1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে অনলাইনে

৭ মে ২০২১

পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নিতে বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)৷ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকা শিক্ষা কার্যক্রমের গতি ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত৷

গাজীপুরে ডুয়েট শিক্ষার্থীরা পরীক্ষা নেওয়ার দাবিতে সম্প্রতি বিক্ষোভ করেছিল। ছবি: bdnews24.com

বৃহস্পতিবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ইউজিসির ভার্চুয়াল বৈঠকে অনলাইনে পরীক্ষা নেওয়ার এই সিদ্ধান্ত আসে৷ করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ৷ এই সময়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস হলেও পরীক্ষা হচ্ছে না৷

গত ২২ মার্চ শিক্ষামন্ত্রী দীপু মনি আগামী ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার কথা জানিয়েছিলেন৷  ২৪ মে পর্যন্ত অনলাইনে ক্লাস চললেও কোনো ধরনের পরীক্ষা নেওয়া যাবে না বলেও জানিয়েছিলেন তিনি৷ তবে মহামারির দ্বিতীয় ঢেউয়ের কারণে ঘোষিত সময়ে বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে৷

ফলে গত এক বছর ধরে দুই সেমিস্টারের পরীক্ষা আটকে থাকায়  ৪৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কয়েক লাখ শিক্ষার্থী রয়েছেন দীর্ঘ সেশনজটের শঙ্কায়৷

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইউজিসির সদস্য সাজ্জাদ হোসাইন জানিয়েছেন, মহামারি পরিস্থিতি আরো দীর্ঘ হওয়ার আশঙ্কা থেকেই শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে পরীক্ষা নেওয়ার এই সিদ্ধান্ত৷

তিনি বলেন, "মহামারি কতদিন থাকবে, তার কোনো নিশ্চয়তা নেই৷ আমরা চিন্তা করছি, এই অবস্থাটা দুই-তিন বছর চলতে পারে৷ শিক্ষার্থীদের চাকরির ব্যাপার আছে, তারা মানসিকভাবেও ভেঙে পড়বে, সেজন্য আমাদের এখন পরীক্ষা নিতে হবে৷''

অনলাইনে পরীক্ষা নিতে ইউজিসির দেওয়া কিছু নির্দেশনার কথা জানিয়ে তিনি বলেন, "যাতে মূল্যায়নটা সঠিক হয় ৷ ম্যাক্সিমাম অ্যাসেসসেমন্টটা যেন হয়, সেই কারণে একটি গাইডলাইন দেওয়া হয়েছে ৷'' ইউজিসির পক্ষ থেকে মৌখিক পরীক্ষায় জোর দেওয়া হয়েছে বলেও জানান সাজ্জাদ হোসাইন৷

তিনি বলেন, "আমরা ভারত, যুক্তরাজ্যে দেখেছি, আমাদের পরিস্থিতিতে ইন্টারনেট প্রতিবন্ধকতা বিবেচনা করে পরীক্ষাটা নিতে হবে ৷ মোবাইল বেইজড পরীক্ষাটা আমরা সাজেস্ট করছি৷ মোবাইলে যেন পরীক্ষা নিতে পারে৷

"ভাইভায় আমরা জোর দিয়েছি ৷ সৃজনশীল প্রশ্ন এবং বিভিন্ন প্রশ্নের সেট তৈরির ওপর জোর দিয়েছি৷ সেটার জন্য শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যাপারেও জোর দিয়েছি৷'' 

সেশনজট এড়াতে কোনো বিশ্ববিদ্যালয় চাইলে সরাসরিও পরীক্ষা নিতে পারবে বলে জানান ইউজিসির এই সদস্য৷

"সেক্ষেত্রে যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে নিতে হবে৷ ছোট বিশ্ববিদ্যালয়গুলোও যদি সরাসরি পরীক্ষা নিতে পারে, নেবে৷''

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ