1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা’র ম্যাচ

২৬ মার্চ ২০১২

আবার গোলের ফোয়ারা ফুটছে ইউরোপীয় ফুটবলে৷ বুন্ডেসলিগা’র ম্যাচে ডর্টমুন্ড কোলন’কে ৬-১ গোলে হারিয়েছে৷ অন্যদিকে সবার নজর চ্যাম্পিয়নস লিগ’এর দিকে৷

ছবি: picture-alliance/dpa

বুন্ডেসলিগার এবারের মরসুমের ২৭তম দিনে এক ম্যাচে কোলন'এর বিরুদ্ধে ৬-১ গোলে জয়লাভ করলো ডর্টমুন্ড৷ কিন্তু তাতেও খুশি নন কোচ ইয়ুর্গেন ক্লপ৷ বলেছেন, একেবারে গড় মানের খেলা খেলেছে দল৷ বাহবা মেলার মতো কিছু করে নি৷ খুশি নন ক্লাব প্রধানও৷ বলেছেন, খেলার উপর নিয়ন্ত্রণ পেতে অনেক সময় নিয়েছেন খেলোয়াড়রা৷ কথাগুলি একেবারে ফেলনা নয়৷ প্রথমার্ধে ডর্টমুন্ড সত্যি ভালো খেলা দেখাতে পারে নি৷ কিন্তু তাদের সেই দুর্বলতা কাজে লাগাতে পারে নি প্রতিপক্ষ কোলন দলও৷ কারণ তাদের নিজেদের দুর্বলতাও তো কম নয়৷ আর এক পয়েন্ট হারালেই তলিয়ে যেতে হবে ক্লাব'কে৷

শুধু কোলন নয়, বেকায়দায় পড়েছে হামবুর্গও৷ জার্মান ফুটবল লিগ'এর অন্যতম প্রতিষ্ঠাতা এই ক্লাব'এর দুর্দশা কম নয়৷ তবে ভল্ফসবুর্গ'এর কাছে ২-১ গোলে হেরেও কৌশল বদলাতে প্রস্তুত নন কোচ টর্স্টেন ফিংক৷ পর পর ৪টি ম্যাচে হেরেছে হামবুর্গ৷

শিনজি কাগাওয়া দলের পক্ষে হয়ে একটি গোল করেছেনছবি: Reuters

অন্যদিকে বায়ার্ন মিউনিখ নিজেদের কৌশল নিয়ে বেশ সন্তুষ্ট৷ হানোফার'কে ২-১ গোলে হারিয়ে ক্লাব প্রেসিডেন্ট উলি হ্যোনেস আক্রমণাত্মক ফুটবল নিয়ে উচ্ছ্বসিত৷ শিরোপা জেতার পথে একমাত্র বাধা ডর্টমুন্ড৷ তাদের শায়েস্তা করতে পারলেই হল৷

গত সপ্তাহান্তে জার্মান ফুটবল লিগ একেবারে জমজমাট ছিল৷ মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে৷ তার উপর ছিল চ্যাম্পিয়নস লিগ'এর ম্যাচগুলিও৷ ফলে ফুটবলপ্রেমীদের ব্যস্ততার শেষ ছিল না৷

চ্যাম্পিয়নস লিগ'এর যে ম্যাচটি সবচেয়ে বেশি নজর কেড়েছে, সেটি ছিল চেলসি ও নেপলস'এর মধ্যে৷ ৪-১ গোলে নেপলস'কে হারিয়ে দেয় চেলসি৷ তবে আসল খেলাগুলি অনুষ্ঠিত হবে চলতি সপ্তাহে৷ মোট ৭টি দেশের ক্লাব কোয়ার্টার ফাইনাল পর্যায়ে পৌঁছেছে৷ তালিকার শীর্ষে রয়েছে এসি মিলান ও বার্সেলোনা৷ তবে অনেকেরই নজর ক্ষুদ্র রাষ্ট্র সাইপ্রাসের নিকোসিয়া ক্লাবের দিকে৷ তারা খেলবে রেয়াল মাদ্রিদের বিরুদ্ধে৷ চ্যাম্পিয়নস লিগ'এ এমন দুই ক্লাবের মধ্যে সংঘর্ষ বড় একটা দেখা যায় না৷

ইউরোপের ক্লাব ফুটবলে আরও স্বচ্ছতা ও গণতান্ত্রিক ভাবধারা আনতে বদ্ধপরিকর উয়েফা প্রধান মিশেল প্লাতিনি৷ তিনি এই লক্ষ্যে ২০১৩-১৪ মরসুমে নতুন কিছু নিয়ম চালু করতে চান, যার পোশাকি নাম ‘ফিনাশ্য়িয়াল ফেয়ার প্লে' কর্মসূচি৷ ক্লাবগুলি যাতে নিজেদের আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে দল সাজায় এবং ধনী মালিকের খোঁজে ছুটে না বেড়ায়, তা নিশ্চিত করাই প্লাতিনির লক্ষ্য৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ