1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুর সবুজ নেই, নেই নীল আকাশ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৫ জুলাই ২০১৬

বাংলাদেশের শিশুরা ঝুঁকির মুখে আছে৷ শিশুদের বেড়ে ওঠার সঠিক পরিবেশ নিশ্চিত না হওয়ায় তারা শুরুতেই নানা মানসিক সমস্যার মুখোমুখি হচ্ছে৷ তাই কখনো কখনো তারা অবসাদ ও হতাশা থেকে ঝুঁকিপূর্ণ জীবনেও প্রবেশ করে৷

বাংলাদেশের একটি শিশু
ছবি: picture alliance/ZUMA Press

তাদের খেলার মাঠের জায়গা নিয়েছে এখন তথাকথিত ‘প্লে-জোন'৷ নীল আকাশ তারা দেখে না৷ ক্রিকেট, ফুটবল নয় তারা আসক্ত ভার্চুয়াল গেমে৷ সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশে বেড়ে উঠছে এখানকার শিশুরা৷

রাজশাহী মহানগরীর উপকন্ঠ কাটাখালী পৌর এলাকায় মাসকাটাদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়৷ এই স্কুলের শিক্ষার্থীদের জন্য স্কুলের সামনেই রয়েছে সবুজ মাঠ৷ কিন্তু সেই মাঠ দখল করে এখন বসানো হয়েছে হাট৷ খেলা তো দূরের কথা, হাটের হৈ চৈ আর সোরগোলে শিক্ষার্থীদের পড়াশুনা করাও কঠিন হয়ে পড়েছে৷

স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আবদুর রউফ জানায়, ‘‘আমাদের স্কুলের খেলার মাঠ দখল করে হাট বসানো হয়েছে৷ সবসময় হৈচৈ হয়৷ আমরা ঠিকমতো পড়তে পারি না৷ মাঠে ইট, লাঠি পোঁতার কারণে খেলতে গেলে পা মচকে যায়৷ বারান্দায় লোহার গ্রিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে৷ স্কুলে এলে আর বাইরে যেতে পারি না৷ টিফিনেও আমরা মাঠে গিয়ে খেলতে পারি না৷''

ওয়াহিদা বানুর সাক্ষাৎকার

This browser does not support the audio element.

এ প্রসঙ্গে সোনিয়া শারমিন নামে এক অভিভাবক বলেন, ‘‘বাচ্চারা তো লেখাপড়া আর খেলাধুলার মধ্য দিয়ে শিখবে৷ স্কুলের মাঠে সবজির হাট বসানো হয়৷ হাটের কারণে শিশুদের লেখাপড়া ভালো হয় না৷ হাটের কারণে শিশুরা খেলাধুলার মতো বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে৷''

ঢাকায় ৪ হাজার ২০০ শিশুকে নিয়ে পরিচালিত এক জরিপে দেখা যায় শিশুদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার পরিবশ নেই এখানে৷ জরিপে অংশ নেয়া ৮৩ শতাংশ শিশু বলেছে, তারা চায় এলাকায় একটি খেলার মাঠ হোক৷ ৭৩ শতাংশ শিশু বলেছে, তারা চায় এলাকায় সাংস্কৃতিক সংগঠন গড়ে উঠুক৷ ৭৬ শতাংশ শিশু বলেছে, এলাকায় শিশুপার্ক গড়ে তোলা হোক, ৬৭ শতাংশ শরীরচর্চাকেন্দ্র, ৩ শতাংশ পাঠাগার ও ২ শতাংশ চিড়িয়াখানা গড়ে তোলার কথা বলেছে৷

আরেক গবেষণা প্রতিবেদনেও ভয়াবহ চিত্র পাওয়া গেছে৷ তাতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর ৬৪ শতাংশ স্কুলে খেলাধুলার কোনো ক্লাসই নেয়া হয় না৷ বেশিরভাগ স্কুলেই খেলার মাঠ নাই৷ ৬৭ শতাংশ শিশুর বাড়ির কাছাকাছি খেলাধুলা করার কোনো সুযোগ নেই৷ ৩৭ শতাংশ শিশু ঘরের মধ্যে খেলাধুলা করে, ২৯ শতাংশ শিশু কোনো খেলাধুলাই করে না এবং ৪৭ শতাংশ শিশু দিনে গড়ে ৩ ঘন্টা বা তার চেয়ে বেশি সময় টেলিভিশন দেখে কাটায়৷ প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘এর ফলে নানারকম শারীরিক সমস্যার পাশাপাশি শিশুরা নানা মানসিক সমস্যায়ও পড়ছে৷ তারা আত্মকেন্দ্রিক, অসহনশীল ও অসামাজিক হয়ে পড়ছে৷''

শিশুরা, বিশেষ করে শহুরে শিশুরা এখন তাই গৃহবন্দি সময় কাটায়৷ তাদের বিনোদন বলতে এখন কম্পিউটার গেম, মেবাইল ফোন গেম বা টিভি দেখা৷ ব্যাট বলের পরিবর্তে হাতে থাকে ট্যাব৷ তারা সবুজ মাঠ এখন দেখে ভার্চুয়াল জগতে৷ খেলাধুলাও সেখোনে৷

অভিভাবকরাও এত ব্যস্ত যে শিশুদের সময়ই দেননা৷ কর্মজীবী মা-বাবা শিশু দেখাশোনার ভার ছেড়ে দিয়েছেন গৃহকর্মী বা আয়াদের ওপর৷ আকাশ না দেখা শিশু বড় হচ্ছে ঘরের কোণে একাকি৷

ঢাকার ৯৫ ভাগ স্কুলে কোনো খেলার মাঠ নেই৷ কাগজে-কলমে রাজধানীতে সিটি করপোরেশনের মোট ৫৪টি পার্ক ও ২৫টি খেলার মাঠ রয়েছে৷ কিন্তু বাস্তবে এগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া ভার৷

মাঠের অভাবের সুযোগে ঢাকায় গড়ে উঠেছে কিছু প্লে জোন নামের ভার্চুয়াল গেমের কর্নার৷ ফার্স্ট ফুডের দোকানের সঙ্গেই এগুলোর অবস্থান৷ সেই সব প্লে-জোনে ভার্চুয়াল জগতে শিশুদের বন্দুক চালানো বা কার ড্রাইভিংয়ের মতো গেমস-এ অভ্যস্ত করা হচ্ছে৷ এমন অনেক গেম আছে যা শিশুদের উপযোগীই নয়৷ শহুরে শিশুরা জাংক ফুডের সাথে গিলছে অদ্ভুত সব ভার্চুয়াল গেম৷ তৈরি হচ্ছে ব্যস্ত পৃথিবীর অনুপযোগী প্রজন্ম৷

একদিকে শিশুর যেমন খেলার মাঠ নেই, নেই হাত-পা ছুড়ে বেড়ানোর জায়গা, অন্যদিকে এই শিশুই হচ্ছে নানা নির্মমতার শিকার৷ বাংলাদেশের ৮০ ভাগ শিশুই শারীরিক শাস্তির শিকার হচ্ছে৷ তারা শিক্ষা প্রতিষ্ঠান অথবা নিজেদের বাড়িতে এই শাস্তির শিকার হয়৷

বাংলাদেশে শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান এবং বাড়িতে শারীরিক শাস্তি নিয়ে ইউএনডিপি ২০১৩ সালে একটি জরিপ পরিচালনা করে৷ সাক্ষাত্‍কার ভিত্তিক সেই জরিপে দেখা যায়৷ প্রতি ১০ জন শিশুর মধ্যে ৯ জন জানিয়েছে যে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তির শিকার হয়েছে৷ আর প্রতি ১০ জনের মধ্যে ৭ জন শিশু জানায় যে তারা বাড়িতে অভিবাকদের হাতে শারীরিক শাস্তি পেয়ে থাকে৷

ইউনিসেফের জরিপ বলছে, ২০১০ সাল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে শতকরা ৯১ ভাগ এবং বাড়িতে শতকরা ৭১ ভাগ শিশু শারীরিক শাস্তির শিকার৷ জরিপে বলা হয়, বাংলাদেশের স্কুলগুলোতে বেত বা লাঠির ব্যাপক ব্যবহার রয়েছে এবং ৮৭ দশমিক ৬ শতাংশ ছাত্র এই বেত বা লাঠির শিকার হয়৷

বাংলাদেশ শিশু অধিকার ফোরাম শিশুদের অধিকার ও পুনর্বাসন নিয়ে কাজ করে এরকম ২৬৭টি সংগঠনের একটি নেটওয়ার্ক৷ তাদের হিসাব অনুযায়ী, গত বছরের প্রথম ১০ মাসে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে দুই হাজারেরও বেশি শিশু৷ ২০১৪ সালে এই সংখ্যা ২ হাজার ১৯৭ এবং ২০১৩ সালে ১ হাজার ১১৩ জন ছিল৷

হেলালউদ্দিনের সাক্ষাৎকার

This browser does not support the audio element.

শিশুদের অধিকার নিয়ে কাজ করা বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘অপরাজেয় বাংলাদেশ'-এর প্রধান ওয়াহিদা বানু ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাংলাদেশের পরিবেশকে মোটেই শিশুবান্ধব বলা চলেনা৷ এখানে শিশুদের অধিকার এবং তাদের সুরক্ষা ও বিকাশের জন্য ভালো ভালো আইন আছে, কিন্তু বাস্তবে তার কোনো প্রয়োগ নাই৷ শিশুরা সবাই একই শ্রেণির নয়৷ এখানে কর্মজীবী শিশু আছে, পথ শিশু আছে, গৃহকর্মী শিশু আছে, ঝঁকিপুর্ণ কাজে নিয়োজিত শিশু আছে৷ রয়েছে আটিস্টিক শিশুও৷ কোনো শিশুর সুরক্ষা এবং বিকাশের জন্য কী প্রয়োজন আমরা তা সুনির্দিষ্ট করতে পারিনি৷''

তিনি আরো বলেন, ‘‘শিশুর বিকাশের জন্য যে পরিবেশ এবং পারিবারিক ও সামাজিক আবহ দরকার তার যেমন অভাব, তেমনি শিশুর প্রতি নির্মমতাও সব শ্রেণির মধ্যেই দেখা যায়৷''

জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিউটের শিশু বর্ধন ও পারিবারিক সম্পর্ক বিভাগের প্রধান ডা. হেলাল উদ্দিন ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের এখানে প্যারেন্টিং বিষয়টিই এখনো গড়ে ওঠেনি৷ আর পারিবারের বাইরের পরিবেশ তো শিশুর জন্য আরো ভয়াবহ৷ তার খেলার মাঠ নেই, বিনোদনের জায়গা নেই, বেড়ে ওঠার পরিবেশ নেই৷''

ডা. হেলাল উদ্দিন বলেন, ‘‘এ কারণে শিশু কম্পিউটার, ভিডিও বা মোবাইল গেম খেলে সময় কাটায় ৷ টিভি দেখে৷ ফলে যা হচ্ছে, তা হলো শিশু একাকিত্বে ভুগতে ভুগতে নিজের একটা নির্জন জগৎ তৈরি করে৷ অসামাজিক হয়ে যায়৷ মিশতে পারে না৷ বাস্তব পরিবেবেশে অসহায় বোধ করে৷''

ডা. হেলাল আরো বলেন, ‘‘আমরা এখন প্রচুর শিশু পাচ্ছি, যারা মানসিকভাবে অবসাদগ্রস্ত৷ এ সব শিশু কিশোররা পরবর্তীতে ঝুঁকিপূর্ণ জীবনে প্রবেশ করতে পারে৷''

আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ