তৈরির চুল্লি বিনষ্ট হয়েছে৷ জিরো আর ওয়ান-এর বাইনারি সিস্টেম ব্যবহার করে বাস্তব জগতে বাস্তব ক্ষয়ক্ষতি ঘটানো যখন সম্ভব, তখন কোনো তেল পরিশোধনাগার কিংবা রাসায়নিকের কারখানার উপর আক্রমণ চালাতেই বা বাধা কী? অথবা তথাকথিত ‘‘অতীব জরুরি অবকাঠামো'' – অর্থাৎ বিদ্যুৎ কিংবা পানি সরবরাহ, বা পরিবহণ ব্যবস্থার উপর আক্রমণ?

শিল্পবিপ্লবের পরবর্তী ধাপে যদি শিল্প উৎপাদন কম্পিউটারের মাধ্যমে পুরোপুরি পরস্পরের সঙ্গে যুক্ত হয়, তাহলে ডিজিটাল সন্ত্রাসীরা হাত কচলাবে বৈকি – বিপর্যয় সৃষ্টির এই তো সুযোগ!

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ