‘‘বাংলাদেশ মুসলিম প্রধান দেশ৷ বাঙালি সংস্কৃতিতেও সমকামিতা খুব একটা যায় না৷ কিন্তু পশ্চিমে সমকামীদের অধিকার দেয়া হচ্ছে৷ তাই এদেশেও দাবি উঠবে৷ তবে এর জন্য আরো অপেক্ষা করতে হবে,’’ মনে করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া৷
বিজ্ঞাপন
বরিশালের দু'টি সমকামী মেয়ের পরিবার থেকে পালিয়ে আসা, পরে র্যাব-এর হাতে তাদের গ্রেপ্তার হওয়া – এ সব বিষয় আদালতের নজরে এনেছিলেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী৷ কিন্তু আদালত মামলাটি শোনেনি৷ বর্তমানে কুমিল্লার একটি সমকামী ছেলের মামলা লড়ার প্রস্তুতি নিচ্ছেন জ্যোতির্ময় বড়ুয়া৷ এছাড়া সমকামীদের অধিকার নিয়ে ভারত থেকে আসা একটি প্রতিনিধি দলের সঙ্গেও কাজ করেছেন তিনি৷ বাংলাদেশে তাঁর কাজে অবশ্য এখনো কোনো সফলতা আসেনি৷
বাংলাদেশে সমকামী নারীদের নিয়ে কমিক স্ট্রিপ
এক সমকামী নারীর প্রেম নিয়ে কমিক স্ট্রিপ প্রকাশ করা হয়েছে ঢাকায়৷ গত পাঁচ সেপ্টেম্বর ব্রিটিশ কাউন্সিলে ‘ধী-এর গল্প’ নামের কমিক স্ট্রিপের মোড়ক উন্মোচন করা হয়৷ ফেসবুক, টুইটারেও ধী-এর গল্প নিয়ে চলছে আলোচনা৷
ছবি: Instagramm/Project Dhee
ধী-এর গল্প
কার্টুন চরিত্রের নাম ধী৷ মফস্বলের এক তরুণী যে কিনা অন্য এক নারীর প্রেমে পড়েছেন, তাকে নিয়েই মূলত সাজানো হয়েছে চরিত্রটি৷ বাংলাদেশে সমকামিতা নিষিদ্ধ৷ আর এধরনের কমিকও এই প্রথম প্রকাশ করা হলো৷
ছবি: AFP/Getty Images/M. Uz Zaman
সহায়তায় ‘বয়েজ অফ বাংলাদেশ’
সমকামী পুরুষদের গ্রুপ ‘বয়েজ অফ বাংলাদেশ’ ‘ধী-এর গল্প’ নিয়ে ফেসবুকে প্রচারণা চালাচ্ছে৷ ঢাকায় এক অনুষ্ঠানে আগতদের মধ্যে কমিকটির ফ্রি কপিও বিতরণ করা হয়৷
ছবি: Facebook/Project Dhee
টুইটারে প্রজেক্ট ধী
সমকামীদের অধিকারের বিষয়ে জনসচেতনতা তৈরিতে ধী প্রকল্পের উল্লেখযোগ্য অনলাইন উপস্থিতি রয়েছে৷ ফেসবুক, টুইটার এবং ইন্সটাগ্রামে তাদের প্রোফাইল রয়েছে৷ টুইটার অ্যাকাউন্টটি অবশ্য তেমন সক্রিয় নয়৷
ছবি: Twitter/Project Dhee
সমকামীদের যেভাবে দেখা হয়
বাংলাদেশে সমকামীদের সম্পর্কে সাধারণ মানুষের অবস্থান তুলে ধরা হয়েছে কার্টুনটিতে৷
ছবি: Twitter/Project Dhee
সচেতনতা সৃষ্টির উদ্যোগ
চলতি বছরের এপ্রিলে ধী প্রকল্পের উদ্যোগে ‘টিম বিল্ডিং’ কর্মসূচির আয়োজন করা হয়৷ এই টুইটটিতে সেই কর্মসূচির কিছু ছবি দেখা যাচ্ছে৷
ছবি: Twitter/Project Dhee
ইন্সটাগ্রামে ধী
ধী প্রকল্পের ইন্সটাগ্রাম পাতাটির অবস্থাও টুইটারের মতো৷ এখন পর্যন্ত মাত্র পাঁচটি ছবি শেয়ার করা হয়েছে সেখানে৷
ছবি: Instagramm/Project Dhee
শাস্তিযোগ্য অপরাধ
উল্লেখ্য, বাংলাদেশে সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ৷ সমলিঙ্গের সঙ্গে যৌনকর্মে লিপ্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত দেয়ার বিধান রয়েছে৷
ছবি: Instagramm/Project Dhee
7 ছবি1 | 7
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ৭ই সেপ্টেম্বর সন্ধ্যায় একদল সমকামী তরুণ-তরুণী সমাবেশ করেছিল৷ ঐ সমাবেশে নারী নেত্রী খুশি কবির বলেন, আগামী বছর থেকে প্রকাশ্যে সমকামিতা নিয়ে অনুষ্ঠান করা হবে৷ ‘বয়েজ অফ বাংলাদেশ' বা ‘বব' নামে সমকামীদের একটি গ্রুপের উদ্যোগে এই অনুষ্ঠানটি হয়৷ দেশে কিছু সংখ্যক মানুষ সমকামী জীবনযাপন করলেও আইনে তাদের অনুমতি নেই৷ অথচ তারা কিন্তু আইন সম্মতভাবেই বসবাস করতে চায়৷ সমকামিতা নিয়েই ডয়চে ভেলের মুখোমুখি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া৷
ডয়চে ভেলে: বাংলাদেশের প্রেক্ষাপটে সমকামিতাকে কিভাবে দেখেন?
জ্যোতির্ময় বড়ুয়া: বাংলাদেশে সমকামিতা নিয়ে এক ধরনের ‘সোশ্যাল ট্যাবু' আছে৷ বাংলাদেশে এটা ‘এক্সসেপটেড' না৷ এমনকি বিষয়টা নিয়ে চর্চা করারও যায় না৷ বাংলাদেশ মুসলিম প্রধান দেশ৷ বাঙালির সামাজিক আচার-আচারণেও এটা যায় না৷ বছর দু'য়েক আগে সমকামিতা নিয়ে একটি অনলাইন ম্যাগাজিন বের হয়েছিল৷ কিন্তু বিভিন্ন হুমকি-ধামকিতে সেটা বন্ধ হয়ে যায়৷
সমকামীদের অধিকার রক্ষার জন্য বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশে কোনো আইন আছে কি?
প্যানাল কোডের ৩৭৭ ধারায় বলা আছে যে, সমকামিতা একটি ‘পানিশেবল অফেন্স'৷ এটা ভারতেও যেমন আছে, বাংলাদেশেও আছে৷ এই ধারা বাতিল করতে ভারতের কয়েকজন আইনজীবী দিল্লি আদালতে বিষয়টি তুলেছিলেন৷ তারা বাংলাদেশেও এসেছিলেন৷ তাঁদের সঙ্গে আমি কাজ করেছি৷ ভারতে তাঁরা সফল হলে বাংলাদেশের আদালতেও আমাদের প্রসঙ্গটি তোলার ইচ্ছে ছিল৷ কিন্তু দুঃখজনক হলো, তাঁরা ঐ ধারা বাতিল করার পক্ষে আদেশ পাননি৷ ফলে আমাদের এখানেও বিষয়টা আর এগোয়নি৷ আসলে সমকামীদের কোনো ‘প্রটেকশন' নেই৷ তাদের পক্ষে কোনো আইন নেই৷ তবে এখন বিদেশি বিভিন্ন ‘টুইট' থেকে আইনের খসড়ার কাজ চলছে৷
আপনার পছন্দের তারকাদের মধ্যে যাঁরা সমকামী
একটা সময় ছিল যখন কেউ নিজের সমকামিতার বিষয়টি প্রকাশ করতে ইতস্তত করতো৷ কিন্তু সময় বদলেছে৷ একে একে অনেক তারকাই এখন পর্যন্ত নিজেকে সমকামী বলে ঘোষণা করেছেন৷
ছবি: Reuters/L. Jackson
এল্টন জন
২০১৪ সালে ইংল্যান্ডে সমকামী বিয়ে বৈধ হওয়ার পর ঐ বছরের ডিসেম্বরে নিজের ‘সিভিল পার্টনার’ চলচ্চিত্র নির্মাতা ডেভিড ফার্নিশকে বিয়ে করেন ‘ক্যান্ডেল ইন দ্য উইন্ড’ খ্যাত স্যার এল্টন জন৷ ১৯৭৬ সালে নিজেকে উভকামী (বাইসেক্সুয়াল) হিসেবে ঘোষণা করেন তিনি৷ এরপর ১৯৮৮ সাল থেকে সমকামী হিসেবে জীবনযাপন করছেন৷ সমলিঙ্গ বিয়ে ও এলজিবিটি সম্প্রদায়ের অধিকার নিয়ে বেশ সোচ্চার এল্টন জন৷
ছবি: picture-alliance/dpa
জোডি ফস্টার
১৯৭৬ সালে ‘ট্যাক্সি ড্রাইভার’ ছবিতে শিশু পতিতা চরিত্রে অভিনয় করে হৈচৈ ফেলে দিয়েছিলেন মার্কিন অভিনেত্রী জোডি ফস্টার৷ তাঁর মনোযোগ আকর্ষণ করতে এক তরুণের তৎকালীন মার্কিন প্রেসিডেন্টকে হত্যার চেষ্টার কথাও অনেকেই জানেন৷ সেই ফস্টার ২০১৩ সালের গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে তাঁর সমকামী হওয়ার বিষয়টি প্রকাশ করেন৷
ছবি: Reuters
জর্জ মাইকেল
‘কেয়ারলেস হুইসপার’ – কে শোনেননি! ২০০৪ সালে এক সাক্ষাৎকারে জর্জ মাইকেল বলেন, ‘‘আশির দশকে আমি অনেক মেয়ের সঙ্গে শুতাম, কিন্তু কখনও মনে হয়নি এটা কোনো সম্পর্কে গড়াতে পারে, কারণ আমি জানতাম, ইমোশনালি, আমি একজন সমকামী৷ আমি তাঁদের ‘কমিট’ করতে চাইতাম না, কিন্তু আমি তাঁদের প্রতি আকৃষ্ট ছিলাম৷ তারপর আমার নিজের কাছেই নিজেকে লজ্জিত মনে হতে লাগলো, মনে হলো আমি মনে হয় তাঁদের ব্যবহার করছি৷’’
ছবি: Getty Images/Afp/Evert Elzinga
এলেন ডিজেনারেস
২০১৪ সালের অস্কার অনুষ্ঠানে তোলা এই সেল্ফির কথা নিশ্চয় অনেকের মনে আছে৷ ছবিটি তুলেছিলেন অনুষ্ঠানের উপস্থাপিকা এলেন ডিজেনারেস (সাদা পোশাক পরিহিত)৷ ১৯৯৭ সালে নিজেকে সমকামী বলে ঘোষণা করেন জনপ্রিয় এই মার্কিন কমেডিয়ান, টেলিভিশন উপস্থাপিকা ও অভিনেত্রী৷ ২০০৮ সালে ক্যালিফোর্নিয়ায় সমলিঙ্গের বিয়ে বৈধ হওয়ার পর ঐ বছরই এলেন বিয়ে করেন তাঁর সঙ্গী অভিনেত্রী ও মডেল পোর্শিয়া ডি রোসিকে৷
ছবি: picture alliance/AP Images/E. DeGeneres
রিকি মার্টিন
২০১০ সালে নিজের ওয়েবসাইটে ‘‘লিভিন’ লা ভিডা লোকা’’ গায়ক রিকি মার্টিন জানান, ‘‘আমি এটা বলতে গর্ববোধ করছি যে, আমি একজন সৌভাগ্যবান সমকামী৷’’ অবশ্য তার ১০ বছর আগে তিনি তাঁর এই পরিচয় দিতে অস্বীকার করেছিলেন৷ পরবর্তীতে ‘ল্যারি কিং লাইভ’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে অস্বীকারের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমি যদি আগে জানতাম যে নিজের পরিচয় প্রকাশের পর কতটা ভালো লাগে, তাহলে সেটা আমি আরও আগেই করতাম৷’’
ছবি: Getty Images
সিন্থিয়া নিক্সন
‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ খ্যাত অভিনেত্রী সিন্থিয়া নিক্সন ২০১০ সালে তাঁর সমকামী হওয়ার কথাটি সবাইকে জানান৷ অবশ্য তিনি প্রথমে ‘গে বাই চয়েস’, অর্থাৎ ‘ইচ্ছে করে সমকামী’ কথাটি বলে বিতর্ক উসকে দিয়েছিলেন৷ পরে তিনি এর ব্যাখ্যা দেন এভাবে, ‘‘আমি বিশ্বাস করি উভকামিতা বিষয়টি বাস্তবতা, এখানে বাছাবাছির সুযোগ নেই৷ তবে আমি সমকামী হওয়ার বিষয়টি ‘বেছে’ নিয়েছি৷’’
ছবি: picture-alliance/dpa/P. Foley
টিম কুক
জবসের পর এখন অ্যাপল সামলাচ্ছেন টিম কুক৷ ২০১৪ সালে লেখা এক প্রবন্ধে কুক সমকামী হওয়ার বিষয়টি ঘোষণা করেন৷ তিনি লিখেন, ‘‘সমকামী হয়ে আমি গর্বিত৷ আমি মনে করি, ঈশ্বর আমাকে যত সেরা উপহার দিয়েছেন তার মধ্যে এই বৈশিষ্ট্য একটি৷ আমার এই বক্তব্য (অ্যাপলের প্রধান একজন সমকামী) যদি অন্য কারও জন্য, যাঁরা সমকামী পরিচয় দিতে সাহস পাচ্ছেন না, অনুপ্রেরণার উৎস হয় তাহলে এই ব্যক্তিগত বিষয়টি প্রকাশ করাই যায়৷’’
ছবি: Getty Images/J. Sullivan
ইয়ান থর্প
অস্ট্রেলিয়ার হয়ে পাঁচবার অলিম্পিক সোনা জেতা সাঁতারু ইয়ান থর্প ২০১৪ সালে এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের সমকামী হওয়ার বিষয়টি প্রকাশ করেন৷ তিনি বলেন, ‘‘আমার বয়স যখন ১৬ ছিল তখন থেকেই গণমাধ্যম আমাকে আমার লিঙ্গের বিষয়ে প্রশ্ন করা শুরু করে৷ তখন আমি তাদের সত্য কথাটি বলিনি৷ আজ (বয়স ৩১) আমি স্বস্তি নিয়ে বলছি যে, আমি সমকামী এবং আবার বাবা-মা, বন্ধু-বান্ধব সবাই বিষয়টি জানার পর আমাকে সমর্থন করেছেন৷’’
ছবি: AP
নিল প্যাট্রিক হ্যারিস
জনপ্রিয় টেলিভিশন কমেডি সিরিজ ‘হাও আই মেট ইওর মাদার’ এর স্টিনসন চরিত্রে অভিনয় করা নিল প্যাট্রিক হ্যারিস (ছবিতে ডানপাশে) ২০০৬ সালে বলেন, ‘‘আমি সমকামী, এই পরিচয় জানাতে পেরে গর্বিত৷’’ ২০১১ সালে নিউইয়র্কে সমলিঙ্গের বিয়ে বৈধ হওয়ার পর ২০১৪ সালে হ্যারিস তাঁ সঙ্গী বার্টকাকে (ছবিতে বামে) বিয়ে করেন৷
ছবি: Reuters/L. Jackson
9 ছবি1 | 9
আমাদের দেশের আদালতে সমকামীদের নিয়ে কোনো মামলা বা আদেশ হয়েছে?
গত বছর বরিশালের দু'টি মেয়ের বাড়ি থেকে পালিয়ে ঢাকায় আসা নিয়ে অনেক ঘটনা ঘটেছে৷ বিষয়টি আমি হাইকোর্টের নজরে এনেছিলাম৷ কিন্তু আদালত এটা শোনার জন্য প্রস্তুত ছিল না৷ ঘটনাটি ছিল – মেয়ে দু'টির মধ্যে একজনের পরিবার বিষয়টি মেনে নেয়নি৷ তার পরিবার র্যাব-এর শরণাপন্ন হয়৷ আর র্যাব মেয়ে দু'টিকে ধরে আদালতে সোপর্দ করে৷ এদের একজনের বিরুদ্ধে অন্যজনকে অপহরণ, জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ আনা হয়৷ পরে একটি মেয়েকে ‘সেফ কাস্টডি' ও অন্যজনকে কারাগারে পাঠানো হয়৷ যদিও তারা র্যাব-এর কাছে প্রকাশ্যে স্বীকার করে যে, এখানে কোনো অপহরণের ঘটনা ঘটেনি৷ তারা একজন অন্যজনকে ভালোবেসেই বাড়ি থেকে পালিয়ে এসেছিল৷ আমি বিষয়টি আদালতের নজরে আনতে চেয়েছিলাম যে, এটা অপহরণ নয়, অন্য ব্যাপার৷ কিন্তু আদালত শুনলোই না৷
বাংলাদেশে সমকামীদের কোনো কর্মসূচী চোখে পড়েছে না?
আমি তাদের কোনো কর্মসূচীতে যায়নি৷ তারা আমাকে ডাকেওনি৷ তবে কুমিল্লার একটি ছেলে নিজে স্বীকার করেছিল যে, সে সমকামী৷ এরপর তার বিরুদ্ধে অনেকগুলো মামলা করা হয়৷ ছেলেটির জীবন এখন হুমকির মুখে৷ একটি প্রতিষ্ঠান তার মামলাটি নিয়ে আমাকে লড়তে বলেছে৷ আমি এখনও নেয়নি, তবে প্রস্তুতি নিচ্ছি৷ এটা হলে বাংলাদেশে এই প্রথম সমকামিতা নিয়ে একটি মামলা সরাসরি লড়া হবে৷
বাংলাদেশে সমকামীদের অধিকার দেয়ার ব্যাপারে আপনার অভিমত কী?
এটা আসলে একটা প্রকৃতিক ব্যাপার৷ অনেক দেশই এটা মেনে নিয়েছে৷ বিশেষ করে, পাশ্চাত্য দেশগুলো তাদের স্বীকৃতি দিচ্ছে৷ আমি তাদের অধিকার দেয়ার পক্ষে৷ কিন্তু এটাও সত্য যে, আমাদের সমাজে এই দাবি উঠতে আরো সময় লাগবে৷ আমাদের হয়ত অনেক বছর অপেক্ষা করতে হবে৷
জ্যোতির্ময় বড়ুয়ার সঙ্গে আপনি কি একমত? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷