1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইলেনর ক্যাটটনের বুকার জয়

১৭ অক্টোবর ২০১৩

এবার ম্যান বুকার পুরস্কার জিতেছেন নিউজিল্যান্ডের লেখিকা ইলেনর ক্যাটটন৷ এ যাবতকালের সবচেয়ে কম বয়সি লেখক হিসেবে বুকার পাওয়ার রেকর্ডটিও তার৷ ফিকশনধর্মী উপন্যাস ‘দ্য লুমিনারিস'-এর জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি৷

Eleanor Catton, neuseeländische Autorin, steht vor dem Neuseeland Pavilion bei der Frankfurter Buchmesse Wo: Frankfurt (Main), Deutschland Wann: 11.10.2012 Foto: André Leslie (DW Mitarbeiter)
ছবি: DW

দ্য লুমিনারিস উপন্যাসটি শুরু হয়েছে ১৮শ শতকের মাঝামাঝির ঘটনা দিয়ে৷ ভাগ্য পরিবর্তনের আশায় নিউজিল্যান্ডের স্বর্ণখনিতে আসেন ওয়াল্টার মুডি৷ এরপর জড়িয়ে পড়েন রহস্যে৷

সম্মানজনক ও এই ব্রিটিশ সাহিত্য পুরস্কারের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ক্যাটটন৷ পরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই পুরস্কার পেয়ে তিনি এজন্য সম্মানিত ও গর্ববোধ করছেন, কারণ এখানে কারো অভিজ্ঞতাকে মূল্যায়ন করা হয়নি৷

বিচারকদের সভাপতি রবার্ট ম্যাকফারলেন ৮৩২ পৃষ্ঠার এই বইয়ের কথা উল্লেখ করে বলেন, এত পৃষ্ঠার কোনো বই আজ পর্যন্ত বুকার জেতেনি৷ এটিকে অসাধারণ উপন্যাস হিসেবে উল্লেখ করেছেন তিনি৷ বলেছেন, উপন্যাসের কাঠামো এবং গল্প বলার ভঙ্গি চমৎকার৷ প্রতিটি বাক্যেই লেখকের পরিপক্কতা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে বলে জানিয়েছেন তিনি৷ বলেছেন, এই উপন্যাসের জ্ঞান ও গভীরতা যে কাউকে মুগ্ধ করবে৷

মঙ্গলবার রাতে লন্ডনের গিল্ডহলে মাত্র ২৮ বছর বয়সি ক্যাটটনের হাতে পুরস্কার তুলে দেন ডাচেস অফ কর্নওয়েল ক্যামিলা পার্কার৷ পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৫০ হাজার পাউন্ড৷ ২৫ বছর বয়সে উপন্যাসটি লেখা শুরু করেন ক্যাটটন৷ ২৭ বছর বয়সে শেষ হয় লেখা৷

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জনকে ক্যাটটনকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এর মাধ্যমে বিশ্বদরবারে নিউজিল্যান্ডকে আরো উঁচুতে তুলে ধরা হলো৷

নিউজিল্যান্ডের বই বিক্রেতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী লিংকন গোল্ড এএফপিকে বলেছেন, পুরস্কার জেতার কয়েক ঘণ্টা পর লুমিনারিস উপন্যাসটির বিক্রি হু হু করে বেড়ে গেছে৷

এ বছর দেয়া হল ৪৫তম বুকার৷ এতদিন কমনওয়েল্থের সদস্য দেশ এবং সাবেক সদস্য জিম্বাবোয়ে এবং আয়াল্যান্ডের লেখকরাই এই পুরস্কারের জন্য মনোনীত হতেন৷ তবে আগামী বছর থেকে এই বিধিনিষেধ উঠে যাচ্ছে৷ তখন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের লেখকরাও এই পুরস্কার পেতে পারবেন৷ তবে লেখাটি হতে হবে ইংরেজি ভাষায়৷

এবার বুকারের জন্য মনোনীত হয়েছিলেন ছয়জন লেখক৷ ক্যাটটন ছাড়া বাকিরা হলেন, ব্রিটিশ লেখক জিম ক্রেস, জিম্বাবোয়ের নোভায়োলেট বুলাওয়াও, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা ঝুম্পা লাহিড়ি, ক্যানাডীয়-মার্কিন ঔপৌন্যাসিক রুথ ওজেকি এবং আয়ারল্যান্ডের কোল্ম তইবিন৷

এর আগে সবচেয়ে কম বয়সি লেখক হিসেবে ১৯৯১ সালে পুরস্কার জিতেছিলেন বেন ওকরি৷ তখন তাঁর বয়স ছিল ৩২ বছর৷

এপিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ