1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সব কারখানায় ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ করার নির্দেশ

১৮ ফেব্রুয়ারি ২০২০

পোশাক কারখানাসহ দেশের সব কারখানায় দুই মাসের মধ্যে ব্রেস্ট ফিডিং কর্নার করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ এই আদেশ বাস্তবায়ন করে ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে শ্রমসচিব ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেয়া হয়েছে৷

ছবি: DW/Harun Ur Rashid Swapan

মঙ্গলবার এক সম্পূরক আবেদনের শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়৷

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইশরাত হাসান৷ তিনি জানান, ২০০৬ সালে ব্রেস্ট ফিডিং কর্নার করার জন্য আইন করা হয়েছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি৷

এদিকে, বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই আইনজীবী বলেছেন, সরকার পরিচালিত-নিয়ন্ত্রিত বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, কর্মস্থল, হাসপাতাল, শপিং মল, বিমানবন্দর, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশনের মতো জনসমাগমস্থলে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ স্থাপনের পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে গতবছর একটি রুল জারি করেছিল হাইকোর্ট৷

নয় মাস বয়সি এক শিশুর মায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত বছর ২৭ অক্টোবর ওই রুল জারি করেছিল হাইকোর্ট৷

আইনজীবী ইশরাত হাসান জানান, ‘‘রুল জারির পর সম্প্রতি রেলওয়ে স্টেশন, বাস স্টেশন, বিমানবন্দরে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের কাজ চলছে৷ কিন্তু গার্মেন্টসহ দেশের কল-কারখানাগুলোতে এ ব্যাপারে তেমন কোনো অগ্রগতি আমরা দেখছি না৷ অথচ গার্মেন্ট সেক্টরে কাজ করা নারী কর্মীদের অধিকাংশের বয়স ১৭ থেকে ৩১ বছর৷ তাদের বেশিরভাগেরই শিশু সন্তান রয়েছে৷’’

তিনি বলেন, গার্মেন্টস, কলকারখানায় ব্রেস্ট ফিডিং কর্নার বা বেবি কেয়ার স্থাপনের বিষয়ে নীতিমালা ও আইনি বাধ্যবাধকতা থাকলেও কাজ হচ্ছে না৷ ‘‘ফলে সম্পূরক আবেদন করে নির্দেশনা চেয়েছিলাম,’’ বলে জানান তিনি৷

জেডএইচ/এসিবি (বিডিনিউজ, ইউএনবি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ