1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ই-মেলের ওপর নজর রাখছে ইয়াহু

৫ অক্টোবর ২০১৬

মিডিয়া রিপোর্ট অনুযায়ী ইয়াহু মার্কিন গোয়েন্দা বিভাগের হয়ে লক্ষ-কোটি ইমেল স্ক্যান করেছে৷ ঘটনাটি ২০১৫ সালে ঘটেছে বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে৷

ইয়াহু
ছবি: picture-alliance/dpa

দৃশ্যত মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা যে সব শব্দসমষ্টি, সংখ্যা ও অক্ষরের ফিরিস্তি দিয়েছিলেন, ইয়াহু তার গ্রাহকদের ই-মেলে তার খোঁজ করার জন্য একটি প্রোগ্রাম সৃষ্টি করে৷ ইয়াহুর তিনজন সাবেক কর্মচারী ও এক অজ্ঞাত ব্যক্তি রয়টার্সকে বলেন যে, এভাবে কোটি কোটি ই-মেল অ্যাকাউন্টে আড়ি পাতা হয়ে থাকতে পারে৷ খবরটা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি৷

ইয়াহু মঙ্গলবার প্রকাশিত হওয়া খবরটির সত্যতা অস্বীকার করেনি৷ কোম্পানির বিবৃতিতে শুধু বলা হয়েছে, ইয়াহু ‘‘মার্কিন যুক্তরাষ্ট্রের আইন মেনে চলে''৷ রয়টার্সের সূত্ররা বলেছেন যে, ইয়াহুর সিইও মারিসা মায়ার ও কোম্পানির কৌঁসুলি রন বেল যে কোম্পানির সিকিউরিটি টিমকে এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট করেননি, সে ব্যাপারে কিছু কিছু কর্মচারী প্রতিবাদ জানিয়েছিলেন৷ বরং ইয়াহু তার ই-মেল ইঞ্জিনিয়ারদের একটি প্রোগ্রাম লিখতে বলে, যা মার্কিন গোয়েন্দা সংস্থার নির্দিষ্ট অক্ষর সমষ্টি সম্বলিত ই-মেলগুলিকে রিমোট রিট্রিভ্যালের জন্য আলাদা করে রাখবে৷

ইয়াহুর সিকিউরিটি টিম ২০১৫ সালের মে মাসে প্রোগ্রামটি আবিষ্কার করে৷ কর্মচারীরা গোড়ায় ভেবেছিলেন যে, হ্যাকাররা হ্যাক করেছে৷ ই-মেলে নজর রাখা নিয়ে নাকি সিইও মায়ার ও সিকিউরিটি প্রধান অ্যালেক্স স্ট্যামোসের মধ্যে মনোমালিন্যও হয়৷ স্ট্যামোস নাকি বলেছিলেন যে, হ্যাকাররা ই-মেলগুলির সুযোগ গ্রহণ করতে পারে৷ স্ট্যামোস ইয়াহু ছেড়ে ফেসবুকে যোগ দেন ২০১৫ সালের জুন মাসে৷

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এখনই কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে৷ এনএসএ অনুরূপভাবে নীরব৷ মার্কিন ফরেন ইন্টেলিজেন্স সার্ভেইল্যান্স অ্যাক্ট বা ফিসায় ২০০৮ সালে যে সংশোধন সংযোজিত হয়, তা অনুযায়ী সরকারি গোয়েন্দা সংস্থাগুলি মার্কিন টেলিফোন ও সেবাদাতাদের বিশেষ বিশেষ ক্ষেত্রে তাদের গ্রাহকদের তথ্য সরবরাহ করতে বলতে পারে৷ ২০১৩ সালে হুইসেলব্লোয়ার অ্যাডওয়ার্ড জয়ী স্নোডেন এই মার্কিন ‘সার্ভেইল্যান্স' বা আড়ি পাতা সম্পর্কে নানা তথ্য ফাঁস করার পর মার্কিন কর্তৃপক্ষ তাদের কিছু কিছু নজরদারি প্রোগ্রাম কমিয়ে আনতে বাধ্য হয়৷ তবে টেক কোম্পানিরা যেমন এনক্রিপশন বাড়াচ্ছে, সেই অনুপাতে সরকারি তরফে তথ্য প্রদানের নির্দেশ বাড়তে পারে বলে পর্যবেক্ষকদের আশঙ্কা৷ ইয়াহুর আড়ি পাতার খবর ফাঁস হওয়ার পর স্নোডেনের টুইটটি অনুধাবনযোগ্য৷

বারাক ওবামা বার্লিনে সাংবাদিকদের বলেন যে, এনএসএ সাধারণ মানুষের ই-মেল ঘেঁটে দেখছে না - এই ছিল ব্রিটিশ ‘দ্য গার্ডিয়ান' পত্রিকার খবর৷ মঙ্গলবারের তারিখে স্নোডেনের টুইট: ‘কেউ কি প্রেসিডেন্টকে আজকের খবরটা পড়ে দেখতে বলেতে পারেন?'

এসি/এসিবি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ