1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবার মুখে মুখে ‘বন্ধু তুই লোকাল বাস'

৭ সেপ্টেম্বর ২০১৬

লোকাল বাসে চড়েছেন? বাসে তোলার জন্য কন্ডাক্টরের সে কী খাতির! কিন্তু বাসে উঠতেই খাতির কমতে থাকে৷ নামার সময় ঘাড় ধাক্বা না হলেও একটা ধাক্কা অন্তত জোটেই অনেকের৷ মমতাজ বললেন, কারো কারো প্রেমও নাকি লোকাল বাসের মতো....

গায়িকা মমতাজ
ছবি: bdnews24.com

বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পী মমতাজ অবশ্য কথাগুলো বলেছেন সুরে সুরে৷ গত রমজানের ঈদেই বাজারে এসেছে তাঁর ‘লোকাল বাস' শিরোনামের গানের অডিও সিডি৷ তবে গানটি গানচিল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় গত ২ সেপ্টেম্বর৷ তারপর থেকেই গানটি একেবারে সুপারহিট৷ সবার মুখে মুখে ফিরছে এখন ‘বন্ধু তুই লোকাল বাস৷'

গানের শুরুতেই আছে লোকাল বাসে চড়ার তিক্ত অভিজ্ঞতার কথা, ‘‘বন্ধু তুই লোকাল বাস, ও বন্ধু তুই লোকাল বাস/আদর কইরা ঘরে তোলস, ঘাড় ধইরা নামাস৷''

খুব তাড়াতাড়ি তুমুল জনপ্রিয় হয়ে ওঠা গানটির কথা লিখেছেন লুৎফর হাসান ও গোলাম রাব্বানী৷ সুরারোপও করেছেন লুৎফর হাসান৷ সংগীতায়োজনে ছিলেন প্রিতম হাসান৷ তিন তরুণের সমন্বিত প্রয়াসকে সার্থকতা দিয়েছেন শিল্পী মমতাজ৷ আর মমতাজের সুরেলা, হাস্যোজ্জ্বল উপস্থিতিকে আনন্দময় করেছে র‍্যাপার শাফায়াত হোসেন, মডেল টয়া ও অন্যান্যদের পারফরম্যান্স৷ ‘বন্ধু তুই লোকাল বাস' আসলে হাসি-নাচে-গানে জীবনেরই কথা তুলে ধরেছে৷ শুধু লোকাল বাস কেন, নিষ্ঠুর স্বার্থপরতা, ছলনা, কপটতা তো জীবনের পলে পলে প্রায় প্রতিদিনই কোনো-না-কোনোভাবে আমরা দেখতে পাই৷

‘বন্ধু তুই লোকাল বাস'-গানের ভিডিওটি ইউটিউবে মাত্র পাঁচ দিনেই দেখা হয়েছে ৬ লক্ষ ৪০ হাজার বার৷

এসিবি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ