সাবেক পর্ন তারকাকে মুখ বন্ধ রাখতে অর্থ দেওয়ার মামলার শুনানিতে আনা ৩৪টি অভিযোগে সবকটিতেই নিজেকে নির্দোষ দাবি করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷
বিজ্ঞাপন
মঙ্গলবার ম্যানহাটনের ফৌজদারি আদালতে শুনানি অনুষ্ঠিত হয়৷ আগামী ৪ ডিসেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য করে আদালত৷ পরবর্তী শুনানিতে ডনাল্ড ট্রাম্পকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়৷
তার আগে নিউ ইয়র্কে ম্যানহাটনের ফৌজদারি আদালতে হাজির হওয়ার পর আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেপ্তার দেখানো হয়৷
স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে আদালতে প্রবেশ করেন ট্রাম্প৷ আদালতে প্রায় এক ঘণ্টার মতো উপস্থিত ছিলেন তিনি৷ আর আদালত থেকে বেরিয়ে যাওয়ারা সময় তিনি সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি৷
সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুস দেওয়ার মামলায় আদালতে হাজিরা দিতে সোমবার নিউইয়র্ক শহরে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট৷
ফ্লোরিডা থেকে ব্যক্তিগত উড়োজাহাজে করে নিউইয়র্কে আসেন ট্রাম্প। বোয়িং ৭৫৭ মডেলের ওই উড়োজাহাজটিতে লেখা তার নামটি ছিল চোখে পড়ার মতো।
আড়াই ঘণ্টা পর সেটি নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণ করে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে নির্বাচনের আগে পর্নো স্টার স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার ঘুস দিয়েছিলেন ট্রাম্প৷ যৌন সম্পর্কের বিষটি গোপন রাখতেই এই তারকাকে ঘুস দিয়েছিলেন বলে অভিযোগ আসে৷ যদিও সেই পর্ন তারকার সাথে সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন ট্রাম্প৷
টাকার বিনিময়ে পর্ন তারকার সঙ্গে যৌন সম্পর্ক গোপন রাখার দায়ে গ্রেপ্তারও হতে পারেন তিনি৷ তাতে ধাক্কা খেতে পারে আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার স্বপ্ন৷ ডনাল্ড ট্রাম্প এমন পরিস্থিতিতেই শুরু করলেন নির্বাচনি প্রচার৷
ছবি: Evan Vucci/AP/picture alliance
প্রথম নির্বাচনি সমাবেশে ট্রাম্প
সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক ছিল তার এবং সেই সম্পর্ক গোপন রাখার জন্য স্টর্মিকে মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন- এ অভিযোগ প্রমাণিত হলে ডনাল্ড ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রথম সাবেক প্রেসিডেন্ট৷ অভিযোগ প্রমাণিত হলে তাকে গ্রেপ্তার করা হতে পারে৷ এমন সময়েই ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে প্রচারে নেমে পড়েছেন ট্রাম্প৷
ছবি: Leah Millis/REUTERS
টেড নুজেন্টের গান
টেক্সাসের ওয়াকোতে ট্রাম্পের এ সভায় রক তারকা টেড নুজেন্টও ছিলেন৷ ওপরের ছবিতে ট্রাম্পের সভায় সংগীত পরিবেশনরত নুজেন্ট৷
ছবি: Leah Millis/REUTERS
‘ট্রাম্পকে ভোট দিয়ে অ্যামেরিকাকে আবার মহান করুন’
ট্রাম্পের সভায় ভাষণ দিচ্ছেন রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং ডানপন্থি কন্সপিরেসি থিওরিস্ট মার্জাররি টেলর গ্রিন৷ পোডিয়ামের সামনে লেখা রয়েছে ট্রাম্পকে ভোট দিয়ে অ্যামেরিকাকে আবার ‘মহান’ করার আহ্বান৷
ছবি: Go Nakamura/REUTERS
ট্রাম্পের জন্য অশ্রু
ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হবেন- এ আনন্দে এক সমর্থকের কান্না৷
ছবি: Leah Millis/REUTERS
ব্র্যাগের বিরুদ্ধে ক্ষোভ
ট্রাম্পের বিরুদ্ধে প্রথমে গোপনে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছিলেন নিউ ইউয়র্কের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ৷ ব্র্যাগের অভিযোগ সেই টাকা ট্রাম্প স্টর্মি ড্যানিয়েলসকে দিয়েছিলেন যৌন সম্পর্কের বিষয়টি গোপন রাখতে৷ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন ট্রাম্প, আরো বলেছেন ব্র্যাগ মিথ্যাবাদী৷ শনিবারের সভায় ট্রাম্পের অনেক সমর্থকই ব্র্যাগের গ্রেপ্তার দাবি করেন৷ ওপরের ছবিতে সেরকমই একজন৷
ছবি: Leah Millis/REUTERS
সমর্থকদের উচ্ছ্বাস
টেক্সাসের ওয়াকোয় ট্রাম্পের নির্বাচনি সমাবেশে ট্রাম্পের দুই উচ্ছ্বসিত সমর্থক৷
ছবি: Go Nakamura/REUTERS
প্রিয় নেতার ছবি তোলা
ডনাল্ড ট্রাম্প আবার নির্বাচনে প্রার্থী হবেন- এ খবরে তার সমর্থকরা উচ্ছ্বসিত৷ ওয়াকোয় ট্রাম্প যখন ভাষণ দিচ্ছেন, তিন সমর্থক তখন তার ছবি তোলায় ব্যস্ত৷
ছবি: Go Nakamura/REUTERS
হৃদয়ে ট্রাম্প
নিজেকে আবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ঘোষণা করার পর প্রথম জনসভায় ভাষণ দিচ্ছেন ট্রাম্প৷ লাভ সাইন দেখিয়ে তার প্রতি ভালোবাসার কথা জানাচ্ছেন এক সমর্থক৷
ছবি: Leah Millis/REUTERS
সভা শুরুর আগে...
ওয়াকো রিজিওনাল এয়ারপোর্ট এলাকায় প্রথম নির্বাচনি সভা শুরুর আগে ডনাল্ড ট্রাম্প৷
ছবি: Evan Vucci/AP/picture alliance
9 ছবি1 | 9
ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি৷
এদিকে ট্রাম্পের মামলার শুনানি উপলক্ষ্যে নিউইয়র্ক শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ ট্রাম্প টাওয়ারের এবং আদালতের চারপাশে ব্যারিকেড স্থাপন করেছে পুলিশ৷ আদালতের আশেপাশের কযেকটি রাস্তা বন্ধ করে দেওয়া হবে৷
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস সোমবার সতর্ক করে দিয়ে বলেন, যে-ই প্রতিবাদের সময় সহিংসতা করবে তাকেই আটক করা হবে৷