1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সফল অপারেশন’

সমীর কুমার দে ঢাকা
১২ আগস্ট ২০১৭

অবশেষে দেশের চিকিৎসকরাই অপারেশন করলেন ‘বিরল রোগে’ আক্রান্ত শিশু মুক্তামনির৷ অপারেশন শেষে পুরো চিকিৎসা প্রক্রিয়ার সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা সফল হয়েছি৷ তার হাতটি রেখেই অপারেশন করা হয়েছে৷’’

Bangladesch 3kg Tumor erfolgreich einem Mädchen in Dhaka entfernt
ছবি: DW/S. K. Dey

শনিবার সকাল ৮টার দিকে মুক্তামনিকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়৷ অস্ত্রোপচার করে তার হাত থেকে তিন কেজি মাংসপিণ্ড ফেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ মাংসপিণ্ড পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে৷

অপারেশনের পর ডা. সামন্ত লাল বলেন, ‘‘অপারেশন সফল হয়েছে৷ মুক্তামনি ভালো আছে৷ তার হাতের রোগাক্রান্ত অংশ কেটে ফেলতে আমরা সক্ষম হয়েছি৷ তবে এক অপারেশনেই এটা শেষ হবে না৷ আরও অন্তত ৪/৫টি অপারেশন করা লাগবে৷ তার জ্ঞান ফিরেছে, কথা বলেছে৷''

Samonta Lal Shen.mp3 - MP3-Stereo

This browser does not support the audio element.

ঝুঁকি ও রক্তক্ষরণের আশঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘ঝুঁকিমুক্ত কখনোই বলা যাবে না৷ তবে ডেফিনেটলি ঝুঁকি কমে এসেছে৷''

রোগীকে নিয়ে কোন ভয় রয়েছে কিনা জানতে চাইলে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের পরিচালক ডা. আবুল কালাম বলেন, ‘‘ডেফিনেটলি আছে৷ আমরা তার হাতের বেশিরভাগ অংশটুকু ফেলে দিয়েছি৷ আপনারাও জানেন ওর শরীরের বেশ কিছু অংশে রোগ ছড়িয়ে পড়ছে৷ সেগুলো আমরা রিমুভ করবো৷''

‘‘আমরা এটুকু বলতে পারি, হাতের রোগাক্রান্ত যেটুকু অংশ ফেলে দিয়েছি সেখানে আর এ রোগ হওয়ার আশঙ্কা নেই,' যোগ করেন তিনি৷

এদিকে, মুক্তামনির বাবা ইব্রাহিম হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘অপারেশনের পর আমরা মেয়ের পাশেই আছি৷ সে কথা বলছে৷ আমরা খুবই খুশি৷''

Hossion.mp3 - MP3-Stereo

This browser does not support the audio element.

প্রসঙ্গত, সাতক্ষীরায় দেড় বছর বয়স থেকে মুক্তামনির ডান হাতে সমস্যার শুরু হয়৷ প্রথমে হাতে টিউমারের মতো হয়৷ ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি৷ কিন্তু পরে তার ডান হাতটি ফুলে অনেকটা কোলবালিশের মতো হয়ে যায়৷ সে বিছানাবন্দি হয়ে পড়ে৷ মুক্তামনির রোগ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়৷ এরপর গত ১১ জুলাই মুক্তামনিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে৷

উল্লেখ্য, এতোদিন মুক্তামনির রোগটিকে বিরল রোগ বলা হলেও গত শনিবার তার বায়োপসি করার পর জানা গেছে মুক্তামনির রক্তনালীতে টিউমার হয়েছে যেটাকে চিকিৎসা বিজ্ঞানে হেমানজিওমা বলা হয়ে থাকে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ