1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকার গড়ার প্রস্তুতি

৬ মার্চ ২০১৮

জার্মানির আগামী সরকারের রূপরেখা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে৷ কিন্তু এসপিডি দলের প্রতি ভোটারদের আস্থা কমেই চলেছে৷ বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী পদের জন্য নাম স্থির করা তাদের পক্ষে কঠিন হয়ে উঠছে৷

বিদায়ী জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েল
ছবি: Getty Images/AFP/C. Bilan

সবকিছু ঠিকমতো চললে আগামী ১৪ই মার্চ চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর হিসেবে শপথ নিতে চলেছেন আঙ্গেলা ম্যার্কেল৷ সে দিনই মন্ত্রিসভার বাকি সদস্যদেরও শপথ নেওয়ার কথা৷ গত সপ্তাহেই ম্যার্কেল সিডিইউ দলের মন্ত্রীদের তালিকা পেশ করেছিলেন৷ সোমবার বাভেরিয়ার সিএসইউ দলও তাদের বরাদ্দ পদগুলির জন্য তালিকা প্রকাশ করেছে৷ এবার সবার নজর এসপিডি দলের দিকে৷ চলতি সপ্তাহের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে দলের এক নেতা জানিয়েছেন৷ বেশ কয়েকটি পদে নাম স্থির করা হলেও পররাষ্ট্রমন্ত্রীর পদ নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে৷

এদিকে সরকারে যোগ দেবার সিদ্ধান্ত নিয়ে দেশে স্বস্তি আনলেও কিছুতেই জনসমর্থন ফিরে পাচ্ছে না এসপিডি দল৷ সর্বশেষ জনমত সমীক্ষা অনুযায়ী মাত্র ১৫ শতাংশ ভোটার এই দলের প্রতি আস্থা রাখেন৷ অর্থাৎ, গত সপ্তাহের তুলনায় ০ দশমিক ৫ শতাংশ সমর্থন হারিয়েছে এসপিডি৷

১লা মার্চ জনমত সমীক্ষার ফলাফল

এই দলের পক্ষে অস্বস্তির আরেকটি কারণ বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েলের বিপুল জনপ্রিয়তা৷ এসপিডি দলের মধ্যে কোণঠাসা এই নেতাকে নতুন সরকারেও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চান প্রায় ৫৫ শতাংশ ভোটার৷ এসপিডি সমর্থকদের মধ্যে ৭৪ শতাংশেরও সেটাই ইচ্ছা৷ এসপিডি নেতৃত্বের পক্ষে সেই ইচ্ছা মেনে নেওয়া এই মুহূর্তে কার্যত অসম্ভব৷ এদিকে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ইউনিয়ন শিবিরের প্রতি ভোটারদের আস্থা সামান্য বেড়ে ৩৩ শতাংশে দাঁড়িয়েছে৷

জার্মানির নতুন মন্ত্রিসভায় অর্ধেকই নারী হতে পারেন, এমন সম্ভাবনা বেশ উজ্জ্বল হয়ে উঠলেও সিএসইউ দল সেই পথে যাচ্ছে না৷ ম্যার্কেল নিজের দলের মন্ত্রী তালিকায় সাম্য এনেছেন৷ এসপিডিও সেরকম ইঙ্গিত দিয়েছে৷

সরকার গঠনের আগেই দুই শিবিরের মধ্যে কিছুটা উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে৷ সিডিইউ সংসদীয় দলের উপনেতা রাল্ফ ব্রিংকহাউস এসপিডি দলকে মাত্রাতিরিক্ত ব্যয় সম্পর্কে সতর্ক করে দিয়েছেন৷ তিনি বলেন, গত সরকারের কার্যকালে অর্থমন্ত্রী ভল্ফগাং শয়েবলে বাজেট ঘাটতি দূর করে যে সাফল্য অর্জন করেছেন, নতুন সরকারকেও তা ধরে রাখতে হবে৷ অতএব, ইউরোপসহ অন্যান্য ক্ষেত্রে কোয়ালিশন চুক্তির বাইরে গিয়ে কোনো বাড়তি ব্যয় মেনে নেওয়া হবে না৷

এসবি/এসিবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ