২০১৯ সালের এপ্রিলে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসির কংগ্রেসে নারী কোটায় ফিফা কাউন্সিলের সদস্য নির্বাচিত হন বাংলাদেশের মাহফুজা আক্তার কিরণ৷ তার সেই জয় নিয়ে প্রশ্ন তুলেছেন মালদ্বীপের মরিয়ম মোহামেদ৷
বিজ্ঞাপন
সুইজারল্যান্ডে অবস্থিত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে নির্বাচনের ফলাফল বাতিলের আবেদন জানিয়েছিলেন তিনি৷ এই নিয়ে সর্বোচ্চ ক্রীড়া আদালতটিতে বুধবার শুনানি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি৷
মরিয়ম মোহামেদের অভিযোগ, এএফসি নির্বাচনের নিজস্ব আইনই মানেনি, সেই সঙ্গে নারী সমতা আইনেরও বরখেলাপ করেছে৷ ১৫ মাস আগের ঐ নির্বাচনে এএফসি প্রেসিডেন্ট বাহরাইনের শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফাসহ সাত জন নির্বাচিত হন৷ মরিয়ম মোহামেদ সেখানে নারীদের জন্য সংরক্ষিত আসনের প্রার্থী ছিলেন৷ কিন্তু জিতেছেন তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের মাহফুজা আক্তার কিরণ৷
এপি বলছে, মালয়েশিয়ায় অনুষ্ঠিত ঐ নির্বাচনের পরপরই এএফসিতে আনুষ্ঠানিক অভিযোগ করেন মরিয়ম৷ তার দাবি, অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার প্রেসিডেন্ট কুয়েতের শেখ আহমেদ আল-ফাহাদ আল-সাবাহ নির্বাচনে অবৈধ প্রভাব খাটিয়েছিলেন এবং মাহফুজা আক্তার কিরণকে নির্বাচনে জেতাতে সহযোগিতা করেছেন৷ এমনকি কুয়েতের এই রাজনীতিবিদ মরিয়ম মোহামেদকে ডেকে নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেন, না হলে ফুটবলে তার কোনো ভবিষ্যত থাকবে না বলেও হুমকি দেন৷
এই বিষয়ে জানতে ডয়চে ভেলের পক্ষ থেকে মাহফুজার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি৷
উল্লেখ্য, ২০১৭ সালেও মাহফুজা ফিফা কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছিলেন৷ ২০১৯ সালের ১৬ মার্চ প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় মাহফুজা আক্তার কিরণকে গ্রেপ্তার করেছিল বাংলাদেশের পুলিশ৷ সে বছরের ২ এপ্রিল তাকে চিকিৎসার জন্য জামিন দেয়া হয়৷
সবচেয়ে বেশি সময় ধরে ফুটবল কোচ
ফুটবলের জাতীয় দলগুলোর বর্তমান কোচদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্বে আছেন জার্মানির ইওয়াখিম ল্যোভ৷ এর পরে কাঁরা আছেন জেনে নিন ছবিঘর থেকে। ছবিঘরে ২০২০ সালের ৩ এপ্রিল পর্যন্ত তথ্য ব্যবহার করা হয়েছে৷
ছবি: Imago/Eibner/M. Bermel
করোনায় ল্যোভের লাভ
২০০৬ সালের ১২ জুলাই থেকে দায়িত্বে আছেন জার্মানির কোচ ইওয়াখিম ল্যোভ। তাঁর অধীনে ২০১৪ সালে বিশ্বকাপ জিতেছিল জার্মানি। করোনার কারণে অর্থাভাবে পড়ায় উরুগুয়ের জাতীয় ফুটবল দলের কোচ অস্কার তাবারেজকে গতমাসে সরিয়ে দেয়া হয়েছে। ল্যোভের পাঁচ মাস আগে দায়িত্ব পেয়েছিলেন তিনি। ফলে এখন জাতীয় দলগুলোর বর্তমান কোচদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে (১৩ বছর ২৬৪ দিন) দায়িত্বে থাকা কোচ হচ্ছেন ল্যোভ।
ছবি: Imago/Eibner/M. Bermel
কলদো আলভারেজ
ফ্রান্স আর স্পেনের মধ্য়ে অবস্থিত ছোট্ট এই দেশের কোচ হচ্ছেন কলদো আলভারেজ। ২০১০ সালের ২ ফেব্রুয়ারি (১০ বছর ৫৯ দিন) থেকে তিনি দায়িত্ব পালন করছেন। ফিফা র্যাঙ্কিংয়ে অ্য়ান্ডোরার অবস্থান এখন ১৮০।
ছবি: Imago-Images/Y. Jansens
লুক হলৎস
ফিফা র্যাঙ্কিংয়ে ৯৮-এ থাকা লুক্সেমবার্গের কোচ লুক হলৎস ২০১০ সালের ৪ আগস্ট (৯ বছর ২৪১ দিন) নিয়োগ পেয়েছিলেন।
ছবি: Imago-Images/Majerus
মাইকেন ও'নিল
নর্দার্ন আয়ারল্যান্ডের এই কোচ দায়িত্ৱে আছেন ২০১২ সালের ১ ফেব্রুয়ারি (৮ বছর ৬০ দিন) থেকে। ফিফা র্যাঙ্কিংয়ে নর্দার্ন আয়ারল্যান্ডের অবস্থান এখন ৩৬।
ছবি: Getty Images/AFP/M. Bertorello
দিদিয়ে দেশঁ
খেলোয়াড় (১৯৯৮) ও কোচ (২০১৮) হিসেবে বিশ্ৱকাপ জিতেছেন ফ্রান্সের দিদিয়ে দেশঁ। ২০১২ সালের ৮ জুলাই (৭ বছর ২৬৮ দিন) তিনি ফ্রান্সের কোচের দায়িত্ব পান।
ছবি: Reuters/C. Platiau
রিকার্ডো মানেত্তি
২০১৩ সালের ১০ জুন থেকে (৬ বছর ২৯৬ দিন) আফ্রিকার দেশ নামিবিয়ার কোচ তিনি। ফিফা র্যাঙ্কিংয়ে নামিবিয়ার অবস্থান ১১৭।
ছবি: picture-alliance/empics/G. Barker
আমির আব্দু
ভারত মহাসাগরে অবস্থিত আফ্রিকার দ্বীপ দেশ কমোরোস। ২০১৪ সালের ১৩ জানুয়ারি থেকে (৬ বছর ৭৯ দিন) দায়িত্বে আছেন তিনি। দেশটির ফিফা র্যাঙ্কিং ১৬৩।
ছবি: imago/imagebroker
ভ্লাদিমির পেটকোভিচ
২০১৪ সালের ১ জুলাই থেকে (৫ বছর ২৭৫ দিন) সুইজারল্যান্ডের (ফিফা র্যাঙ্কিং ১২) কোচের দায়িত্ব পালন করছেন তিনি। তাঁর অধীনে ২০১৬ সালের ইউরো ও ২০১৮ সালের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল সুইজারল্যান্ড।
ছবি: Reuters/D. Balibouse
জেমি ডে
ফিফা র্যাঙ্কিংয়ে ১৮৭ নম্বরে আছে বাংলাদেশ। ২০১৮ সালের ১৭ মে থেকে কোচের দায়িত্ব আছেন ইংল্যান্ডের জেমি ডে।