দেখতে দেখতে এক বছর কেটে গেল৷ প্যারিসে এর মধ্যে বড়সড় সন্ত্রাসী হামলা ঘটেছে৷ ধর্মের দোহাই দিয়ে হিংসার প্রবণতা মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে আরও বেড়ে চলেছে৷ তাই শার্লি এব্দো তাদের প্রচ্ছদে ঈশ্বরকেই দায়ী করছে৷
বিজ্ঞাপন
ব্যঙ্গ, শ্লেষ, উসকানি – ফরাসি পত্রিকা ‘শার্লি এব্দো' এগুলিকেই হাতিয়ার করে বিভিন্ন চলমান বিষয় তুলে ধরে থাকে৷ কোনো ধর্ম, কোনো রাজনৈতিক শিবিরই তাদের ব্যঙ্গ-বিদ্রূপ থেকে রেহাই পায় না৷ সন্ত্রাসী হামলাও তাদের নীরব করতে পারেনি৷
হামলার এক বছর পর তারা এবার সরাসরি ঈশ্বরকেই সশস্ত্র সন্ত্রাসবাদীর রূপে প্রচ্ছদে তুলে ধরেছে৷
খোদ ঈশ্বরকে কাঠগড়ায় তোলায় অত্যন্ত অসন্তুষ্ট ভ্যাটিকান সিটি৷ ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ নেতৃত্বের মতে, এটা একেবারেই ন্যায্য হয় নি৷
এক বছর আগে সন্ত্রাসী হামলায় শার্লি এব্দো পত্রিকার যে ১২ জন কর্মী নিহত হয়েছিলেন, তাঁদের নাম সহ একটি ফলক উন্মোচন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ৷
এদিকে ফ্রান্সের এক মসজিদে শার্লি এব্দো হামলায় নিহতদের স্মরণে বিশেষ স্মরণসভা আয়োজন করেছে৷
হাস্যরসের মাধ্যমে বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই
ফরাসি পত্রিকা শার্লি এব্দো ধর্ম নিয়ে বিদ্রূপ করে৷ জার্মানির অনেক কমেডিয়ানও এটা করেন৷ আর তারা জার্মান বংশোদ্ভূত নন৷ অনেক জনপ্রিয় কৌতুকাভিনেতা এসেছেন অভিবাসী পরিবার থেকে৷ দেখুন এখানে৷
ছবি: picture-alliance/dpa
কায়া ইয়ানার: ‘হোয়াডায়া লুকিং অ্যাট?’
তুর্কি পরিবারে বড় হওয়া কায়া ইয়ানার হচ্ছেন প্রথম বিদেশি বংশোদ্ভূত কমেডিয়ান যিনি কিনা সফলতার সঙ্গে জার্মানির জাতীয় টেলিভিশনে জায়গা করে নিয়েছেন৷ তাঁর একক কমেডি শো-র নাম হচ্ছে ‘ভাস গুক্সট দু?’ বা ইংরেজিতে ‘হোয়াট আর ইউ লুকিং অ্যাট?’ বিদেশিদের নিয়ে নানারকম কৌতুক করতে বিশেষ পারদর্শী তিনি৷
ছবি: picture-alliance/dpa/J. Carstensen
হার্টথ্রব ব্যুলেন্ট জেইল্যান
তুর্কি বংশোদ্ভূত আরেক জনপ্রিয় কমেডিয়ান ব্যুলেন্ট জেইল্যান৷ ৩৯ বছর বয়সি জেইল্যান-এর মা জার্মান, বাবা তুর্কি৷ তবে জার্মান, ইংরেজি এবং রাশিয়ান ভাষা জানলেও তুর্কি জানেন না তিনি৷
ছবি: imago/snapshot
শেনাই দুসকু-র বিরুদ্ধে অভিযোগ
শেনাই দুসকু-র বিরুদ্ধে নিজের পরিবারের প্রতি অমর্যাদার অভিযোগ রয়েছে৷ তুর্কি বংশোদ্ভূত এই নারী কমেডিয়ান হিসেবে বেশ জনপ্রিয়৷ প্যারিসে হামলার পর তিনি বলেন, ‘‘আমি স্থায়ীভাবে শান্তিপূর্ণ একটি দেশের স্বপ্ন দেখি৷’’
আব্দেলকরিমের কৌতুক
জার্মান-মরোক্কান কমেডিয়ান জার্মানদের এক সুপ্ত আতঙ্ক নিয়ে কৌতুক করেন৷ কেউ কেউ আশঙ্কা করেন, আরবরা সন্ত্রাসীতে পরিণত হতে পারে৷ সেটাই কৌতুকের বিষয় আব্দেলের কাছে৷ প্যারিসে হামলার পর তিনি বলেছেন, ‘‘মোহাম্মদের ব্যঙ্গকার্টুন প্রকাশকে সমর্থন না করলেই একজন মুসলমান অসৎ হয়ে যায় না৷’’
ছবি: Abdelkarim/stagefactory
এনিসা আমানি: ‘তেহরান গরম পানীয় নয়’
আমানি বলতে ভালবাসেন যে তিনি পারস্য থেকে এসেছেন৷ কমেডি জগতে নতুন এই তারকা প্যারিস হামলার পর ফরাসি দার্শনিক ভল্টেয়ারের উক্তির পুনরাবৃত্তি করেছেন তিনি, ‘‘তুমি কি বলছো তার সঙ্গে আমি একমত নাও হতে পারি৷ তবে তোমার কথা বলার অধিকার রক্ষায় আমি আমৃত্যু সচেষ্ট থাকবো৷’’
ইয়ুং মুসলমান না হলেও জার্মান এবং আফ্রিকান-আমেরিকান দম্পতির সন্তান হিসেবে প্রচলিত ভুল ধারণা বিষয়াদি ভালো বোঝেন৷ বর্ণবাদের বিরুদ্ধে হাস্যরসের মাধ্যমে লড়াই করে যাচ্ছেন তিনি৷ প্যারিস হামলার পর ‘আই অ্যাম শার্লি’ লেখা ব্যানার প্রকাশ করেছেন তিনি৷
ছবি: picture-alliance/dpa/O. Berg
ডেভ ডেভিস: ‘দ্য স্যানিটারি ম্যান’
ডেভ ডেভিসের বাবা-মা উরুগুয়ের৷ ধর্মীয় সংস্কার নিয়ে মাঝেমাঝেই কৌতুক করেন তিনি৷ প্যারিসে হামলার পর ফেসবুকে একটি লেখা শেয়ার করেন তিনি৷ তাঁর সঙ্গে এই উক্তিটি জুড়ে দিয়েছিলেন, ‘‘আমার সেসব মানুষের প্রতি খ্রিষ্টানের মতো আচরণ করার দরকার নেই যারা দৃশ্যত খ্রিষ্টান মূল্যবোধ রক্ষার কথা বলেন, কিন্তু আসলে ঘৃণা এবং বর্জনকে উৎসাহ দেন৷’’