1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১০ অক্টোবর ২০১৭

আইসক্রিম খেতেও যে ধৈর্য্যের পরীক্ষা দিতে হয় সেই শিক্ষাই এবার পেলেন বলিউড সুপারস্টার আমির খান৷ ফেসবুকের কল্যাণে এরইমধ্যে সেই পরীক্ষা দেখে ফেলেছেন ষাট লাখের বেশি মানুষ৷

ছবি: picture-alliance/AP Photo/R. Kakade

কে জানত জীবনে শেখার পুরস্কারও যে এমন সুস্বাদু হতে পারে! সম্প্রতি অভিনেতা আমির খান নিজেই এক ভিডিও প্রকাশ করেছেন যার শিরোনামে লিখেছেন, ‘সবুর কা ফল ইজ মিঠা' বা ধৈর্য্যের ফল সবসময়ই মিষ্টি হয়৷ এক আইসক্রিম বিক্রেতার কাছে এই ধৈর্য্যের পরীক্ষা দিতে হয় ‘দঙ্গল' সুপারস্টারকে৷

তুরস্কে গিয়ে এক তুর্কি দোকানে আইসক্রিম খেতে গিয়েছিলেন আমির খান৷ সেখানে যতবারই তিনি আইসক্রিমটি ধরতে যান ততবারই বিক্রেতা কোন এক ছলে তা সরিয়ে নেয়৷ বার বার বোকা হয়ে এক পর্যায়ে বেশ জোরেশোরেই হেসে ফেলেন আমির৷ তবে যথারীতি ধৈর্য্যচ্যুতি ঘটেনি মিস্টার পারফেক্টশনিস্টের৷ কারণ এখান থেকেও তো তিনি কিছু শিখলেন!

‘ধৈর্য্যের ফলাফল মধুর, ভালবাসি টার্কিশ আইসক্রিম' এই শিরোনামে গত ৭ অক্টোবর টুইটার ও ফেসবুকে ভিডিওপোস্ট করেন আমির৷ টুইটারে প্রায় এক লাখ ‘লাইক' আর ২০ হাজার রিটুইট হয়েছে৷ আর ফেসবুকে ৬০ লাখের বেশি মানুষ এরইমধ্যে দেখে ফেলেছেন ভিডিওটি৷

এএম/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ