1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সপ্তাহান্তে বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের চল্লিশটি খেলা

৪ সেপ্টেম্বর ২০০৯

আগামী সপ্তাহান্তে সারা বিশ্বে দুই হাজার দশ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার বাছাই পর্বের মোট চল্লিশটি খেলা অনুষ্ঠিত হবে৷ এগুলোর মধ্যে ২১টি অনুষ্ঠিত হবে ইউরোপে৷

ফাইল ফটোছবি: AP

বিশ্বকাপ শিরোপাধারী ইটালি এবং ১৯৯৮ সালের বিশ্বকাপ বিজয়ী ফ্রান্স বাছাই পর্বে বর্তমানে সুবিধাজনক অবস্থায় নেই৷ বর্তমানে জার্মানির বায়ার্ন মিউনিখ দলের সাথে চুক্তিবদ্ধ ফরাসী তারকা ফ্রাংক রিবেরি বলেছেন, ফ্রান্স যদি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারে তাহলে দেশটির খেলোয়াড় ও ফ্যানদের জন্য তা হবে একটা দুর্যোগ৷ গ্রুপ সাত এ ফ্রান্সের পয়েন্ট সংখ্যা বর্তমানে ১৩৷ অন্যদিকে এই গ্রুপে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সার্বিয়া৷ কনফেডারেশন কাপে বিশ্ব চ্যাম্পিয়ান ইটালির ব্যর্থতার পর কোচ লিপি ব্যাপক সমালোচনার মুখে পড়েন৷ তাই বিশ্বকাপের বাছাই পর্বের গ্রুপ আট এর খেলায় জর্জিয়ার বিরুদ্ধে দেশটিকে জয়লাভ করতেই হবে সপ্তাহান্তে৷

ইউরোপীয় গ্রুপে আরো খেলা অনুষ্ঠিত হবে জার্মানির দুই ট্রেইনার অটমার হিট্জফেল্ড এর সুইজারল্যান্ড ও অটো রেহাগেল এর গ্রীস এবং ডেনমার্ক ও পর্তুগালের মধ্যে৷

সপ্তাহান্তে বাছাই পর্বের সবচেয়ে উল্লেখযোগ্য খেলাটি অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে৷ সপ্তাহান্তেই সপ্তম দেশ হিসেবে বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করতে পারে ঘানা৷ ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং হল্যান্ড৷

প্রতিবেদক: আবদুস সাত্তার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ