1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়': ডা. দীপু মনি

১৬ সেপ্টেম্বর ২০১১

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বুধবার বার্লিনে জার্মান উদ্যোক্তাদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আরো বেশি এগিয়ে আসার আহ্বান জানান৷ ডয়চে ভেলের কাছে পররাষ্ট্রনীতির নানা দিকের ওপর আলোকপাত করেন তিনি৷

বার্লিনে ডা. দীপু মনিছবি: DW

দু'বছর আটমাস হলো ডা.দীপু মনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন৷ নানা আন্তর্জাতিক ফোরামে উপস্থিত হচ্ছেন৷ এইতো জার্মানির হামবুর্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক ট্রাইবুনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন তিনি৷ চল্লিশ বছর পেরিয়ে যাওয়া বাংলাদেশের পররাষ্ট্রনীতির দিক নির্দেশনাটি ঠিক কীরকম? দীপু মনির উত্তর: ‘‘আমাদের পররাষ্ট্রনীতির যে মূল সুর আমরা বলি, সেটাতো আমাদের জাতির পিতাই বলেছিলেন যে ‘সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়'৷

(বাম থেকে) বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলার এম আবদুর রাউফ, পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু মনি ও জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নানছবি: DW

 সকলের সঙ্গে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক, সৌহার্দ্র বজায় রাখার ওপর জোর দিলেন তিনি৷ প্রসঙ্গত বাংলাদেশের সংবিধানের ২৫ অনুচ্ছেদে এসংক্রান্ত নির্দেশনার কথাও উল্লেখ করেন তিনি৷ বললেন, বাংলাদেশের জন্য তার ভৌগলিক অবস্থানকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন৷একই সঙ্গে দেশের বিপুল জনসংখ্যাকে প্রকৃত জনশক্তি করে তোলাও জরুরি৷ 

দীপু মনি বলেন, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশ দেশের ভিতরে যেমন শান্তি বজায় রাখতে চায়, তেমনি বিশ্বে শান্তি নিশ্চিত করতেও তার ভূমিকা রাখতে আগ্রহী৷ চীন ও ভারত - দুটি দেশের সঙ্গেই বাংলাদেশের সুসম্পর্ক৷ বিশ্বমঞ্চে দুই দেশেরই অবস্থান গুরুত্ব পাচ্ছে - বিশেষ করে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে৷ সাক্ষাৎ প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক রক্ষা কী চীনের সঙ্গে সম্পর্কের ওপর কোন প্রভাব রাখতে পারে? না, জানালেন দীপু মনি৷ দুটি দেশের সাথেই বাংলাদেশের সম্পর্ক তার নির্দিষ্ট পথ ধরেই এগিয়ে চলেছে৷ একটির কারণে আর এক বন্ধুত্বের ওপর চাপ সৃষ্টি হবার কোন কারণ নেই৷ তিনি বলেন, ভারত চীন দুটি দেশের সাথেই বাংলাদেশের সম্পর্ক খুব স্বাভাবিক স্বচ্ছন্দ গতিতেই এগিয়ে যাচ্ছে৷

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সক্রিয় সাহায্য ও সমর্থনের কথা সেদেশের মানুষের অজানা নয়৷ তবে একটি স্বার্থান্বেষী মহল সম্পূর্ণ সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে ভারতবিরোধিতাকে কাজে লাগিয়ে আসছে, মনে করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি৷ তবে সাধারণ মানুষ তাতে আর বিভ্রান্ত হচ্ছেনা বলেই তিনি মনে করেন৷ 

বার্লিনে ডা. দীপু মনির সঙ্গে কথা বলছেন আবদুল্লাহ আল-ফারূকছবি: DW

টিউনিসিয়া, মিসর ও লিবিয়ায় সাম্প্রতিক গণ অভ্যুত্থানের ফলে স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে৷ বাংলাদেশের অবস্থান এক্ষেত্রে কীরকম? তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই'এ সমর্থন রয়েছে বাংলাদেশের৷ তবে সেখানকার পরিস্থিতির সঠিক মূল্যায়ণ করার সময় এখনও আসেনি বলে তিনি মনে করেন৷ স্বৈরাচার অবসানের পর যে শূণ্যতার সৃষ্টি হয়েছে সেখানে, সেটা কীভাবে পূরণ হবে সেটাও দেখার বিষয় বলে তিনি উল্লেখ করেন৷ 

জার্মানির সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করলেন দীপু মনি৷ এই সম্পর্ক উত্তরোত্তর আরো জোরদার হবে বলেই তিনি মনে করেন৷ কিন্তু বিনিয়োগ বান্ধব পরিকাঠামো কতটুকু সরবরাহ করতে পারছে বাংলাদেশ? পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গ্যাস, বিদ্যুৎ, পরিবহণের মত পরিকাঠামোর ক্ষেত্রে বিগত সরকারের আমলের নিষ্ক্রিয়তার কথা উল্লেখ করেন৷ তবে বর্তমানে এইসব খাতে কাজ এগিয়ে চলেছে৷ আগামীতে বিনিয়োগের পরিবেশ বাংলাদেশে আরো উন্নত হবে বলেই তিনি মনে করেন৷ 

প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ