1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্ত্রাস দমন কেন্দ্র

২০ মার্চ ২০১২

জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র (এনসিটিসি) ইস্যুতে সংসদের নিম্নকক্ষ লোকসভার পর, উচ্চকক্ষ রাজ্যসভাতেও ফাঁড়া কাটলো মনমোহন সিং সরকারের৷ আজ রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা বিজেপি এবং বামদলের সংশোধনী প্রস্তাব খারিজ হয়ে যায়৷

ছবি: AP

রাষ্ট্রপতি ভাষণে উল্লেখিত জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র সংক্ষেপে এনসিটিসি ইস্যুতে বিজেপি ও বাম দলের আনা সংশোধনী আজ সংসদের উচ্চকক্ষ রাজ্যসভাতে খারিজ হয়ে যায় বিপক্ষে ১০৫ এবং পক্ষে ৮২ ভোটে৷ ২৪৫ সদস্যের রাজ্যসভায় সরকার পক্ষের সংখ্যাগরিষ্ঠতা নেই৷ কিন্ত মুলায়েম সিং-এর সমাজবাদী পার্টি এবং মায়াবতীর বহুজন সমাজ পার্টির ভোটে এযাত্রায় উতরে গেলেন মনমোহন সিং সরকার৷

রাজনীতিতে ভোল পালটাতে সময় লাগেনা৷ জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র সংক্ষেপে এনসিটিসি ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস সবথেকে বেশি সোচ্চার ছিল এই যুক্তিতে যে, এতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করা হবে৷ রাজ্য সরকারের ক্ষমতা খর্ব করা হবে কাজেই তা মেনে নেয়া যায়না৷ সেই তৃণমূল আজ লোকসভার মতো রাজ্যসভাতেও সরকারের বিপক্ষে না গিয়ে ভোটদানে বিরত থাকে৷ তৃণমূল কংগ্রেসের এই অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷

তৃণমূল কংগ্রেস ভোটদানে বিরত থাকে...ছবি: DW

সন্ত্রাস দমনে এনসিটিসি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে দাবি করেন প্রধানমন্ত্রী৷ বলেন, সন্ত্রাস ও বাম উগ্রবাদের মোকাবিলা করতে এক সমন্বিত কৌশল জরুরি৷ ওড়িষায় হালে বাম উগ্রবাদীদের হাতে পণবন্দি দুজন ইতালীয় পর্যটকের উল্লেখ কোরে প্রধানমন্ত্রী বলেন, এই ঘটনা মনে করিয়ে দেয় দেশের নিরাপত্তা কতোটা বিপন্ন যদি না আমরা সতর্ক থাকি, প্রয়োজনীয় ব্যবস্থা নিই৷

এনসিটিসি কার্যকর হলে রাজ্যের ক্ষমতা খর্ব হবে বিরোধীদের অভিযোগ খণ্ডন কোরে তিনি বলেন, পরবর্তি পদক্ষেপ হিসেবে আগামী ১৬ই এপ্রিল মুখ্যমন্ত্রীদের বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে৷

এই আশ্বাসে সন্তুষ্ট নয় বিরোধীপক্ষ৷ বিজেপি'র অরুণ জেটলির বক্তব্য, আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়৷ জাতীয় সন্ত্রাস দমন সংস্থা কোনো রাজ্যে অভিযান চালাবার আগে রাজ্য সরকারকে তা জানাতে হবে, অনুমতি হবে৷ তা সে গ্রেপ্তারি হোক বা তল্লাসি৷ আন্তঃসীমান্ত হোক বা আন্তঃরাজ্য হোক৷ প্রধানমন্ত্রী যদি দ্ব্যর্থহীনভাবে সংসদে আশ্বাস দেন, তাহলে রাজ্যগুলির তরফে সহযোগিতার অভাব হবেনা৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ