বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি হলো ঢাকা শহরের যানজট৷ রাজধানীতে যানজটের কারণ বা কীভাবে এ সমস্যা রোধ করা যায়, তা নিয়ে ডয়চে ভেলের ফেসবুক পাতায় পাঠকরা কে কী মন্তব্য করেছেন জানা যাক৷
বিজ্ঞাপন
দেশের কোনো আইনই শুধু সাধরণ মানুষের জন্য নয়, আইন সকলের জন্যই৷ আর এ কথাটাই বলতে চেয়েছেন পাঠক মো.আসফাক উল্লাহ৷ তিনি বলছেন, ‘‘দুই কোটি মানুষের বাস ঢাকা শহরে সর্বপ্রথম ভিভিআইপি-দের আইন মান্য করতে বাধ্য করতে হবে৷''
পুরো বাংলাদেশটাই ঢাকা কেন্দ্রিক৷ আর সে জন্যই নাকি এই যানজট সমস্যা৷ তাই দেশের অন্যান্য শহরে সুযোগ-সুবিধা থাকলেএমনটা হতো না বলে মনে করেন পাঠক রফি৷
‘‘বড় বড় প্ল্যান করা হয় কিন্তু....আসল কথা হলো বড় প্ল্যান মানেই পকেটে বেশি টাকা আসবে৷'' দেশের দুর্নীতিকে দায়ী করে এই মন্তব্য পাঠক মিরিন্ডার৷
‘‘শৃঙ্খলা অবশ্যই সমস্যা কাটানোর গুরুত্বপূর্ণ উপাদান, তবে একমাত্র নয়৷'' ঢাকার যানজট সম্পর্কে এই মন্তব্য ডয়চে ভেলের ফেসবুকবন্ধু শিশির অধিকারীর৷ তিনি বলছেন, যতটুকু আছে সেটুকুরই সর্বোচ্চ এবং সঠিক ব্যবহার করলে যানজট অনেকটাই কমানো সম্ভব৷
যানজটিল কলকাতা
কলকাতা যেমন মিছিলের শহর, আবর্জনার শহর, তেমন যানজটের শহর হিসেবেও এর কুখ্যাতি রয়েছে৷ তবে পুরনো এই মহানগরী তার এই বদনাম আজকাল অনেকটা ঘোচাতে পারলেও, যানজটের হাত থেকে পুরোপুরি নিস্তার পায়নি৷
ছবি: DW/S. Bandopadhyay
গাড়ির মিছিল
লোক বাড়ছে কলকাতায়, পাল্লা দিয়ে বাড়ছে গাড়িও৷ বিশেষ করে অফিস যাওয়ার ব্যস্ত সময়ে গাড়ির অবিরল স্রোত লেগেই থাকে৷
ছবি: DW/S. Bandopadhyay
নিরুপায় অপেক্ষা
কখনও যদি বড় ধরনের যানজটে আটকে যায় গাড়ি, চুপচাপ বসে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় থাকে না৷
ছবি: DW/S. Bandopadhyay
আইন ভাঙার স্বভাব
কলকাতার যানজটের অন্যতম কারণ, গাড়িচালকদের এবং পথচারীদেরও আইন মেনে না চলার বদভ্যেস৷
ছবি: DW/S. Bandopadhyay
যত্রতত্র পার্কিং
বড় রাস্তার ধারে গাড়ি পার্ক করতে অনুমতি দেয় পুরসভাই, কারণ তার থেকে ভালো আয় হয়৷ কিন্তু তাতে রাস্তা সরু হয়ে যায়, যানজট বাড়ে৷
ছবি: DW/S. Bandopadhyay
ধীরগতির যান
পুলিসের নিষেধ আছে হাতে টানা রিক্সার মতো ধীরগতির যানের বড় রাস্তায় আসার, তবু তারা আসে৷ ট্র্যাফিকের গতি মন্থর হয়৷
ছবি: DW/S. Bandopadhyay
বেপরোয়া অটোরিক্সা
ট্র্যাফিক সংকেত না মেনে বেপরোয়া চালানো এবং যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী তোলায় বিশেষ দুর্নাম কলকাতার অটোরিক্সার৷
ছবি: DW/S. Bandopadhyay
দোষী পথচারীরাও
আছে ফুটব্রিজ, আছে জেব্রা ক্রসিং, তাও কলকাতার লোকের বদভ্যাস যেখানে সেখানে রাস্তা পার হওয়া৷ দুর্ঘটনা ঘটে প্রায়ই, তাও অভ্যাস বদলায় না৷
ছবি: DW/S. Bandopadhyay
পরিকল্পনায় খুঁত
যানজট কমাতে অনেক ফ্লাইওভার হয়েছে, কিন্তু রাস্তা চওড়া নয় বলে তাদের মুখে যানজট হয়৷ এ নিঃসন্দেহে পরিকল্পনারই খুঁত৷
ছবি: DW/S. Bandopadhyay
8 ছবি1 | 8
ট্র্যাফিক পুলিশের জন্যই নাকি এই সমস্যা, জানিয়েছেন শহীদুল ইসলাম৷ এছাড়াও তাঁর মতে, ভিআইপি সংস্কৃতিই ঢাকার যানজট সমস্যার প্রধান কারণ৷
ঢাকার যানজট সমস্যা সমাধান যাদের করার কথা তারাই যখন সঠিক সমাধান খুঁজে বের করতে পারছেন না, সেখানে আর সাধারণ মানুষ কী করবে? মনে করেন পাঠক ওয়াহিদুল হক তুষার৷ তাই তিনি মজা করে লিখছেন, যানজট সমাধনের একমাত্র উপায় ‘‘এমন গাড়ি আমদানি করা যা রাস্তায় চলবে, আবার আকাশেও উড়বে৷''
দেবাশিষ শুভ অবশ্য একটা বু্দ্ধি দিয়েছেন৷ লিখেছেন, ‘‘রাস্তার পাশে গাড়ি পার্কিং না করে আলাদা জায়গায় পার্কিং-এর ব্যবস্থা করলে সমস্যা কমতে পরে৷''
‘‘ঢাকার যানজটে বিরক্ত হওয়া ছাড়া আমাদের কিছুই করার নাই'' – টিমোথি মন্ডলের সোজা সাপটা কথা৷
ওমর ফারুকেরও একমত৷ তিনিও মনে করেন, প্রাইভেট কার কমালে ট্র্যাফিক জ্যাম নিয়ন্ত্রণে আনা সম্ভব৷
তবে ডয়চে ভেলের ফেসবুক বন্ধু সাখাওয়াত বাবনের মতে, ‘‘রিক্সাই হচ্ছে ঢাকার জ্যামের মূলকারণ৷ ব্যাঙের ছাতার মতো বাড়ছে রিক্সা, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷''
পাঠক আখতারুজ্জামানের ধারণা, অবধৈ সব দোকানপাট রাস্তা থেকে অপসারণ করলেই নাকি যানজটের সমস্যা কমে যাবে৷
ঢাকার প্রধান সমস্যা যানজট
এক কোটিরও বেশি জনসংখ্যার শহর ঢাকা৷ সকাল থেকে রাত পর্যন্ত এ শহরের প্রধান প্রধান সড়কগুলো থমকে থাকে যানজটে৷ ঘণ্টার পর ঘণ্টা ট্র্যাফিক জ্যামে আটকে পড়ে মানুষ, যার প্রধান কারণ অব্যবস্থাপনা ও জনগণের অসচেতনতা৷
ছবি: DW/M. Mamun
গোড়া থেকেই শুরু
বিশাল জনগোষ্ঠীর শহর ঢাকায় যানজটের ফলে যে শুধু সময় নষ্ট হয়, তা নয়৷ ক্ষতি হয় বিপুল পরিমাণ জ্বালানিরও৷ আর এই যানজট শুরু হয় সপ্তাহের একেবারে প্রথম দিনটি থেকেই৷ সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে তোলা ছবিটি দেখুন৷ রাজধানী ঢাকার কাজী নজরুল ইসলাম এভিনিউ-এর যানজট এটি৷
ছবি: DW/M. Mamun
যেখানে-সেখানে ওঠা-নামা
ঢাকার যানজটের কারণগুলোর একটি হলো যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানো৷ এক্ষেত্রে চালকদের যেমন সচেতনতার অভাব আছে, তেমনি অসচেতন যাত্রীরাও৷
ছবি: DW/M. Mamun
আরো বেশি যাত্রী!
ঢাকার ব্যস্ততম বিমানবন্দর সড়কের মাঝখানে গাড়িগুলোকে এভাবে আকাবাঁকা করে দাঁড় করানোর আরো একটি কারণ যাত্রী ওঠানোর প্রতিযোগিতা৷ সাধারণত একই রুটের বাসগুলো বেশি যাত্রী উঠানোর জন্য এরকম প্রতিযোগিতায় নামে৷ ফলে সৃষ্টি হয় যানজট৷
ছবি: DW/M. Mamun
অপ্রতুল পার্কিং স্পেস
ঢাকার প্রগতি সরণীর একটি বাণিজ্যিক কেন্দ্রের সামনের সড়কের ফুটপাথটি দখল করে রেখেছে গাড়ি৷ এ শহরের বেশিরভাগ ভবনেরই নেই নিজস্ব পার্কিং ব্যবস্থা৷ ফলে এ সব ভবনে আসা গাড়িগুলো পার্ক করা হয় ফুটপাথে কিংবা সড়কের ওপর, যেটা যানজটের অন্যতম একটি কারণ৷
ছবি: DW/M. Mamun
সচেতনতার অভাব
ঢাকার যানজটের অন্যতম আরেকটি কারণ যত্রতত্র পথচারী পারাপার৷ এ শহরের বেশিরভাগ বাসিন্দাই ‘ট্র্যাফিক ম্যানার’ জানেন না৷ ব্যস্ততম সড়কে যত্রতত্র পারাপার তাই যানজটের কারণ হয়ে দাঁড়ায়৷ অবশ্য ঢাকা শহরে পর্যাপ্ত ওভার ব্রিজ অথবা জেব্রা ক্রসিং না থাকাও এর একটা কারণ৷
ছবি: DW/M. Mamun
জীবনের ভয় নেই?
পর্যাপ্ত ফুট ব্রিজ বা ওভার ব্রিজ না থাকলেও, যে কটি আছে তাও ব্যবহার করতে চান না পথচারীরা৷ ছবিতে দেখুন রাজধানীর প্রগতি সরণীর ওভার ব্রিজের নীচ থেকেই কেমন রাস্তা পার হচ্ছেন পথচারীরা৷ এই দলে আছে বৃদ্ধ থেকে শুরু করে স্কুল শিক্ষার্থীরা৷
ছবি: DW/M. Mamun
কখনও হকার, কখনও ছিনতাইকারী
যেসব পথচারী ওভার ব্রিজ ব্যবহার করতে চান, তাদের অনেকসময়ই শিকার হতে হয় নানা বিড়ম্বনার৷ দিনেরবেলায় ওভার ব্রিজগুলো হকারদের দখলে চলে গেলেও, দেখার নেই কেউ৷ আর রাতেরবেলা এ সব ওভার ব্রিজে মানুষ উঠতে চান না ছিনতাইকারীর ভয়ে৷
ছবি: DW/M. Mamun
বেপথে গাড়ি
যে কোনো বড় রাস্তারই দু’টো দিক থাকে – গাড়ি আসার একদিক আর যাওয়ার একদিক৷ ঢাকা শহরে যানজটের একটা প্রধান কারণ উল্টো পথে গাড়ি চালানো৷ হ্যাঁ, রাস্তায় ট্র্যাফিক জ্যাম হলে অনেককেই দেখা যায় গাড়ি ঘুরিয়ে ঝট করে উল্টো দিকের চলে যেতে৷ এতে করে যানজট তো বাড়েই, দুর্ঘটনার সম্ভাবনাও থেকে যায়৷
ছবি: DW/M. Mamun
রাস্তার ভাঙার কারণে জ্যাম
ঢাকার যানজটের অন্যতম একটি কারণ দীর্ঘ সময় ধরে রাস্তা খোড়াখুড়ি৷ ঢাকার গুলশানের এ সড়কটিতে স্যুয়ারেজের লাইন মেরামতের জন্য দীর্ঘ সময় ধরে কাজ চলছে৷ ফলে দিনেরবেলায় সড়কটিতে লেগেই থাকছে যানজট৷
ছবি: DW/M. Mamun
সেতু নির্মাণের জন্য...
ঢাকা শহরের যানজটের কারণের মধ্যে আছে দীর্ঘ সময় ধরে উড়াল সেতু নির্মাণও৷ উড়াল সেতু নির্মাণ সামগ্রী ফেলে রাখা হচ্ছে সড়কের বেশিরভাগ জায়গায়৷ ফলে তৈরি হচ্ছে যানজট৷ তাছাড়া এ সব উড়াল সেতু নির্মাণে সঠিক পরিকল্পনারও অভাব আছে বাংলাদেশে৷
ছবি: DW/M. Mamun
বাঁধ সাধলো রেল ক্রসিং
ঢাকা শহরের প্রাণকেন্দ্রেই আছে কমপক্ষে ২০টি রেল ক্রসিং৷ এ সব ক্রসিং থেকে দিনে কমপক্ষে ৭০টিরও বেশি রেলগাড়ি চলাচল করে৷ এক হিসেব মতে, এই ক্রসিংগুলোর কারণে দিনে প্রায় ছয় ঘণ্টা যানবাহন আটকে থাকে ঢাকায়৷
ছবি: DW/M. Mamun
ডাস্টবিনের কারণেও যানজট
ঢাকা শহরের বেশিরভাগ ডাস্টবিনই সড়কের ওপরে৷ এ সব ডাস্টবিনে উপচে পড়া ময়লা আবর্জনা সড়কের ওপরেও ছড়িয়ে পড়ে৷ ফলে সেসব জায়গায় স্লথ গতিতে চলে যানবাহন৷ তাছাড়া রাতেরবেলা ময়লা আবর্জনা পরিষ্কারের নিয়ম থাকলেও তা মানা হয় না৷ যত্রতত্র এ সব ডাস্টবিনের কারণেও যানজটের সৃষ্টি হয় মহানগরীতে৷
ছবি: DW/M. Mamun
12 ছবি1 | 12
যানজট কমাতে সাইকেলে বা খানিকটা হেঁটে কর্মস্থলে যাওয়া যেতে পারে৷ পাঠক মিজানুর রহমানের কাছে পরামর্শটি পছন্দ হলেও ঢাকার রাস্তায় তা অত সহজ নয়, বলেছেন তিনি৷ তাঁর ভাষায়, ‘‘সাইকেলের জন্য আলাদা রাস্তা চাই...৷''
বন্ধু চন্দন সোমও মিজানুর রহমানের সাথে একমত৷ আর কবির খানের প্রশ্ন, ‘‘হাঁটার রাস্তা কই?''
‘‘সবাই যদি হাঁটি তাহলে হাঁটাতেও জ্যামে পড়তে হবে৷'' একটু রসিয়ে এই মন্তব্য করছেন ডয়চে ভেলের ফেসবুকে পাঠক কামাল হোসেন৷