1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

সপ্তাহান্তে অ্যামেরিকায় বন্দুকবাজদের তাণ্ডব, মৃত পাঁচ

১৯ জুন ২০২৩

অ্যামেরিকার বিভিন্ন জায়গায় সপ্তাহান্তে গুলি চললো। মারা গেলেন পাঁচজন। প্রচুর মানুষ আহত হয়েছেন।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি। ছবি: Megan Varner/Getty Images

শিকাগো, ওয়াশিংটন, পেনসিলভানিয়া, দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বাল্টিমোর, সেন্ট লুইসে গুলি চলেছে।  এগুলিকে মাস কিলিং বা গণহত্যা হলা যাচ্ছে না, কারণ কোনো জায়গায় মৃতের সংখ্যা চার বা তার বেশি হয়নি।

কিন্তু গত কয়েক বছর ধরে অ্যামেরিকায় গুলি চালিয়ে মানুষকে মারার ঘটনা সমানে বাড়ছে। এই বছরেও এই ধরনের ঘটনা বেড়েই চলেছে। স্কুলে, শপিং মলে, স্কুলের অনুষ্ঠানে গুলি চলছে। কিশোর, তরুণ, য়ুবকরা বেশি করে গুলি চালাচ্ছে। এরপরেও অ্যামেরিকার অস্ত্র আইন কড়া করা হচ্ছে না। কারণ, মূলত রিপাবলিকান পার্টির নেতারা বিরোধিতা করছেন।

বিশেষজ্ঞরা বলছেন, আগে যেখানে কিশোর বা যুবকদের ঝগড়া হলে ঘুসি মারা হতো, এখন সেখানে গুলি চলছে।

শিকাগোর ঘটনা

শিকাগো থেকে ২০ মাইল দূরে উইলব্রুকে একটা অনুষ্ঠানে যোগ দিতে কয়েকশ মানুষ জড়ো হয়েছিলেন। সেখানেই গুলি চলে। ২৩ জন আহত হয়েছেন। একজনের আঘাত গুরুতর। শহরের শেরিফ জানিয়েছেন, একাধিক মানুষ গুলি চালায়।  কেন এই গুলি চালানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

ওয়াশিংটনে গুলি

ওয়াশিংটন স্টেট ক্যাম্পগ্রাউন্ডে কনসার্ট চলছিল। শনিবার রাতে সেখানে গুলি চলে। দুইজন মারা গেছেন। আহত দুইজন। বন্দুকধারীকে পুলিশ গুলি করে। তারপর তাকে গ্রেপ্তার করা হয়।

এপর শনিবার কনসার্ট সারারাত ধরে চললেও, রোববার তা বাতিল করা হয়।

পুলিশ আক্রান্ত

পেনসিলভানিয়াতে একজন বন্দুকবাজ পুলিশের ব্যারাক আক্রমণ করে। গুলিতে একজন পুলিশ মারা গেছেন। একজন আহত। ঘটনাটা ঘটেছে শনিবার সকালে। রোববার পুলিশ জানিয়েছে, বন্দুকধারী রাইফেল থেকে গুলি চালায়।

পরে অভিযুক্তের সঙ্গে পুলিশের প্রবল গুলির লড়াই চলে। অভিযুক্ত পুলিশের গুলিতে মারা যায়। কেন সে পুলিশকে আক্রমণ করেছিল, তা জানা যায়নি।

মৃত এক

সেন্ট লুইসে রোববার এক বন্দুকধারীর গুলিতে ১৭ বছর বয়সি একজন মারা যায়। অন্ততপক্ষে নয় জন আহত। একজনের আঘাত গুরুতর।

টিনএজাররা একা পার্টি করছিল। রাত একটা নাগাদ সেখানে গুলি চলে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ঘটনা

শনিবার একটি পুল পার্টিতে গুলি চলে। এর ফলে নয়জন আহত হয়েছেন।  আহতদের বয়স ১৬ থেকে ২৪-এর মধ্যে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ যখন ঘটনাস্থলে যাচ্ছিল, তখন দেখতে পায়, একটি গাড়ি দেওয়ালে ধাক্কা মেরেছে। তার চালকের গুলি লেগেছে।

বাল্টিমোরে আহত ছয়

বাল্টিমোরে শুক্রবার রাতে গুলি চলে। পুলিশ ঘটনালস্থলে গিয়ে দেখে তিনজনের গায়ে একাধিক গুলি লেগেছে। তাছাড়া তিনজন আহত নিজেরাই রাস্তা পার হয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা করিয়েছে। আহতদের বয়স ১৭ থেকে ২৪-এর মধ্যে।

জিএইচ/এসজি(এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ