সবুজ হাইড্রোজেন খাতে চীনা প্রভাব কমাতে চায় ইউরোপ
১১ আগস্ট ২০২৫
যেমন, ইলেক্ট্রোলাইজার যন্ত্র তৈরিতে অনেক এগিয়ে আছে চীন৷ তবে ইউরোপেও এটি নির্মিত হচ্ছে৷
এই যন্ত্র তৈরি করা ইউরোপীয় কোম্পানিগুলোকে চীনের প্রভাব থেকে বাঁচাতে আইন তৈরি করেছে ইউরোপ৷
বেলজিয়ামের জন ককরিল কারখানায় ইলেক্ট্রোলাইজার তৈরি হয়৷ এটি এমন এক মেশিন যেটা বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে পানিতে থাকা হাইড্রোজেন ও অক্সিজেনকে আলাদা করে৷
প্রক্রিয়াটি শুনতে অনেক সহজ মনে হলেও এটি একটি শ্রমসাধ্য কাজ, যার মধ্যে প্রকৌশলের কিছু গোপন কৌশল জড়িয়ে আছে৷
ইলেক্ট্রোলাইজার মেশিনগুলোকে নবায়নযোগ্য শক্তিতে চালানোর পরিকল্পনা করা হচ্ছে৷ এসব মেশিন দিয়ে পানিকে এমন জ্বালানিতে রূপান্তরিত করা হবে যা অ্যামোনিয়া এবং ইস্পাত উৎপাদনে ব্যবহৃত হয়৷ এই কাজে বর্তমানে প্রচুর দূষণ তৈরি হয়৷ সম্ভব হলে ভারী পণ্য পরিবহণেও কাজে লাগানোর ইচ্ছা আছে৷
ইউরোপে ইলেক্ট্রোলাইজার দিয়ে যখন ভালো ব্যবসার সুযোগ তৈরি হচ্ছে তখন ইউরোপীয় নির্মাতারা চীনের কাছ থেকে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছেন৷ কারণ, বিশ্বের চাহিদার অর্ধেকেরও বেশি ইলেক্ট্রোলাইজার তৈরি করে চীন৷
ব্যাটারি, ফটোভোলটেইক এবং ইলেক্ট্রিক গাড়ির পর চীনের নতুন জ্বালানি খাতের চতুর্থ প্রধান রপ্তানি পণ্য হয়ে উঠতে পারে হাইড্রোজেন ইলেক্ট্রোলাইজার৷ চীন থেকে আমদানি করা ইলেক্ট্রোলাইজারের উপর ইউরোপীয় ইউনিয়নের অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ার মারাত্মক ঝুঁকি রয়েছে, যা আদতে ইইউর সাপ্লাই নিরাপত্তাকে বিপন্ন করতে পারে৷
চীনের তৈরি সবুজ প্রযুক্তি এবং ইলেক্ট্রোলাইজারসহ অন্যান্য পণ্যে যেন ইউরোপের বাজার ভরে যেতে না পারে সেজন্য ইইউ তার নতুন ‘নেট জিরো ইন্ডাস্ট্রি অ্যাক্ট'এ একটি বিশেষ মানদণ্ড চালু করেছে৷
এর মানে হলো ইইউ যখন তহবিল বরাদ্দ করে, তখন সবচেয়ে সস্তা দরপত্র জমা দেওয়া কোম্পানি- যা প্রায়শই চীনের হয়ে থাকে- যে সবসময় কাজ পাবে তা নিশ্চিত থাকবে না৷
ইইউ বলেছে, যেসব হাইড্রোজেন প্রকল্পে ২৫ ভাগের বেশি চীনের তৈরি ইলেক্ট্রোলাইজার ব্যবহারের প্রস্তাব করা হবে সেগুলো আর্থিক সহায়তার জন্য বিবেচিত হবে না৷
এর মাধ্যমে কৌশলগত খাতসমূহের সাপ্লাই চেনে বৈচিত্র্য আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে ইইউ৷
ইইউর অভ্যন্তরীণ বাজার এবং প্রতিযোগিতা বিষয়ক মুখপাত্র লেয়া জুবের বলেন, ‘‘আমরা এটা করতে পারি না যে, আমরা সরবরাহ পেতে শুধু একটি একক উৎসের উপর সম্পূর্ণ নির্ভরশীল হবো৷ উৎসে বৈচিত্র্য আনার জন্যই এই সমস্ত নিয়ম করা হয়েছে৷''
বেলজিয়ামের জন ককরিলের সিইও ফ্রঁসোয়া মিশেল ইউরোপে ইলেক্ট্রোলাইজার তৈরির জন্য ইইউর এমন চাপকে স্বাগত জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘আপনি জানেন যে দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণসহ নানা কারণে আমাদের মানে ইউরোপের কোম্পানিগুলোকে প্রতিযোগিতামূলক হয়ে উঠতে হবে৷ অন্যান্য মহাদেশও একই কাজ করছে৷''
কিন্তু ইউরোপীয় শিল্প এবং ইউরোপীয় কোম্পানিগুলোকে সুরক্ষার জন্য ব্যবস্থা নেওয়া সত্ত্বেও বিশ্ব বাজারে আধিপত্য বিস্তার করছে চীন৷ এর কারণ, উচ্চ উৎপাদন ক্ষমতা এবং বিশাল সরকারি সাহায্য৷
আঁচল ভোহরা/জেডএইচ