1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবচেয়ে প্রতিদ্বন্দ্বী গ্রুপ ডি

২২ জুন ২০১১

গ্রুপ ডি-র চারটি দল গতবারের রানার্স আপ ব্রাজিল, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়ে, এশিয়ান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আর আফ্রিকান রানার্সআপ ইকুয়েটরিয়াল গিনি৷ এবারের আসরে এই গ্রুপটি সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ৷

গত আসরের ফাইনালে ব্রাজিল ও জার্মানির ম্যাচছবি: AP

প্রথমেই ব্রাজিলের কথা৷ পুরুষের ফুটবলে বিশ্বজয়ের রেকর্ড থাকলেও প্রমীলারা এখন পর্যন্ত একবারও ছুঁতে পারেনি বিশ্বকাপের শিরোপা৷ গতবার অবশ্য খুব কাছে গিয়েছিল৷ কিন্তু ফাইনালে জার্মানির কাছে ২-০ গোলে হার সেই স্বপ্ন ভেঙে দেয়৷ এবার স্বাগতিক জার্মানির বিরুদ্ধে সেই প্রতিশোধ নিতে চায় বিশ্বসেরা খেলোয়াড় মার্টার দল৷ দলের কোচ ক্লেইটন লিমা চান স্বাগতিক জার্মানির বিরুদ্ধেই ফাইনাল খেলতে৷

গ্রুপের অন্যতম শক্তিশালী দল নরওয়ে৷ তবে তাদের মাথা ব্যথা এখন ব্রাজিলের মার্টাকে কীভাবে ঠেকানো যায় সেটা নিয়৷ দলের কোচ এলি লান্ডসেম মজা করে বললেন, ‘‘আসলে আমরা এখনও জানিনা কীভাবে তাঁকে আটকাবো৷ সম্ভবত তাঁর সামনে কয়েকটি দেয়াল তুলে দিতে হবে৷'' তবে একজন খেলোয়াড়ের চেয়ে গোটা দলকে নিয়েই বেশি চিন্তা নরওয়ের কোচের৷ এছাড়া পরের রাউন্ডে ওঠার জন্য সহজে ছাড় দেবে না অস্ট্রেলিয়া এবং ইকুয়েটরিয়াল গিনি৷ অন্তত দুটি খেলায় জয় পাওয়ার চেষ্টা করবে তারা৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ