1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবুজ হাইড্রোজেন খাতে চীনা প্রভাব কমাতে চায় ইউরোপ

১১ আগস্ট ২০২৫

পরিবেশ রক্ষা এখন একটি বড় ব্যবসা হয়ে উঠেছে৷ এটি নিয়ে ইইউ এবং চীনের মধ্যে প্রতিযোগিতা দেখা যাচ্ছে৷

সবুজ জ্বালানি হিসেবে হাইড্রোজেন গ্যাস ব্যবহৃত হচ্ছে
পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনে মননোনিবেশ করছে বিশ্বের অনেক দেশ৷ ফাইল ফটোছবি: Miroslav Chaloupka/CTK/dpa/picture alliance

যেমন, ইলেক্ট্রোলাইজার যন্ত্র তৈরিতে অনেক এগিয়ে আছে চীন৷ তবে ইউরোপেও এটি নির্মিত হচ্ছে৷

এই যন্ত্র তৈরি করা ইউরোপীয় কোম্পানিগুলোকে চীনের প্রভাব থেকে বাঁচাতে আইন তৈরি করেছে ইউরোপ৷

বেলজিয়ামের জন ককরিল কারখানায় ইলেক্ট্রোলাইজার তৈরি হয়৷ এটি এমন এক মেশিন যেটা বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে পানিতে থাকা হাইড্রোজেন ও অক্সিজেনকে আলাদা করে৷

প্রক্রিয়াটি শুনতে অনেক সহজ মনে হলেও এটি একটি শ্রমসাধ্য কাজ, যার মধ্যে প্রকৌশলের কিছু গোপন কৌশল জড়িয়ে আছে৷

ইলেক্ট্রোলাইজার মেশিনগুলোকে নবায়নযোগ্য শক্তিতে চালানোর পরিকল্পনা করা হচ্ছে৷ এসব মেশিন দিয়ে পানিকে এমন জ্বালানিতে রূপান্তরিত করা হবে যা অ্যামোনিয়া এবং ইস্পাত উৎপাদনে ব্যবহৃত হয়৷ এই কাজে বর্তমানে প্রচুর দূষণ তৈরি হয়৷ সম্ভব হলে ভারী পণ্য পরিবহণেও কাজে লাগানোর ইচ্ছা আছে৷

ইউরোপে ইলেক্ট্রোলাইজার দিয়ে যখন ভালো ব্যবসার সুযোগ তৈরি হচ্ছে তখন ইউরোপীয় নির্মাতারা চীনের কাছ থেকে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছেন৷ কারণ, বিশ্বের চাহিদার অর্ধেকেরও বেশি ইলেক্ট্রোলাইজার তৈরি করে চীন৷

ব্যাটারি, ফটোভোলটেইক এবং ইলেক্ট্রিক গাড়ির পর চীনের নতুন জ্বালানি খাতের চতুর্থ প্রধান রপ্তানি পণ্য হয়ে উঠতে পারে হাইড্রোজেন ইলেক্ট্রোলাইজার৷ চীন থেকে আমদানি করা ইলেক্ট্রোলাইজারের উপর ইউরোপীয় ইউনিয়নের অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ার মারাত্মক ঝুঁকি রয়েছে, যা আদতে ইইউর সাপ্লাই নিরাপত্তাকে বিপন্ন করতে পারে৷

সবুজ জ্বালানির প্রযুক্তি নির্মাণ প্রতিযোগিতায় চীন-ইউরোপ

03:14

This browser does not support the video element.

চীনের তৈরি সবুজ প্রযুক্তি এবং ইলেক্ট্রোলাইজারসহ অন্যান্য পণ্যে যেন ইউরোপের বাজার ভরে যেতে না পারে সেজন্য ইইউ তার নতুন ‘নেট জিরো ইন্ডাস্ট্রি অ্যাক্ট'এ একটি বিশেষ মানদণ্ড চালু করেছে৷

এর মানে হলো ইইউ যখন তহবিল বরাদ্দ করে, তখন সবচেয়ে সস্তা দরপত্র জমা দেওয়া কোম্পানি- যা প্রায়শই চীনের হয়ে থাকে- যে সবসময় কাজ পাবে তা নিশ্চিত থাকবে না৷

ইইউ বলেছে, যেসব হাইড্রোজেন প্রকল্পে ২৫ ভাগের বেশি চীনের তৈরি ইলেক্ট্রোলাইজার ব্যবহারের প্রস্তাব করা হবে সেগুলো আর্থিক সহায়তার জন্য বিবেচিত হবে না৷

এর মাধ্যমে কৌশলগত খাতসমূহের সাপ্লাই চেনে বৈচিত্র্য আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে ইইউ৷

ইইউর অভ্যন্তরীণ বাজার এবং প্রতিযোগিতা বিষয়ক মুখপাত্র লেয়া জুবের বলেন, ‘‘আমরা এটা করতে পারি না যে, আমরা সরবরাহ পেতে শুধু একটি একক উৎসের উপর সম্পূর্ণ নির্ভরশীল হবো৷ উৎসে বৈচিত্র্য আনার জন্যই এই সমস্ত নিয়ম করা হয়েছে৷''

বেলজিয়ামের জন ককরিলের সিইও ফ্রঁসোয়া মিশেল ইউরোপে ইলেক্ট্রোলাইজার তৈরির জন্য ইইউর এমন চাপকে স্বাগত জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘আপনি জানেন যে দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণসহ নানা কারণে আমাদের মানে ইউরোপের কোম্পানিগুলোকে প্রতিযোগিতামূলক হয়ে উঠতে হবে৷ অন্যান্য মহাদেশও একই কাজ করছে৷''

কিন্তু ইউরোপীয় শিল্প এবং ইউরোপীয় কোম্পানিগুলোকে সুরক্ষার জন্য ব্যবস্থা নেওয়া সত্ত্বেও বিশ্ব বাজারে আধিপত্য বিস্তার করছে চীন৷ এর কারণ, উচ্চ উৎপাদন ক্ষমতা এবং বিশাল সরকারি সাহায্য৷

আঁচল ভোহরা/জেডএইচ

জ্বালানি দেবে প্রাকৃতিক হাইড্রোজেন?

04:09

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ