1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সফল’ পারমাণবিক পরীক্ষা

১২ ফেব্রুয়ারি ২০১৩

পর্যবেক্ষকরা বিস্ফোরণ সাদৃশ্য ভূকম্পন শনাক্তের পর পারমাণবিক পরীক্ষা চালানোর কথা স্বীকার করেছে উত্তর কোরিয়া৷ জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও এই নিয়ে তিনবার পারমাণবিক বিস্ফোরণ ঘটালো সে দেশ৷

SA-3 ground-to-air missiles are displayed before a portrait of former North Korean leader Kim Il-Sung during a military parade to mark 100 years since the birth of Kim Il-Sung, the country's founder, in Pyongyang on April 15, 2012. The commemorations came just two days after a satellite launch timed to mark the centenary fizzled out embarrassingly when the rocket apparently exploded within minutes of blastoff and plunged into the sea. AFP PHOTO / Ed Jones (Photo credit should read Ed Jones/AFP/Getty Images)
ছবি: Ed Jones/AFP/Getty Images

পারমাণবিক পরীক্ষা চালানোর হুমকি আগেই দিয়েছিল উত্তর কোরিয়া৷ মঙ্গলবার সেই হুমকি বাস্তবায়নের খবর জানিয়েছে সে দেশ৷ উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, ‘নিরাপদ ও উপযোগী পদ্ধতিতে একটি অপেক্ষাকৃত ছোট এবং হালকা কিন্তু আগের চেয়ে বেশি ক্ষমতার পারমাণবিক ডিভাইস পরীক্ষা করা হয়েছে৷' এই বিস্ফোরণের ফলে সংশ্লিষ্ট এলাকার পরিবেশে কোনো ক্ষতিকর প্রতিক্রিয়া সৃষ্টি হবে না বলেও দাবি করেছে সে দেশ৷

এর আগে দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থাগুলো ভূমিকম্পের খবর জানায়৷ মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত দু'টোর সময় ৪.৯ থেকে ৫.২ মাত্রার এই ভূকম্পন শনাক্ত করে তারা৷ উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালানোয় এই কম্পন সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হয়৷

জাতিসংঘের মহাসচিব বান কি মুনছবি: picture alliance/ZUMAPRESS.com

পর্যবেক্ষকরা জানিয়েছেন, ভূকম্পনের কেন্দ্রবিন্দু ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র এক কিলোমিটার গভীরে এবং এর আগে যেখানে উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল তার কাছাকাছি এলাকায়৷

জাতিসংঘের মহাসচিব বান কি মুন এই পারমাণবিক পরীক্ষার নিন্দা জানিয়েছেন৷ তিনি বলেন, এটা অত্যন্ত ‘শোচনীয়' ব্যাপার যে তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করেছে৷ বানের মুখপাত্র মার্টিন নেসিরকি এই বিবৃতিতে জানিয়েছেন, ‘‘আজ (উত্তর কোরিয়া) ভূগর্ভে যে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে, তার নিন্দা জানিয়েছেন মহাসচিব৷ এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরোপিত সংশ্লিষ্ট নিষেধাজ্ঞার পরিষ্কার এবং গুরুতর লঙ্ঘন৷''

‘বিস্ফোরণ সাদৃশ্য' ভূকম্পন

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন-সেওক জানিয়েছেন, পারমাণবিক পরীক্ষা চালানোর আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনকে সতর্ক করেছিল উত্তর কোরিয়া৷ এছাড়া জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবারের ভূকম্পনের ধরন স্বাভাবিক ভূমিকম্পের চেয়ে আলাদা ছিল৷

এদিকে, জাতিসংঘের পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ সংস্থার প্রধান টিবর টোট এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সর্বশেষ ভূকম্পনের সঙ্গে বিস্ফোরণের পরিষ্কার ইঙ্গিত রয়েছে৷'

উল্লেখ্য, গত মাসে ‘উচ্চক্ষমতার' পারমাণবিক পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছিল উত্তর কোরিয়া৷ গত ডিসেম্বরে সে দেশ রকেট পরীক্ষা করায় নাখোশ হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ৷ এরপর সেদেশের উপর নিষেধাজ্ঞার পরিমাণ আরো বাড়িয়ে দেশ পরিষদ৷ আর তারই প্রতিক্রিয়ায় পুনরায় পারমাণবিক পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছিল উত্তর কোরিয়া৷

এআই / এসবি (রয়টার্স, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ