1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অতুলনীয় সন্ধ্যা

১ জানুয়ারি ২০১৮

২৩শে ডিসেম্বর কলকাতায় সংগীত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়৷ সেদিন তাঁর সুরের জাদুতে মাতিয়েছিলেন সংগীত মেলার দর্শক-শ্রোতাদের৷ বয়সের কাছে হার মানেনি তাঁর কণ্ঠ৷ ৮৬ বছরেও তাই এত নিখুঁত৷

Facebook Screenshot Sondha Mukhopaddhay
ছবি: Facebook/Etv News Bangla

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে শিল্পীর পাশেই বসেছিলেন৷ তাঁর অনুরোধে গীতশ্রী যখন গান শুরু করলেন ‘ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা...', পুরো অডিটোরিয়াম মন্ত্রমুগ্ধ৷ তিনি গাওয়ার পর অন্য শিল্পীরা জানালেন এরপর আর কোনো গান আসলে গাওয়া যায় না৷ তাঁর গলার সুরের ওঠানামায় দর্শকরা যেন কয়েক যুগ পেছনে ফিরে গেলেন৷ পুরো গানটা গাননি৷ তাতে কি! উপস্থিত প্রত্যেক শিল্পী এবং শ্রোতা বললেন তাঁর সম্মানেই সংগীত মেলার প্রথম দিনটা উৎসর্গ করা হোক৷

তাই হলো৷ মঞ্চে উপস্থিত মুখ্যমন্ত্রীসহ সব শিল্পীরা গাইলেন ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে...'৷

বাংলা সংগীত মেলার উদ্বোধনী অনুষ্ঠান তার পরে শেষই হয়ে যায়৷ সেদিনের উদ্বোধনী অনুষ্ঠানটি নিয়ে প্রতিবেদন তৈরি করেছিল ইটিভি নিউজ বাংলা৷ সেই প্রতিবেদনটি তারা নিজেদের ফেসবুক পাতায় পোস্ট করার পর ভিডিওটি ভাইরাল হয়ে যায়৷ এ পর্যন্ত ১ লক্ষ ৩০ হাজার বার দেখা হয়েছে ভিডিওটি৷ প্রায় দুই হাজার বারের মতো শেয়ার হয়েছে৷

মন্তব্যে অনেকেই এই কিংবদন্তি শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন৷ অনেকেই বলেছেন, সন্ধ্যা মুখোপাধ্যায় ছাড়া সুচিত্রা সেনের ঠোঁটে অন্য কোনো শিল্পীর গান বেমানান৷

এপিবি/ডিজি

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ