1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেলজিয়াম এখনো সতর্কাবস্থায়

২৪ নভেম্বর ২০১৫

কথিত সন্ত্রাসীকে পায়নি পুলিশ৷ তবে সন্ত্রাসী হামলার শঙ্কাও কাটেনি৷ তাই ব্রাসেলস এখনো সর্বোচ্চ সতর্কাবস্থায়৷ নিজেদের নাগরিকদের নিরাপদে রাখতে যুক্তরাষ্ট্রও নিয়েছে বিশেষ পদক্ষেপ৷

Belgien Sicherheitsmaßnahmen in Brüssel
ছবি: Reuters/Y. Herman

A Visit to the 'Jihadist Stronghold'

03:48

This browser does not support the video element.

গত ১৩ নভেম্বরের প্যারিস হামলায় জড়িত সন্দেহে বেলজিয়ামে জন্ম নেয়া মুসলিম যুবক সালাহ আব্দেসসালামকে খুঁজছে বেলজিয়ামের পুলিশ৷ যে কোনো মুহূর্তে প্যারিসের মতো ভয়াবহ হামলা হতে পারে এ আশঙ্কায় গোটা দেশই এখন সতর্কাবস্থায়৷ রাজধানী ব্রাসেলসে সর্বোচ্চ ৪ নম্বর সতর্কতা সংকেত রয়েছে চারদিন ধরে৷

ফলে এখনো অবরুদ্ধ ব্রাসেলস৷ জনজীবন এখনো স্বাভাবিক হয়নি৷ শহর জুড়ে চার নম্বর সতর্কতা সংকেত, পুলিশি টহল, মেট্রো রেল, স্বুল-বিশ্ববিদ্যালয় এবং বেশ কিছু অফিস-আদালতও যেখানে বন্ধ, সেখানে এত তাড়াতাড়ি স্বাভাবিকতা ফিরবেই বা কী করে!

তবে ধীরে ধীরে জনগণকে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরানোর উদ্যোগ নেয়া হচ্ছে৷ বুধবার থেকে সব স্কুল খুলবে৷ মেট্রোরেলও চলবে বুধবার থেকে৷

ওদিকে প্যারিসে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে একটি খবর৷ সন্ত্রাসীরা বুকে আত্মঘাতী বোমা বাঁধতে যে বেল্ট ব্যবহার করছে সেরকম একটি বেল্ট পাওয়া গেছে৷ প্যারিসের এক ডাস্টবিনে পাওয়া যায় আত্মঘাতী বোমা বাঁধার বেল্টটি৷ বেল্টটি পলাতক সন্ত্রাসী সালেহ আব্দেসসালামের শরীরের মাপের৷ ফলে সন্ত্রাসী আব্দেসসালাম প্যারিস বা আশপাশেই থাকতে পারে এমন আশঙ্কা জনমনে আতঙ্ক বাড়িয়েছে৷

যুক্তরাষ্ট্র অবশ্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় শুধু বেলজিয়াম বা ফ্রান্সই আছে বলে মনে করেনা৷ বিশ্বের যে কোনো প্রান্তে যখন-তখন সন্ত্রাসীরা হামলা চালাতে পারে বলেই তাদের আশঙ্কা৷ বিশেষ করে নিজেদের নাগরিকদের নিরাপত্তা যে কোনো দেশেই বিঘ্নিত হতে পারে বলে দেশটি মনে করছে৷ তাই নাগরিকদের বিশ্বের যে কোনো দেশে যাতায়াতের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে বলেছে যুক্তরাষ্ট্র৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ