1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবচেয়ে ধনী প্রয়াত তারকা মাইকেল জ্যাকসন

২৭ অক্টোবর ২০১০

জীবিত থাকতে ঋণের দায়ে জর্জরিত ছিলেন পপ সম্রাট মাইকেল জ্যাকসন৷ কিন্তু মৃত্যুর প্রায় দেড় বছর পর প্রয়াত তারকাদের আয়ের তালিকায় তাঁর নাম এখন সবার শীর্ষে৷ এমনকি জীবিত অনেক তারকাকেও ছাড়িয়ে গেছেন তিনি৷

Michael Jackson
ছবি: picture-alliance/ dpa

গত বছরের জুন মাসে ৫০ বছর বয়সে ভক্তদের কাছ থেকে বিদায় নেন মাইকেল জ্যাকসন৷ সেসময় একের পর এক দেনার বোঝা চেপেছিল এই মার্কিন পপ তারকার ঘাড়ে৷ জীবনের শেষ মুহূর্তগুলো কেটেছিল ঋণগ্রস্ত হয়ে৷ কিন্তু এখন আবারও মিলিয়ন ডলারের মালিক মাইকেল জ্যাকসন৷ যদিও মৃত্যুর ওপারে চলে যাওয়া জ্যাকসনের জন্য এই অর্থ কোন কাজে আসছে না৷ ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত মাইকেল জ্যাকসনের রেখে যাওয়া যে এস্টেট রয়েছে তারা আয় করেছে ২৭৫ মিলিয়ন ডলারেরও বেশি৷ হাল আমলের ক্রেইজি তারকা লেডি গাগা, কিংবা পপ কুইন ম্যাডোনাও হার মেনেছেন জ্যাকসনের কাছে৷

দিস ইস ইট এর রিহার্সালে জ্যাকসনছবি: Sony Pictures

জানা গেছে, এই বিশাল অর্থ আয়ের পেছনে রয়েছে জ্যাকসনের না দেখে যাওয়া অ্যালবাম দিস ইস ইট৷ লন্ডনের এই কনসার্টের জন্য যে প্রস্তুতি নিচ্ছিলেন জ্যাকসন তার ওপর ভিত্তি করে প্রামাণ্যচিত্র দিস ইস ইট গত বছর ছিল বক্স অফিসগুলোর অন্যতম আকর্ষণ৷ কেবল এই প্রামাণ্যচিত্রটি একাই আয় করেছে প্রায় আড়াইশ মিলিয়ন ডলার৷ এর বাইরে জ্যাকসনের পুরনো অ্যালবামগুলোও বিক্রি হয়েছে দেদারসে৷ এছাড়া জ্যাকসনের আত্মজীবনী মুন ওয়াকও গত বছর পুনর্মুদ্রণ করে বাজারে ছাড়া হয় ভক্তদের ব্যাপক চাহিদার কারণে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ