1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকামীদের বিয়ের প্রতিবাদে আন্দোলন

১৪ জানুয়ারি ২০১৩

সমকামীদের বিয়ের বিরুদ্ধে কয়েক লাখ মানুষ রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রতিবাদ জানিয়েছেন৷ সেদেশের প্রেসিডেন্টের প্রস্তাবিত কোনো বিধির বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় আন্দোলন কর্মসূচি৷

Demonstrators against gay marriage, adoption and procreation assistance gather in the streets of Paris, January 13, 2013. REUTERS/Benoit Tessier (FRANCE - Tags: SOCIETY POLITICS CIVIL UNREST)
ছবি: REUTERS

ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে আসা কয়েক লাখ মানুষ রবিবার প্যারিসের আইফেল টাওয়ারের কাছে সমবেত হন৷ উদ্দেশ্যে, ফ্রান্সে আগামী জুন নাগাদ বৈধ হতে যাওয়া সমকামীদের বিয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো৷ আয়োজকরা জানিয়েছেন, এই বিয়ের বিরুদ্ধে সমবেত হন আট লাখ মানুষ৷ তবে পুলিশ বলছে, প্রতিবাদকারীর সংখ্যা তিন লাখ চল্লিশ হাজার৷

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ গত বছর তাঁর নির্বাচনী প্রচারণার সময় সমলিঙ্গের মধ্যে বিয়ের বিষয়টি বৈধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ তবে ‘সবার জন্য বিয়ে' শীর্ষক এই বিল এখন প্রত্যাশ্যার চেয়ে অনেক বেশি বাধার সম্মুখিন হচ্ছে৷

অ্যাক্টিভিস্টরা সমলিঙ্গের বিয়ের প্রতিবাদ জানাতে ফ্রান্সের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে পাঁচটি দ্রুতগতির ট্রেনে এবং নয়শোটি বাসে করে প্রতিবাদকারীদের প্যারিসে নিয়ে আসেন৷ প্রতিবাদকারীদের মধ্যে ক্যাথলিক পুরোহিত থেকে শুরু করে গির্জাগামী পরিবার, রক্ষণশীল রাজনীতিবিদ, মুসলমান, ধর্ম প্রচারক, এমনকি সমকামীরাও রয়েছেন৷

প্যারিসে সমকামীদের বিয়ের বিরুদ্ধে প্রতিবাদছবি: REUTERS

এই প্রতিবাদের আয়োজকরা জানিয়েছেন, তাঁরা সমকামীদের বিরোধীতা করছেন না, তাঁদের আপত্তি শুধু বিয়ের বিষয়ে৷ প্রতিবাদ সমাবেশে ব্যানার প্রদর্শনের ক্ষেত্রেও এই বিষয়টা মাথায় রেখেছেন আয়োজকরা৷ তাই শুধুমাত্র বাছাইকৃত বক্তব্য, যা সমকামীদের বিয়ের বিরুদ্ধে, কিন্তু সমকামীদের বিরুদ্ধে নয়, সেসব প্রদর্শণ করা হয়েছে৷

উল্লেখ্য, সমলিঙ্গের বিয়ের বিষয়টি বৈধ করার ঘোষণা প্রদান করলেও এ সংক্রান্ত পাবলিক ডিবেটে অংশ নেননি ওলঁদ৷ এতে করে আরো ক্ষিপ্ত হন এই বিয়ের বিরোধীরা৷ এমনকি দেশটির দু'হাজার মেয়র এই বিধির প্রতিবাদে এক পিটিশনে স্বাক্ষর করেছেন৷ তাঁরা তাঁদের নগরে সমকামীদের বিয়ে চান না৷

এখন পর্যন্ত বিশ্বের ১১টি দেশে সমকামীদের বিয়ে বৈধ করা হয়েছে৷ এসব দেশের মধ্যে রয়েছে বেলজিয়াম, পর্তুগাল, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন, নরওয়ে এবং দক্ষিণ আফ্রিকা৷ মার্কিন যুক্তরাষ্ট্রের নয়টি রাজ্য এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়াতেও সমকামীদের বিয়ে বৈধ৷

এদিকে, সর্বশেষ এক জরিপে দেখা গেছে ফ্রান্সে সমকামীদের বিয়ের পক্ষে জনসমর্থন গত কিছুদিনে দশ পয়েন্টের মতো কমে ৫৫ শতাংশের নীচে চলে গেছে৷ জরিপে অংশ নেওয়া অর্ধেকেরও কম মানুষ পুরুষ সমকামীদেরকে সন্তান দত্তক নেওয়ার অধিকার প্রদানের পক্ষে৷ আর আইন প্রণেতারা চাপের কারণে মেয়ে সমকামীদের কৃত্রিম উপায়ে গর্ভধারণ বৈধ করার পরিকল্পনা থেকে সরে এসেছেন৷

এআই/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ