1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর-রুনি হত্যার তদন্ত কোন পর্যায়ে?

১০ ফেব্রুয়ারি ২০১৭

পাঁচ বছরেও সাগর-রুনি হত্যা মামলার কোনো কুলকিনারা হয়নি৷ তদন্ত কর্মকর্তা জানালেন, হত্যাকাণ্ডকে রহস্যাবৃত করে রেখেছে অনেকগুলো প্রশ্ন৷ উত্তর খোঁজা হচ্ছে৷ উত্তর না পাওয়া পর্যন্ত তদন্ত চলবে৷

Bangladesch Dhaka Ausstellung Jahrestag Mord an Sagar und Runi
ছবি: Harun Ur Rashid Swapan

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা, র‌্যাবের এএসপি মহিউদ্দিন আহমেদ ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘মামলাটির অনেক দিক আছে ৷ পাঁচ বছর হয়েছে সত্য, তবে আমরা বসে নেই৷ আমরা অপরাধীদের চিহ্নিত করার ব্যাপারে আশাবাদী৷ আর সব প্রশ্নের উত্তর পাওয়া গেলে তবে তদন্ত শেষ হবে৷’’

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোর রাতে ঢাকার পশ্চিম রাজারবাগের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি৷ হত্যাতান্ডের সময় বাসায় ছিল তাঁদের একমাত্র শিশু সন্তান মাহির সরওয়ার মেঘ৷ ঘটনার পরপরই তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ৪৮ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের ঘোষণা দেন৷ স্বরাষ্ট্রমন্ত্রীর ৪৮ ঘন্টা সময়সীমা পার হওয়ার পর ১৩ ফেব্রুয়ারি তখনকার আইজিপি হাসান মাহমুদ খন্দকার সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘‘এ জোড়া হত্যাকান্ডের তদন্তের ‘প্রনিধানযোগ্য’ অগ্রগতি হয়েছে৷’’ কয়েকদিন পর ২৬ ফেব্রুয়ারি তখনকার ডিসি ডিবি ও ডিএমপি’র মুখপাত্র এবং বর্তমানে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছিলেন, হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে তারা নিশ্চিত হয়েছেন৷ দ্রুততম সময়ে আসামীদের গ্রেপ্তার করে সাংবাদিকদের সামনে হাজির করা হবে বলেও জানিয়েছিলেন৷ কিন্তু ৪৮ ঘন্টাতো দূরের কথা, পাঁচ বছরেও এই হত্যাকাণ্ডের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই৷

ঘটনার পর সন্দেহভাজন হিসেবে বাসার দারোয়ানসহ কয়েকজনকে করা হয়েছিল৷ সেই পর্যন্তই৷ আদালতের নির্দেশে এখন র‌্যাব মামলাটি তদন্ত করছে৷

এ নিয়ে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের সঙ্গে শুক্রবার সারাদিন যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি৷ তাঁর সেল ফোন সচল থাকলেও কেউ ধরেনি৷ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ফোনে পাওয়া যায়নি৷ তবে তিনি বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সাংবাকিদের বলেছেন, ‘‘এই মামলার তদন্তের সর্বশেষ অগ্রগতি নিয়ে আমার কিছু জানা নাই৷’’

গত ৮ ফেব্রয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে এই মামলার তদন্ত অগ্রগাত প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল৷ কিন্তু র‌্যাব প্রতিবেদন দিতে ব্যর্থ হয়েছে৷ তাই আদালত তদন্ত কর্মকর্তাকে ২১ মার্চ আদালতে তলব করে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে৷ তদন্ত প্রতিবেদন জমা দিতে র‌্যাব এ পর্যন্ত ৪৬ বার সময় নিল৷

তদন্ত কর্মকর্তা এএসপি মহিউদ্দিন আহমেদ ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘আমরা ২১ মার্চ তদন্তের অগ্রগতি প্রতিবেদন দেয়ার জন্য প্রস্তুত হচ্ছি৷ আদালতের আদেশ পাওয়ার পর সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছি৷ আশা করি, এবার প্রতিবেদন দিতে পারব৷’’

তদন্তে আদৌ কোনো অগ্রগতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘অগ্রগতি আছে৷ এই হত্যাকাণ্ডটির নানা দিক আছে৷ আমরা সব দিক যাচাই-বাছাই করে দেখছি৷ আমরা আশাবাদী যে অবশ্যই অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারব৷’’

সুনির্দিষ্টভাবে কোনো অপরাধী চিহ্নিত করা গেছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, ‘‘অনেক দিক, অনেক বিষয় দেখতে হচ্ছে৷ আমরা আশাবাদী৷ আমরা চিহ্নিত করতে পারব৷’’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘ডিএনএ টেস্টের তথ্য ধরেও আমরা কাজ করছি৷ সেখান থেকেও আমরা মামলার তদন্ত সহায়ক তথ্য পাচ্ছি৷ মামলার তদন্তে সাগর-রুনির পরিবারের সদসরাও সহায়তা বরছেন৷’’

আশা করি, এবার প্রতিবেদন দিতে পারব: তদন্ত কর্মকর্তা

This browser does not support the audio element.

তদন্ত কবে শেষ হতে পারে?

তদন্ত কর্মকর্তা জানার, ‘‘অনেক প্রশ্ন আছে৷ সব প্রশ্নের উত্তর পাওয়া গেলে তদন্ত শেষ হবে৷ অনেক ছায়া আছে সেগুলো তো আমাদের ক্লিয়ার করতে হবে৷ অনেক পয়েন্ট আছে৷ নতুন নতুন ইস্যু আসছে সেগুলোও পরিস্কার করতে হচ্ছে৷’’

এর আগে রুনির ভাই, মামলার বাদি নওশের রোমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘তদন্ত কর্মকর্তা এখন আর আমাদের সঙ্গে যোগাযোগ করেন না৷ ফলে মামলার তদন্তের কোনো অগ্রগতি সম্পর্কে আমরা জানিনা৷ আমরা আশাহত৷ স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন, তাঁর কাছে তদন্তের অগ্রগতির কোনো খবর নাই৷ তাই আমার মনে হচ্ছে, মামলাটির এখন আর তদন্ত হচ্ছে না৷’’

সাগরের মা সালেহা মনিরও ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন৷ তিনি বলেছেন, ‘‘আমি এখনো আশাবাদী যে সরকার চাইলে আমার সন্তানের খুনিরা ধরা পড়বে৷আমি আমার সন্তানের খুনিদের দেখতে চাই৷’’

প্রিয় পাঠক, সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার নিয়ে আপনি কতটা আশাবাদী? জানান নীচে মন্তব্যের ঘরে... 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ