কথিত সন্ত্রাসীকে পায়নি পুলিশ৷ তবে সন্ত্রাসী হামলার শঙ্কাও কাটেনি৷ তাই ব্রাসেলস এখনো সর্বোচ্চ সতর্কাবস্থায়৷ নিজেদের নাগরিকদের নিরাপদে রাখতে যুক্তরাষ্ট্রও নিয়েছে বিশেষ পদক্ষেপ৷
বিজ্ঞাপন
A Visit to the 'Jihadist Stronghold'
03:48
গত ১৩ নভেম্বরের প্যারিস হামলায় জড়িত সন্দেহে বেলজিয়ামে জন্ম নেয়া মুসলিম যুবক সালাহ আব্দেসসালামকে খুঁজছে বেলজিয়ামের পুলিশ৷ যে কোনো মুহূর্তে প্যারিসের মতো ভয়াবহ হামলা হতে পারে এ আশঙ্কায় গোটা দেশই এখন সতর্কাবস্থায়৷ রাজধানী ব্রাসেলসে সর্বোচ্চ ৪ নম্বর সতর্কতা সংকেত রয়েছে চারদিন ধরে৷
ফলে এখনো অবরুদ্ধ ব্রাসেলস৷ জনজীবন এখনো স্বাভাবিক হয়নি৷ শহর জুড়ে চার নম্বর সতর্কতা সংকেত, পুলিশি টহল, মেট্রো রেল, স্বুল-বিশ্ববিদ্যালয় এবং বেশ কিছু অফিস-আদালতও যেখানে বন্ধ, সেখানে এত তাড়াতাড়ি স্বাভাবিকতা ফিরবেই বা কী করে!
তবে ধীরে ধীরে জনগণকে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরানোর উদ্যোগ নেয়া হচ্ছে৷ বুধবার থেকে সব স্কুল খুলবে৷ মেট্রোরেলও চলবে বুধবার থেকে৷
ওদিকে প্যারিসে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে একটি খবর৷ সন্ত্রাসীরা বুকে আত্মঘাতী বোমা বাঁধতে যে বেল্ট ব্যবহার করছে সেরকম একটি বেল্ট পাওয়া গেছে৷ প্যারিসের এক ডাস্টবিনে পাওয়া যায় আত্মঘাতী বোমা বাঁধার বেল্টটি৷ বেল্টটি পলাতক সন্ত্রাসী সালেহ আব্দেসসালামের শরীরের মাপের৷ ফলে সন্ত্রাসী আব্দেসসালাম প্যারিস বা আশপাশেই থাকতে পারে এমন আশঙ্কা জনমনে আতঙ্ক বাড়িয়েছে৷
যুক্তরাষ্ট্র অবশ্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় শুধু বেলজিয়াম বা ফ্রান্সই আছে বলে মনে করেনা৷ বিশ্বের যে কোনো প্রান্তে যখন-তখন সন্ত্রাসীরা হামলা চালাতে পারে বলেই তাদের আশঙ্কা৷ বিশেষ করে নিজেদের নাগরিকদের নিরাপত্তা যে কোনো দেশেই বিঘ্নিত হতে পারে বলে দেশটি মনে করছে৷ তাই নাগরিকদের বিশ্বের যে কোনো দেশে যাতায়াতের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে বলেছে যুক্তরাষ্ট্র৷
যে রাত বিশ্বকে বদলে দিল
ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৩ই নভেম্বরের সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১২৯ জন নিহত ও ৩৫২ জন আহত হয়েছে৷ কেঁপে উঠেছে গোটা বিশ্ব৷ বদলে গেছে অনেক কিছু৷
ছবি: Reuters/C. Allegri
প্রাথমিক খবর
জার্মানি ও ফ্রান্সের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ চলাকালীন প্যারিসে হামলার প্রাথমিক খবর আসতে থাকে৷
ছবি: picture-alliance/dpa
মানুষের মনে ভয়
খবর পেয়ে প্যারিসের মানুষের মনে ভয় ও আতঙ্ক ছেয়ে যায়৷ কর্তৃপক্ষ মানুষকে বাড়িতেই থাকার পরামর্শ দিয়েছিল৷
ছবি: picture-alliance/dpa
পণবন্দি নাটকের মঞ্চ
বাটাক্লঁ কনসার্ট হলে হেভি মেটাল সংগীত চলাকালীন সন্ত্রাসবাদীরা কিছু মানুষকে পণবন্দি করেছিল৷ রাত একটা নাগাদ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
ছবি: Reuters/C. Hartmann
বিহ্বল প্রেসিডেন্ট
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন৷ ফুটবল ম্যাচের বিরতির সময়ে তিনি স্টেডিয়াম ছেড়ে গিয়েছিলেন৷ তাঁকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা যায়৷
ছবি: Reuters
স্টেডিয়ামে চাপা আতঙ্ক
ফ্রান্স ও জার্মানির জাতীয় দল এবং দর্শকরা কিন্তু স্টেডিয়াম ছেড়ে যাবার অনুমতি পাননি৷ সে সময়ে তাঁদের মনের অবস্থা কী ছিল, তা অনুমান করা যায়৷
ছবি: Getty Images/AFP/M. Alexandre
হামলাকারীদের দশা
প্রায় সব আততায়ী নিহত হয়েছে বলে জানা গেছে৷ একজন সীমান্ত পেরিয়ে বেলজিয়ামে প্রবেশ করেছে৷ পুলিশ সূত্র অনুযায়ী হামলাকারীদের মধ্যে কমপক্ষে দু’জন বেলজিয়ামে বসবাস করতো৷
ছবি: Getty Images/K. Tribouillard
আহতদের অবস্থা সংকটজনক
প্যারিসে একাধিক হামলায় আহত অনেক মানুষের অবস্থা সংকটজনক৷ ফলে নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
ছবি: Getty Images/AFP/M. Bureau
কড়া নিরাপত্তার বেড়াজাল
প্যারিসে হামলার পর আন্তর্জাতিক স্তরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ যেমন নিউ ইয়র্কে ফরাসি কনসুলেটের সামনে আরও পুলিশ মোতায়েন করা হয়েছে৷
ছবি: Getty Images/S. Platt
গোটা বিশ্বে সংহতি
নিউ ইয়র্কে ‘ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’-এর অ্যান্টেনায় ফরাসি জাতীয় রং ফুটিয়ে তোলা হয়৷ নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো বলেন, ‘‘আমরা ফরাসি জাতির সঙ্গে সংহতির বন্ধনে আবদ্ধ৷’’