1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে ‘সব বয়সিদের’ জন্যই আস্ট্রাজেনেকার টিকার অনুমোদন

৩০ জানুয়ারি ২০২১

বয়স্কদের উপর অক্সফোর্ড-আস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা নিয়ে জার্মানির সন্দেহ সত্ত্বেও সব বয়সিদের জন্যই এটি ব্যবহারের অনুমোদন দিয়েছে ইউরোপীয় কর্তৃপক্ষ৷

AstraZeneca - Impfstoffhersteller
ছবি: Frank Hoermann/Sven Simon/imago images

ইউরোপীয় মেডিসিন এজেন্সির (ইএমএ) সুপারিশের ভিত্তিতে শুক্রবার ইউরোপীয় কমিশন তাদের ২৭ টি দেশে ভ্যাকসিনটি ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দিয়েছে৷ ইএমএ বলেছে, ক্লিনিক্যাল পরীক্ষায় কোভিড ১৯ এর বিরুদ্ধে ১৮ বছরের উপরের বয়সিদের জন্য টিকাটি নিরাপদ ও কার্যকর ছিল৷

সম্প্রতি জার্মানির দুইটি সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সিদের ক্ষেত্রে অক্সফোর্ডের ভ্যাকসিনের কার্যকারিতা মাত্র ৮ শতাংশ৷ তবে সেই দাবি উড়িয়ে দিয়েছিল অ্যাস্ট্রাজেনেকা৷ তারা জানিয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সিদের ক্ষেত্রেও তাদের টিকা সমান কার্যকর৷ তারপরেও জার্মানির ভ্যাকসিন কমিটি অ্যাস্ট্রাজেনেকার টিকা ৬৪ বা তার কম বয়সিদের দেয়ার পরামর্শ দিয়েছে৷

বেশি বয়স্কদের ক্ষেত্রে টিকাটি সত্যিই কার্যকর কীনা তা নিয়ে সন্দেহ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও৷ তবে ইএমএ বলছে, ভ্যাকসিনটি বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে৷ ৫৫ বছরের উপরের মানুষের জন্যেও এটি নিরাপদ ও কোভিডের কিছু প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম৷ বিবৃতিতে সংস্থার বিশেষজ্ঞরা বলেছেন, ‘‘বয়স্কদের ক্ষেত্রে কতটা কাজ করে সেই বিষয়ে সিদ্ধান্তে আসার মতো যথেষ্ট উপাত্ত এখনও নেই৷ তবে প্রতিরোধ গড়ে তোলাটাই প্রত্যাশিত৷ এই বয়সিদের ক্ষেত্রে যে ইমিউন বা রোগ প্রতিরোধের প্রতিক্রিয়া পাওয়া গেছে এবং অন্য টিকাগুলোর অভিজ্ঞতা থেকেই ইএমএ এমন আশা করছে৷’’ তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্রিটিশ-সুইডিশ প্রতিষ্ঠান আস্ট্রাজেনেকা৷

এ নিয়ে করোনার তিনটি টিকার অনুমোদন দিল ইউরোপ৷ এর আগে বায়োনটেক-ফাইজার ও মডার্নার টিকা ব্যবহারের অনুমোদন পেয়েছে ইইউ কর্তৃপক্ষের কাছ থেকে৷ ইউরোপীয় মেডিসিন এজেন্সির পরিচালক এমার কুক সাংবাদিকদের বলেছেন, ‘‘এর কোনটিই একেবারে ‘নিখুঁত' বা ভাইরাসের বিরুদ্ধে ‘জাদুর কাঠি' হিসেবে কাজ করবে এমনটা নয়৷'' কিন্তু তারপরও মহামারি মোকাবেলায় সেগুলো একটি হাতিয়ার বলে উল্লেখ করেন তিনি৷

এদিকে, টিকা সরবরাহে আস্ট্রাজেনেকা ইউরোপের সঙ্গে চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠেছে৷ প্রতিষ্ঠানটির কাছে এ বিষয়ে জবাব চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷ বেলজিয়ামে নিজেদের কারখানায় সমস্যার কারণে আস্ট্রাজেনেকা টিকার সরবরাহে রাশ টানার ঘোষণা দিলে এই পরিস্থিতি তৈরি হয়৷

এফএস/এআই (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ