1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইস্তানবুলে হামলার পিছনে আইএস?

২৯ জুন ২০১৬

তিনজন আত্মঘাতী সন্ত্রাসীর বোমাবাজি ও গুলিচালনায় আতাতুর্ক বিমানবন্দরের আন্তর্জাতিক এলাকায় ৩৬ জন নিহত ও প্রায় দেড়শ' মানুষ আহত হবার পর আবার বিমান নামছে ও উঠছে৷

থমথমে ইস্তানবুল বিমানবন্দর
ছবি: Reuters/O. Orsal

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সময় রাত সাড়ে ন'টা নাগাদ তিনজন আততায়ী তাদের আক্রমণ শুরু করে৷ একজন আততায়ী টার্মিনালের অভ্যন্তরে একটি সিকিউরিটি চেক-এ বিস্ফোরণ ঘটায়; অপর এক আততায়ী টার্মিনালের বাইরে বোমা ফাটায়; তৃতীয়জন বিস্ফোরণ ঘটায় একটি গাড়ি রাখার জায়গায়৷

তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম মঙ্গলবার রাত্রেই ইস্তানবুল বিমানবন্দর পরিদর্শন করেন এবং ঘোষণা করেন যে, আতাতুর্ক বিমানবন্দরে আবার বিমান নামতে ও উঠতে পারবে৷ তিনি জানান যে, আততায়ীরা একটি ট্যাক্সিতে করে বিমানবন্দরে আসে ও প্রথমে গুলি চালানোর পর বোমা ফাটায়৷ এক চতুর্থ আক্রমণকারীর পলায়ন সম্পর্কে কর্তৃপক্ষের কাছে কোনো খবর নেই, বলে ইলদিরিম জানান৷ তবে নিহতদের মধ্যে কিছু বিদেশি আছেন, বলে তাঁর খবর৷ এই আক্রমণের পিছনে ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর হাত আছে, বলে সন্দেহ করা হচ্ছে – বলেন ইলদিরিম৷

বুধবার সকালে বিমানবন্দরে ক্ষয়ক্ষতির একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করছেন কর্মকর্তারা৷ বিস্ফোরণের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হচ্ছে৷ দেখা যাচ্ছে, টার্মিনালের ছাদের প্যানেলগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আতাতুর্ক বিমানবন্দরে আক্রমণ ঘটার পর ইস্তানবুল থেকে যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাষ্ট্র থেকে ইস্তানবুল অভিমুখে উড়াল কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয় – পরে তা আবার চালু করা হয়েছে৷ হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট বলেছেন, এ বছরেই আক্রান্ত ব্রাসেলস বিমানবন্দরের মতো ইস্তানবুল বিমানবন্দরও যে সব আন্তর্জাতিক যোগাযোগ বিভিন্ন দেশকে পরস্পরের সঙ্গে যুক্ত রাখে, তার প্রতীক৷ ডোনাল্ড ট্রাম্প টুইটারে মন্তব্য করেছেন, ‘‘আবার একটি সন্ত্রাসী আক্রমণ, এবার তুরস্কে৷ বিশ্ব কি কোনোদিন উপলব্ধি করবে, কী ঘটে চলেছে? খুবই দুঃখের কথা৷''

জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার মঙ্গলবার সন্ধ্যায় একটি সর্বধর্ম সম্বলিত ইফতারে আমন্ত্রিত ছিলেন৷ তিনি ইস্তানবুল বিমানবন্দরে সন্ত্রাসের খবরে বিমূঢ়তা প্রকাশ করেন ও তুরস্কের সঙ্গে সংহতি জ্ঞাপন করেন৷ জার্মানি সর্বাধিক প্রচারিত ও জনপ্রিয় ট্যাবলেয়ড ‘বিল্ড পত্রিকা তাদের সংহতি জানায় জার্মান ও তুর্কি ভাষায়: ‘‘আমরা ইস্তানবুলে হতাহতদের কথা স্মরণ করছি৷''

এসি/ডিজি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ