1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জোকোভিচ বিয়েও করবেন

২৫ ডিসেম্বর ২০১৩

বয়স ৩৩ হবে রজার ফেদারারের৷ ইনজুরি কাটিয়ে ফেরা নাদাল আর সেরার আসন ফিরে পেতে মরিয়া জোকোভিচ, মারের পাশে অনেকটাই অনুজ্জ্বল দেখাচ্ছে তাঁকে৷ মেয়েদের টেনিসে নতুন বছর সম্ভবত সাফল্য দিয়েই শুরু করবেন সেরেনা৷

Finale der Tennis-WM in London (Novak Djokovic)
ছবি: Getty Images

২০১৩ সাল অনেক দিয়েছে সেরেনা উইলিয়ামসকে৷ এ বছর যু্ক্তরাষ্ট্রের এই খেলোয়াড় হয়েছেন ব়্যাংকিংয়ের সবচেয়ে বেশি বয়সি বিশ্বসেরা৷ আগামী বছর ফেদারারের মতো তাঁর বয়সও হবে ৩৩৷ কিন্তু এ বয়সেও মেয়েদের টেনিস সার্কিটে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন তিনি৷ এ বছর ফ্রেঞ্চ আর ইউএস ওপেন জেতায় ক্যারিয়ারে সেরেনার মোট গ্র্যান্ড স্লাম একক শিরোপা সংখ্যা সতেরোতে ঠেকেছে৷ জার্মানির স্টেফি গ্রাফকে পেছনে ফেলে উন্মুক্ত যুগের সফলতম মহিলা খেলোয়াড় হতে আর ৫টি মাত্র ট্রফি চাই তাঁর৷ পুরো বছরে ৭৮টি ম্যাচ জিতে হেরেছেন মাত্র চারটিতে৷ ভিক্টোরিয়া আজারেঙ্কা, মারিয়া শারাপোভাদের যে এবারও সেরেনাকে সামলাতে হিমশিম খেতে হবে তাতে কোনো সন্দেহ নেই৷

২০১৩ সাল অনেক দিয়েছে সেরেনা উইলিয়ামসকেছবি: picture-alliance/dpa

বয়স সেরেনার কাছাকাছি হলেও পুরুষদের টেনিসে রজার ফেদারারকে আবার পড়তে হবে উল্টো পরিস্থিতিতে৷ রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ এবং অ্যান্ডি মারের বিপক্ষে বিদায়ী বছরটিতে একেবারেই সুবিধা করতে পারেননি৷ সবচেয়ে বেশি ১৭টি গ্র্যান্ড স্লাম একক শিরোপাজয়ী এই সুইস তারকা এ বছর একটা গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টেরও ফাইনালে উঠতে পারেননি৷ গত ১১ বছরে এই প্রথম এমন ব্যর্থতা দেখালেন ফেদারার৷

ফেদারারের ব্যর্থতার বড় কারণ তাঁর বয়স নয়, বরং নাদাল, জোকোভিচ আর মারের দুর্দান্ত ফর্ম৷ ইনজুরি কাটিয়ে এ বছর ফ্রেঞ্চ ওপেন এবং ইউএস ওপেনসহ ১০টি শিরোপা জিতেছেন নাদাল৷ ফলে এখন তাঁর ঝুলিতে মোট ১৩ টি গ্র্যান্ড স্লাম শিরোপা৷ বিশ্বসেরা নাদালের এমন দাপটের সময়ে ইনজুরিও হানা দেয়ায় এ বছর ব়্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন নোভাক জোকোভিচ৷ ক্যারিয়ারের ছয়টি গ্র্যান্ড স্লাম শিরোপার সঙ্গে নতুন নতুন সাফল্য যোগ করে শীর্ষে ফেরার জন্য জার্মানির বরিস বেকারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি৷

অ্যান্ডি মারে উইম্বলডনে ব্রিটেনের দীর্ঘ শিরোপা খরার অবসান ঘটালেও সাফল্যের ধারাবাহিকতা এখনো পাননি৷ তিনিও লড়ছেন পিঠের চোটের সঙ্গে৷ পুরুষদের টেনিসে নাদাল, জোকোভিচ, মারে, ফেদারার নতুন বছরেও লড়বেন শ্রেষ্ঠত্বের জন্য৷ নতুন বছরে নতুন কিছু করবেন শুধু নোভাক জোকোভিচ৷ গত সেপ্টেম্বরে বান্ধবী ইয়েলেনা রিসটিচের সঙ্গে বাগদান সেরেছেন, নতুন বছরে বিয়েটাও সেরে নিতে চান৷

এসিবি/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ