1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবচেয়ে দামি শিল্পী রিশটার

মারুফ আহমেদ২৭ মে ২০১৩

জীবদ্দশায় কদর খুব কম শিল্পীই পেয়ে থাকেন৷ বিখ্যাত অনেক শিল্পী বিশ্ব জুড়ে পরিচিতি পেয়েছেন মৃত্যুর পর৷ গেয়ারহার্ড রিশটার সেখানে উজ্জ্বল ব্যতিক্রম৷ টানা দু’বছর তাঁর শিল্পকর্ম বিক্রি হয়েছে রেকর্ড দামে!

ARCHIV - Der Künstler Gerhard Richter sitzt in Köln vor seinem Bild «Abstraktes Bild (702)» aus dem Jahr 1989 (Archivfoto vom 16.10.2008). Gerhard Richters Malerei erzielt Millionenpreise, in New York kommen gleich sechs seiner Werke unter den Hammer. Foto: Federico Gambarini dpa (zu dpa 0310 vom 16.04.2012) +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

পুরো নাম: গেয়ারহার্ড রিশটার

ছবি: ANTON CORBIJN, GERHARD RICHTER, COLOGNE, 2010

জন্ম: ৯ই ফেব্রুয়ারি, ১৯৩২, ড্রেসডেন, জার্মানি

পেশা: চিত্রশিল্পী, ভাস্কর ও আলোকচিত্রশিল্পী, অধ্যাপনা

বাবা: হর্স্ট রিশটার

মা: হিল্ডেগার্ড

স্ত্রী: মারিয়ানে অয়ফিঙার (১৯৫৭), ইজা গেনসকেন (১৯৮২-৯৩), সাবিনে মরিত্স

সন্তান: চারজন

উল্লেখযোগ্য শিল্প কর্ম: ক্যারৎসে ( মোমবাতি), আটলাস, সিরিজ- আবস্ট্রাকটেস বিল্ড, সিরিজ- বাডের-মাইনহোফ

১৪ই মে আবার রেকর্ড দামে বিক্রি হলো জার্মান চিত্র শিল্পী গেয়ারহার্ড রিশটারের একটি তেলচিত্র৷ ১৯৬৮ সালে আঁকা ‘ডোম প্লাৎস, মাইল্যান্ড' বা ‘ক্যাথিড্রাল স্কোয়ার, মিলান' নিউ ইয়র্কের বিখ্যাত নিলাম ঘর ‘সদবিস' নিলামে বিক্রি হয়েছে তিন কোটি একাত্তর লক্ষ ডলার বা দু কোটি নব্বই লক্ষ ইউরোয়৷ ইটালির মিলান শহরের ক্যাথিড্রাল স্কোয়ার নিয়ে আঁকা সাদা-কালো এই চিত্র প্রথমে দেখে মনে হবে অস্পষ্ট এক আলোকচিত্র৷ কিন্তু ছবিটি হাতে আঁকা তেলচিত্র৷ তাঁর অনন্য অঙ্কন শৈলীর এই ধারাকে বলা হয় ‘ফটো রিয়েলিস্টিক' ধারা৷ ক্যালিফোর্নিয়ার ওয়াইন ব্যবসায়ী ডন ব্রায়ান্ট তিন কোটি একাত্তর লক্ষ ডলারে ছবিটি কিনে মহা খুশি!

গত বছরও লন্ডনে ‘সদবিস'-এর নিলামে রেকর্ড সৃষ্টি করেছিল তাঁর আরকটি শিল্পকর্ম ‘আবস্ট্রাকটেস বিল্ড' বা ‘বিমূর্ত ছবি'৷ ১৯৯৪ সালে আঁকা বিশাল তেলচিত্রটি বিক্রি হয়েছিল ৩৪ মিলিয়ন অর্থাৎ তিন কোটি ৪০ লক্ষ ডলারে৷ তখন পর্যন্ত সেটা ছিল বিখ্যাত রক সংগীত শিল্পী এরিক ক্ল্যাপটনের সংগ্রহে৷ ক্ল্যাপটন ২০০১ সালে, রিশটারের এই ছবিসহ আরো দু’টি ছবি এক সাথে কিনেছিলেন ২৬ লক্ষ ইউরোয়৷ পরে তাঁর কাছ থেকে রিশটারের সেই ছবি কে কিনেছিলেন তা জানা যায়নি৷

শিল্পকলার ইতিহাসে খুব কম শিল্পীই জীবিতাবস্থায় রিশটারের মতো এতটা ব্যবসায়িক সাফল্য পেয়েছেন৷ তাঁর আগে ২০১০ সালে মার্কিন শিল্পী জেস্পার জোনসের ষাটের দশকে আঁকা তেলচিত্র ‘ফ্ল্যাগ' (পতাকা) বিক্রি হয়েছিল ২২ মিলিয়ন বা দু কোটি বিশ লক্ষ ইউরোয়৷ সাধারণত শিল্পীদের শিল্প কর্ম তাঁদের মৃত্যুর পরই এমন চড়া দামে বিক্রি হয়৷ যেমন ১৯৮৭ সালে ডাচ শিল্পী ভিনসেন্ট ফান গখের ১৮৮৮ সালে আঁকা ‘সান ফ্লাওয়ার' বিক্রি হয়েছিল প্রায় ২৫ মিলিয়ন বা দু কোটি পঞ্চাশ লক্ষ ব্রিটিশ পাউন্ডে৷

শিল্পকলার ইতিহাসে খুব কম শিল্পীই জীবিতাবস্থায় রিশটারের মতো এতটা ব্যবসায়িক সাফল্য পেয়েছেনছবি: picture-alliance/dpa

গেয়ারহার্ড রিশটার জন্মস্থান ড্রেসডেনের আর্ট অ্যাকাডেমিতে ১৯৫১ থেকে ৫৬ সাল পর্যন্ত পড়াশুনা করেন শিল্পকলা বিষয়ে৷ সেখানে তিনি শেখেন গতানুগতিক বাস্তববাদি চিত্রকলা শিল্প৷ ৬১ সালে বার্লিন প্রাচীর তৈরি শুরু হওয়ার কয়েক মাস আগে তিনি চলে আসেন ড্যুসেলডর্ফ শহরে৷ এখানে আর্ট অ্যাকাডেমিতে শিক্ষা নেন এবং পরিচিত হন পশ্চিমের আধুনিক শিল্পাঙ্গনের সঙ্গে৷ শিল্পকলার বিভিন্ন মাধ্যম শিল্পশৈলী ও আধুনিক চিন্তাধারার রূপ পায় তাঁর শিল্পকর্মে৷ ১৯৭২ সালে তিনিই প্রথম একক শিল্পী হিসেবে ভেনিস বিয়েনালে জার্মানির প্রতিনিধিত্ব করেন৷ তারপর থেকে ‘ডকুমেন্টা' থেকে শুরু করে বিশ্বের প্রায় সব গুরুত্বপূর্ণ প্রদর্শনিতে স্থান পায় তাঁর শিল্প কর্ম৷ বিশেষ করে তাঁর ধারাবাহিক চিত্রকর্ম ‘আবস্ট্রাকটেস বিল্ড' বা ‘বিমূর্ত ছবি' বিশ্ব জুড়ে পেয়েছে বিপুল সমাদর৷ নিউ ইয়র্কের ‘মিউজিয়াম অফ মডার্ন আর্টস-এ তাঁর স্থায়ী প্রদর্শনী কক্ষ রয়েছে৷ গত বছরই লন্ডনের ‘ট্যাট গ্যালারি'তে হলো তাঁর বিশাল একক প্রদর্শনী৷ সমাজ সেবায়ও ব্রত রয়েছেন রিশটার৷ ৮১ বছর বয়সি বিশ্বের সবচেয়ে দামি এ শিল্পী থাকেন জার্মানির কোলোন শহরে৷ কাজের মাঝেই ডুবে থাকেন সবসময়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ