1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনীতি

সমীর কুমার দে, ঢাকা৩০ নভেম্বর ২০১২

বিজয়ের মাসে জনগণ যাতে বিরক্ত না হয় তার জন্য বিরোধীনেত্রী খালেদা জিয়ার সমাবেশ থেকে কঠোর কোনো কর্মসূচি দেয়নি বিএনপি৷ আর বিরোধী দলের কর্মসূচিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে, জানিয়েছে আওয়ামী লীগ৷

ছবি: DW/S.K.Dey

বিএনপি'র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বুধবারের সমাবেশ থেকে কঠোর কর্মসূচি আসতে পারে বলে ধারণা করেছিলেন দলটির নেতাকর্মীসহ রাজনৈতিক বিশ্লেষকরা৷ কিন্তু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বহালের দাবিতে আগামী ৯ই ডিসেম্বর সারা দেশে রাজপথ-রেলপথ অবরোধ ছাড়া তেমন কোনো নির্দেশনা আসেনি বিএনপি চেয়ারপার্সনের বক্তব্য থেকে৷

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন এই কর্মসূচির ব্যাপারে বলছেন, বিজয়ের মাসে সাধারণ মানুষের বিরক্তির কারণ হতে চান না তাঁরা৷ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টির চেষ্টা থাকবে তাদের৷ এছাড়া ডিসেম্বর মাসে সব শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা থাকে৷ তাই তারা অপেক্ষাকৃত ‘নরম' কর্মসূচি দিয়েছেন৷

তবে এই ধরনের ‘নরম' কর্মসূচি দিয়ে দাবি আদায় সম্ভব কিনা – এমন প্রশ্নের জবাবে বিএনপি'র নীতিনির্ধারণী ফোরামের প্রভাবশালী এই নেতা বলেন, সরকারের আচরণের উপরই নির্ভর করবে তাদের পরবর্তী কর্মসূচির ধরন৷

বিরোধী দলের পাতানো ফাঁদে সরকার পা দেবে না বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন৷ তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচি তারা শান্তিপূর্ণভাবে করলে সরকার বাধা দেবে না৷ তবে সহিংসতার চেষ্টা করলে সরকার রাজনৈতিকভাবে তা মোকাবেলা করবে৷

প্রধান দুই রাজনৈতিক দলের প্রভাবশালী দুই নেতার কথায় যতই নরম সুর থাকুক না কেন, শেষ পর্যন্ত যে রাজনীতির মাঠ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে – তা কিন্তুই ঠিকই বুঝছেন সাধারণ মানুষ৷ তাই আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সব সমস্যার সামাধান চান সাধারণ ভোটাররা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ