1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সব সন্ত্রাস একই

১৮ মার্চ ২০১৯

পশ্চিমাবিশ্বে সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রায় সবসময় ইসলামের সঙ্গে যুক্ত করা হয়েছে৷ ক্রাইস্টচার্চে মুসলিমদের ওপর হামলা দেখিয়ে দিলো যে, ইসলামবিদ্বেষও তার থেকে আলাদা নয়, লিখেছেন ডয়চে ভেলের প্রধান সম্পাদক ইনেস পোল৷ 

Neuseeland Gedenken an Opfer des Terroranschlags
ছবি: Reuters/E. Su
ইনেস পোল, ডয়চে ভেলেছবি: DW/P. Böll

আল্লাহর ঘরে প্রার্থনারতদের ওপর ক্রাইস্টচার্চে জঙ্গি হামলা হলো৷ একটা পবিত্র জায়গায় হলো এই হামলা, যেখানে মানুষ নিরীহভাবে প্রার্থনা করেন, তাই তাঁদের কোনো রক্ষাকবচ থাকে না৷ 
বলা হয়ে থাকে, ঈশ্বরের চোখে সবাই সমান৷ যন্ত্রণা ও কষ্টের সময়ও তাই৷ এমন কঠিন সময় মানুষকে আরো কাছে আনে, কারণ, তারা তখন একে অপরকে সমানভাবে দেখেন৷ জঙ্গি ব্যক্তি হয়তো খুব চুলচেরা বিশ্লেষণ করে হামলা করেছেন, সূক্ষ্মভাবে ঘটনা ঘটিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছেন৷ কিন্তু যে বিশেষ বিষয়টি তিনি দেখতে পাননি তা হলো: সন্ত্রাসবাদ বিভক্তি সৃষ্টির জন্য হলেও, এটা মানুষকে এক করতে পারে৷ 
এ ধরনের হুমকির মুখে আপনি বিশ্বাসী, খ্রিস্টান, ইহুদি না মুসলিম তা বিবেচ্য নয়৷ সন্ত্রাস বা জঙ্গিবাদ ধর্ম, সংস্কৃতি ও জাতীয়তা ভেদে আলাদা নয়৷ একজন মানুষ কোথায় জন্মালেন বা একটি নির্দিষ্ট জায়গায় কতটা সময় রইলেন, তার ওপরও নির্ভর করে না৷ 

দ্বৈত নীতি নয়
আন্তর্জাতিক সম্প্রদায়কে একইভাবে নিন্দা প্রকাশ করতে হবে, যেমনটা করা হয়েছিল প্যারিস, ব্রাসেলস, লন্ডন, মাদ্রিদ অথবা বার্লিনে ইসলামি জঙ্গিবাদীদের হামলার সময়৷ যখন প্রসঙ্গ আসে সন্ত্রাসবাদের, যখন নিরীহ ও অসহায় মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়, তখন কোনো দ্বৈত নীতি গ্রহণ করা যাবে না৷ 
ইসলামবিদ্বেষ একটি ভয়ঙ্কর ব্যাপার৷ পশ্চিমকে এর বিরুদ্ধে ততটাই সতর্ক থাকতে হবে, যতটা আমরা খুবই ক্ষুদ্র এক মুসলিম উগ্রবাদী গোষ্ঠীর ক্ষেত্রে থাকি৷ 

ইনেস পোল/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ