1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে সবচেয়ে বেশি ‘ক্রীতদাস'

৩১ মে ২০১৬

বিশ্বের প্রায় ৪ কোটি ৬০ লক্ষ মানুষ এখনো দাসত্বের শৃঙ্খলে৷ ‘আধুনিক ক্রীতদাস' সবচেয়ে বেশি ভারতে৷ তবে জনসংখ্যার আনুপাতে সবচেয়ে বেশি উত্তর কোরিয়ায়৷ বাংলাদেশেও এমন মানুষ আছে প্রায় ১৫ লাখ৷ এক গবেষণা জানাচ্ছে এসব তথ্য৷

বাংলাদেশের শিশুশ্রমিক
ছবি: picture alliance/ZUMAPRESS.com/M. Ponir Hossain

অস্ট্রেলিয়া-ভিত্তিক ‘ওয়াক ফ্রি ফাউন্ডেশন' জানিয়েছে, গোটা বিশ্বে ৪৬ মিলিয়ন মানুষকে জোর করে শ্রমিক, যৌনকর্মী কিংবা দাসের মতো কাজে ব্যবহার করা হচ্ছে৷ ‘২০১৬ বৈশ্বিক দাসত্ব ইনডেক্স' প্রকাশ করা হয় মঙ্গলবার, সেখানে উল্লেখ করা হয়েছে, আগে যতটা ধারণা করা হয়েছিল, তারচেয়ে অনেক বেশি মানুষ এখনো দাসত্বের শিকার, আর তাদের দুই-তৃতীয়াংশের বাস এশিয়াতে৷

ইনডেক্সে ‘আধুনিক দাসত্ব' বলতে বোঝানো হয়েছে মানব পাচার, জোরপূর্বক শ্রম, ঋন দাসত্ব, ‘সেক্স ট্রাফিকিং', জোরপূর্বক বিবাহ এবং এধরনের অন্যান্য কর্মকাণ্ডকে৷

ইনডেক্স অনুযায়ী, ভারতে সংখ্যার হিসেবে সবচেয়ে বেশি, প্রায় ঊনিশ মিলিয়ন মানুষ এখনো‘আধুনিক দাসত্বের' শিকলে বন্দি৷ তারপরে রয়েছে যথাক্রমে চীন, পাকিস্তান, বাংলাদেশ এবং উজবেকিস্তানের নাম৷ বাংলাদেশে দাসত্বের শিকার দেড় মিলিয়নের মতো মানুষ৷

DW Interview: Modern slavery in India's textile industry

04:10

This browser does not support the video element.

তবে জনসংখ্যার আনুপাতিক হারে সবার উপরে রয়েছে উত্তর কোরিয়া৷ দেশটির ৪.৩৭ শতাংশ মানুষ এ যুগেও প্রায় ‘দাস' হিসেবে কাজ করছেন৷ ওয়াক ফ্রি ফাউন্ডেশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, উত্তর কোরিয়া আধুনিক দাসত্ব প্রতিরোধে কোনো উদ্যোগ নিচ্ছে না, বরং রাষ্ট্র এ ধরনের কাজকে একরকম অনুমোদনই দিচ্ছে৷

তালিকায় থাকা ১৬৭টি দেশের সবকটিতে আধুনিক দাসত্বের প্রমাণ পাওয়া গেছে৷ তবে ইউরোপের অবস্থান তালিকার একেবারে নীচের দিকে৷ প্রতিবেদনে অবশ্য জানানো হয়েছে, জোরপূর্বক কাজ এবং যৌনশোষণের উৎস ও গন্তব্য ছিল ইউরোপ৷

উল্লেখ্য, ওয়াক ফ্রি ফাউন্ডেশনের প্রতিবেদনের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংগঠনের হিসেব ঠিক মিলছে না৷ তাদের হিসেবে, বিশ্বে দাসত্বের শিকার মানুষের সংখ্যা ২১ মিলিয়ন৷

এআই / এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ