1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছোট্ট এক বিপদজনক ঘাতক মশা

জেসি উইনগার্ড/এসিবি৭ ফেব্রুয়ারি ২০১৬

বিশ্বের সবচেয়ে ছোট ও বিপদজনক হত্যাকারী বলা যায় কোন প্রাণীকে? এক কথায় জবাব – মশা৷ মশা ধারাবাবিহভাবে কী আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে! ম্যালেরিয়া থেকে শুরু করে কতগুলো রোগের জীবাণুবাহী মশা এই বিশ্বে উড়ে বেড়াচ্ছে ভেবে দেখুন৷

Anopheles stephensi Moskito Mücke
ছবি: picture-alliance/dpa/J.Gathany

মশাবাহিত জীবানুতে সংক্রমিত হয়ে অন্তত ১০ লক্ষ মানুষ মারা যায় প্রতিবছর৷ জীবাণু বহনকারী মশার কথা বলতে গেলে সবার আগে আসবে ‘অ্যানোফিলিস মশার' কথা৷ বিশ্বে কমপক্ষে ৪৬০ রকমের অ্যানোফিলিস মশা আছে৷ তার মধ্যে মাত্র ২০ ভাগ মশা রোগজীবাণু ছড়ায়৷ অ্যানোফিলিস সেরকমই এক মশা৷ এদের অতি ক্ষুদ্র ডানা সাদা-কালো ডোরাকাটা৷ অ্যান্টার্কটিকা ছাড়া বিশ্বের সব অঞ্চলেই এরা উড়ে উড়ে মানুষকে কামড়ায় আর ম্যালেরিয়া ছড়ায়৷ অবশ্য রোগ ছড়ায় শুধু স্ত্রী অ্যানোফিলিস৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ বছরে ম্যালেরিয়ার প্রকোপ অন্তত শতকরা ৪৭ ভাগ কমেছে ঠিকই, তারপরও প্রতি মিনিটে একটি শিশু ম্যালেরিয়ার কারণেই মারা যায়৷

ডেঙ্গু আতঙ্কের কথা গত কিছুদিন ধরে সারা বিশ্বে তেমন একটা শোনা যাচ্ছে না৷ এই রোগের জন্য দায়ী এডিস মশা৷ এই মশার পায়ে থাকে সাদা-কালো দাগ৷ আরেকটি আশার কথা, এডিস মশা শুধু দিনের আলোতেই কামড়ায়৷ ডাব্লিউএইচও বলছে, এডিস মশা মূলত এশিয়া থেকেই আফ্রিকা, অ্যামেরিকা হয়ে ইউরোপেও ছড়িয়েছে৷

মশা নিধন অভিযানছবি: Reuters/J. Cabrera

জাপানি এনসেফেলাইটিসও খুব ভয়ংকর এক মশা৷ এদের কারণে হয় পিতজ্বর৷ প্রতিবছর সারা বিশ্বে অন্তত ২ লাখ মানুষের পিতজ্বর হয় এবং টিকা না দিলে কমপক্ষে ৩০ হাজার মানুষ মারা যায়৷

অন্তঃসত্ত্বা নারী মশাবাহিত ভাইরাস ‘জিকায়' সংক্রমিত হলে তাঁর সন্তান ছোট মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করতে পারে৷ শিশুদের এ অবস্থা চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী ‘মাইক্রোসেফালি' নামে পরিচিত৷ ‘মাইক্রোসেফালি'-এর কারণে শিশুর মস্তিষ্কের গঠন ঠিকমতো হয় না, ফলে শিশু বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে৷ আবার এ রোগের কারণে শিশুর শারীরিক বৃদ্ধি হতে পারে অস্বাভাবিক৷ শিশুটির অকালমৃত্যুও হতে পারে৷

এক ধরণের জ্বর আছে যার নাম, ‘ওয়েস্ট নিল ফিভার' বা পশ্চিম নিলের জ্বর৷ এই জ্বর হয় কুলেক্স মশার কারণে৷ তবে কুলেক্স মশা প্রথমে কোনো পাখিকে কামড়ায়৷ তারপর মানুষকে কামড়ালেই মহাবিপদ৷ মশাবাহিত জীবাণুর কারণে লিম্ফ্যাটিক ফিলারিয়াসিসও হতে পারে৷ নীরবে এই জীবাণু দেহে আশ্রয় নিলে এবং দীর্ঘদিন চিকিৎসা না করলে এই রোগের কারণে মৃত্যুও হতে পারে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ