1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সমকামীদের অপেক্ষা করতে হবে’

সমীর কুমার দে, ঢাকা২৮ অক্টোবর ২০১৫

‘‘বাংলাদেশ মুসলিম প্রধান দেশ৷ বাঙালি সংস্কৃতিতেও সমকামিতা খুব একটা যায় না৷ কিন্তু পশ্চিমে সমকামীদের অধিকার দেয়া হচ্ছে৷ তাই এদেশেও দাবি উঠবে৷ তবে এর জন্য আরো অপেক্ষা করতে হবে,’’ মনে করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া৷

Screenshot Instagramm Project Dhee
ছবি: Instagramm/Project Dhee

বরিশালের দু'টি সমকামী মেয়ের পরিবার থেকে পালিয়ে আসা, পরে র‌্যাব-এর হাতে তাদের গ্রেপ্তার হওয়া – এ সব বিষয় আদালতের নজরে এনেছিলেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী৷ কিন্তু আদালত মামলাটি শোনেনি৷ বর্তমানে কুমিল্লার একটি সমকামী ছেলের মামলা লড়ার প্রস্তুতি নিচ্ছেন জ্যোতির্ময় বড়ুয়া৷ এছাড়া সমকামীদের অধিকার নিয়ে ভারত থেকে আসা একটি প্রতিনিধি দলের সঙ্গেও কাজ করেছেন তিনি৷ বাংলাদেশে তাঁর কাজে অবশ্য এখনো কোনো সফলতা আসেনি৷

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ৭ই সেপ্টেম্বর সন্ধ্যায় একদল সমকামী তরুণ-তরুণী সমাবেশ করেছিল৷ ঐ সমাবেশে নারী নেত্রী খুশি কবির বলেন, আগামী বছর থেকে প্রকাশ্যে সমকামিতা নিয়ে অনুষ্ঠান করা হবে৷ ‘বয়েজ অফ বাংলাদেশ' বা ‘বব' নামে সমকামীদের একটি গ্রুপের উদ্যোগে এই অনুষ্ঠানটি হয়৷ দেশে কিছু সংখ্যক মানুষ সমকামী জীবনযাপন করলেও আইনে তাদের অনুমতি নেই৷ অথচ তারা কিন্তু আইন সম্মতভাবেই বসবাস করতে চায়৷ সমকামিতা নিয়েই ডয়চে ভেলের মুখোমুখি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া৷

ডয়চে ভেলে: বাংলাদেশের প্রেক্ষাপটে সমকামিতাকে কিভাবে দেখেন?

জ্যোতির্ময় বড়ুয়া: বাংলাদেশে সমকামিতা নিয়ে এক ধরনের ‘সোশ্যাল ট্যাবু' আছে৷ বাংলাদেশে এটা ‘এক্সসেপটেড' না৷ এমনকি বিষয়টা নিয়ে চর্চা করারও যায় না৷ বাংলাদেশ মুসলিম প্রধান দেশ৷ বাঙালির সামাজিক আচার-আচারণেও এটা যায় না৷ বছর দু'য়েক আগে সমকামিতা নিয়ে একটি অনলাইন ম্যাগাজিন বের হয়েছিল৷ কিন্তু বিভিন্ন হুমকি-ধামকিতে সেটা বন্ধ হয়ে যায়৷

সমকামীদের অধিকার রক্ষার জন্য বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশে কোনো আইন আছে কি?

প্যানাল কোডের ৩৭৭ ধারায় বলা আছে যে, সমকামিতা একটি ‘পানিশেবল অফেন্স'৷ এটা ভারতেও যেমন আছে, বাংলাদেশেও আছে৷ এই ধারা বাতিল করতে ভারতের কয়েকজন আইনজীবী দিল্লি আদালতে বিষয়টি তুলেছিলেন৷ তারা বাংলাদেশেও এসেছিলেন৷ তাঁদের সঙ্গে আমি কাজ করেছি৷ ভারতে তাঁরা সফল হলে বাংলাদেশের আদালতেও আমাদের প্রসঙ্গটি তোলার ইচ্ছে ছিল৷ কিন্তু দুঃখজনক হলো, তাঁরা ঐ ধারা বাতিল করার পক্ষে আদেশ পাননি৷ ফলে আমাদের এখানেও বিষয়টা আর এগোয়নি৷ আসলে সমকামীদের কোনো ‘প্রটেকশন' নেই৷ তাদের পক্ষে কোনো আইন নেই৷ তবে এখন বিদেশি বিভিন্ন ‘টুইট' থেকে আইনের খসড়ার কাজ চলছে৷

আমাদের দেশের আদালতে সমকামীদের নিয়ে কোনো মামলা বা আদেশ হয়েছে?

গত বছর বরিশালের দু'টি মেয়ের বাড়ি থেকে পালিয়ে ঢাকায় আসা নিয়ে অনেক ঘটনা ঘটেছে৷ বিষয়টি আমি হাইকোর্টের নজরে এনেছিলাম৷ কিন্তু আদালত এটা শোনার জন্য প্রস্তুত ছিল না৷ ঘটনাটি ছিল – মেয়ে দু'টির মধ্যে একজনের পরিবার বিষয়টি মেনে নেয়নি৷ তার পরিবার র‌্যাব-এর শরণাপন্ন হয়৷ আর র‌্যাব মেয়ে দু'টিকে ধরে আদালতে সোপর্দ করে৷ এদের একজনের বিরুদ্ধে অন্যজনকে অপহরণ, জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ আনা হয়৷ পরে একটি মেয়েকে ‘সেফ কাস্টডি' ও অন্যজনকে কারাগারে পাঠানো হয়৷ যদিও তারা র‌্যাব-এর কাছে প্রকাশ্যে স্বীকার করে যে, এখানে কোনো অপহরণের ঘটনা ঘটেনি৷ তারা একজন অন্যজনকে ভালোবেসেই বাড়ি থেকে পালিয়ে এসেছিল৷ আমি বিষয়টি আদালতের নজরে আনতে চেয়েছিলাম যে, এটা অপহরণ নয়, অন্য ব্যাপার৷ কিন্তু আদালত শুনলোই না৷

বাংলাদেশে সমকামীদের কোনো কর্মসূচী চোখে পড়েছে না?

আমি তাদের কোনো কর্মসূচীতে যায়নি৷ তারা আমাকে ডাকেওনি৷ তবে কুমিল্লার একটি ছেলে নিজে স্বীকার করেছিল যে, সে সমকামী৷ এরপর তার বিরুদ্ধে অনেকগুলো মামলা করা হয়৷ ছেলেটির জীবন এখন হুমকির মুখে৷ একটি প্রতিষ্ঠান তার মামলাটি নিয়ে আমাকে লড়তে বলেছে৷ আমি এখনও নেয়নি, তবে প্রস্তুতি নিচ্ছি৷ এটা হলে বাংলাদেশে এই প্রথম সমকামিতা নিয়ে একটি মামলা সরাসরি লড়া হবে৷

বাংলাদেশে সমকামীদের অধিকার দেয়ার ব্যাপারে আপনার অভিমত কী?

এটা আসলে একটা প্রকৃতিক ব্যাপার৷ অনেক দেশই এটা মেনে নিয়েছে৷ বিশেষ করে, পাশ্চাত্য দেশগুলো তাদের স্বীকৃতি দিচ্ছে৷ আমি তাদের অধিকার দেয়ার পক্ষে৷ কিন্তু এটাও সত্য যে, আমাদের সমাজে এই দাবি উঠতে আরো সময় লাগবে৷ আমাদের হয়ত অনেক বছর অপেক্ষা করতে হবে৷

জ্যোতির্ময় বড়ুয়ার সঙ্গে আপনি কি একমত? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ