>> করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে৷
>> অতীব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না৷
>> সন্ধ্যা ছয়টার পর কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না৷ এ নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷
>> এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত করা হলো৷
>> বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে কর্মরত সকল কর্মকর্তাকে দায়িত্ব পালনের লক্ষ্যে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে৷
তবে, জরুরি পরিষেবার (বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি) ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে না৷
মসজিদ এখন যেমন
করোনা প্রতিরোধে মসজিদ, মন্দিরসহ সব উপাসনালয়ে প্রার্থনা নিষিদ্ধ করার পর বদলে গেছে বাংলাদেশের চিত্র৷ মসজিদে আজান হয় ঠিকই, কিন্তু নেই মুসল্লি৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
দরজায় তালা
ঢাকার অধিকাংশ মসজিদের দরজায় এখন তালা ঝুলছে৷ করোনা প্রতিরোধে গত সোমবার মসজিদ, মন্দিরসহ উপাসনালয়ে প্রার্থনার উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার৷ তবে নিয়মিত আজান দেয়া হচ্ছে৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
নোটিশ
অনেক মসজিদের দরজায় সরকারি নির্দেশনাটি টাঙিয়ে রাখা হয়েছে৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
কিছু ওজুখানাও বন্ধ
করোনা আতঙ্কে মসজিদের কিছু ওজুখানাও বন্ধ করে দেয়া হয়েছে৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
পাঁচজনও নেই
সরকারি নির্দেশনায় প্রতি ওয়াক্তের নামাজে ইমাম, মুয়াজ্জিন আর খাদেমসহ সর্বোচ্চ পাঁচজন উপস্থিত থাকতে পারবে বলে জানানো হয়৷ তবে মঙ্গলবার রাতে শুক্রাবাদের একটি মসজিদে এশার নামাজের সময় তোলা এই ছবিতে মাত্র দুজনকে দেখা যাচ্ছে৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
সতর্ক ব্যবস্থা
বুধবার ধানমন্ডির এক মসজিদে জোহরের নামাজের সময় এই ছবিটি তোলা৷ দরজা দিয়ে শুধু ইমাম আর মুয়াজ্জিনকে ঢুকতে দেয়া হয়েছে৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
কাকরাইল মসজিদ
তাবলিগ জামাতের প্রধান কেন্দ্র কাকরাইল মসজিদ৷ সরকারি নির্দেশনার পর এই মসজিদের দরজাও এখন বন্ধ৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
পুলিশি প্রহরা
সরকারি নির্দেশনা বাস্তবায়ন যেন সম্ভব হয় তাই কাকরাইল মসজিদের গেটে পুলিশ পাহারা বসানো হয়েছে৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
তবে আছেন বিদেশিরা
বিদেশ থেকে আসা তাবলিগের প্রায় ৫০০ সদস্য এখনো বাংলাদেশের বিভিন্ন মসজিদে কোয়ারান্টিনে আছেন৷ তাদের বড় একটি অংশ আছেন কাকরাইল মসজিদে৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
অন্যরকম শবে বরাত
বৃহস্পতিবার শবে বরাতের রাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের বাইরে কোনো মুসল্লিকে দেখা যায়নি৷
তবে আরো দু-একজন মুসল্লিও ছিলেন৷ তারা আলাদাভাবে নামাজ আদায় করেন৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
জুমার নামাজ
বায়তুল মোকাররমে আগে থেকে পুলিশ মোতায়েন করা হয় যেন জুমার নামাজে ভিড় না হয়৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
জুমার নামাজে সর্বোচ্চ ১০ জন
জুমার নামাজে সর্বোচ্চ ১০ জনের নামাজ পড়ার অনুমতি আছে৷ সেই নিয়মও মানা হয়েছে৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
আলাদা নামাজ
মসজিদে ঢোকার মুখে এত জুতা, স্যান্ডেল বলে দিচ্ছে ভেতরে নিয়মের চেয়ে বেশি লোক ঢুকেছে৷ তবে মসজিদে ঢুকে দেখা যায় তাঁরা নিরাপদ দূরত্বে থেকে আলাদা হয়ে নামাজ পড়ছেন৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
মসজিদের বাইরে নামাজ
কেউ কেউ মসজিদের বাইরে দেয়ালের পাশে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেন৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
কান্না
মসজিদের বাইরে দাঁড়িয়ে নামাজের সময় কেঁদে ফেলেন এই তরুণ৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
বাসায় নামাজ
সরকারে আহবান মেনে মুসল্লিরা এখন বাসায় একাকি বা পরিবারকে সঙ্গে নিয়ে নামাজ আদায় করছেন৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
গত সপ্তাহের চিত্র
এই ছবিটি গত সপ্তাহের৷ জুমার নামাজের সময় মসজিদ ছাড়িয়ে রাস্তায়ও নামাজ আদায় করেছিলেন মুসল্লিরা৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
18 ছবি1 | 18
এছাড়া, কৃষিপণ্য, সার, কীটনাশক, জ্বালানি, সংবাদপত্র, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচা বাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপাতাল এ ছুটির আওতার বাইরে থাকবে৷ জরুরি প্রয়োজনে অফিস খোলা রাখা যাবে৷ প্রয়োজনে ঔষধশিল্প, উৎপাদন ও রপ্তানিমুখী শিল্প কারখানা চালু রাখতে পারবে৷
মানুষের জীবন জীবিকার স্বার্থে রিকশা-ভ্যানসহ যানবাহন, রেল, বাস সার্ভিস পর্যায়ক্রমে চালু করা হবে৷ জনগণের প্রয়োজন বিবেচনায় ছুটিকালীন বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও আদেশে বলা হয়৷
বাংলাদেশে করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ শুরু হওয়ায় প্রেক্ষিতে শুক্রবার সরকার চতুর্থ দফায় ছুটি বাড়িয়েছে৷
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা নতুন ছুটির আদেশে বলা হয়, আগের ছুটির ধারাবাহিকতায় ১৫ ও ১৬ এপ্রিল এবং ১৯ থেকে ২৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হল৷ সাধারণ ছুটির সময় আগামী ১৭-১৮ এপ্রিল এবং ২৪-২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি সংযুক্ত থাকবে৷