সমকামীদের রোষের মুখে অ্যাপল, বাজারে আসছে আইপ্যাড টু
২৩ মার্চ ২০১১অ্যাপল এর আইফোন, আইপ্যাড এবং আইপড এর একটি অ্যাপ্লিকেশন নিয়ে সমকামী সমর্থকরা বেশ শোরগোল তুলেছে ইন্টারনেটে৷ জানা গেছে, এক লাখ দশ হাজারেরও বেশি মানুষ এই অ্যাপ্লিকেশনটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছে ‘চেঞ্জ ডট ওআরজি' নামের একটি ওয়েবসাইটে৷ আইটিউন্স এ ব্যবহৃত এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে এক্সডাস নামে একটি সংগঠনের লিংক আসে৷ উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ভিত্তিক সংগঠন এক্সডাস অনেকদিন ধরে সমকামিতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে৷ ধর্মীয় অনুশাসনের মাধ্যমে মানুষকে সমকামিতা থেকে দূরে রাখার জন্য তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে৷ কিন্তু অ্যাপল এর পণ্যে এই সংগঠনের লিংক দেখতে পেয়ে খেপেছে সমকামী ও তাদের প্রতি সহানুভূতিশীল লোকজন৷ তাই তারা অ্যাপলের বিরুদ্ধে ক্ষুব্ধ৷ কিন্তু তাদের এই বিরোধিতাকে মত প্রকাশের স্বাধীনতার প্রতি হুমকি বলে নিন্দা করেছে এক্সডাস৷
আইপ্যাড টু আসছে শুক্রবার
এদিকে সংশয় সত্ত্বেও অ্যাপল জানিয়েছে প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ২৫ মার্চ আইপ্যাড টু আসবে আন্তর্জাতিক বাজারে৷ তবে আপাতত জাপানে আইপ্যাড টু ছাড়া হচ্ছে না৷ মূলত ভূমিকম্প ও সুনামি আক্রান্ত জাপানের সার্বিক অবস্থা অনুকূল না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এর আগে যুক্তরাষ্ট্রের বাজারে আইপ্যাড টু সব বিক্রি হয়ে যাওয়ায় অন্যান্য দেশেও এটি ছাড়া হবে কিনা সেটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল৷ এছাড়া আইপ্যাডের বেশ কিছু যন্ত্রাংশ জাপানি কোম্পানিগুলো সরবরাহ করে থাকে৷ তারা সেসব যন্ত্রাংশ সময়মত সরবরাহ করতে পারবে কিনা সেটা নিয়েও কথা ওঠে৷ কিন্তু অ্যাপল জানিয়ে দিয়েছে, সবই ঠিক আছে, শুক্রবারই আসছে আইপ্যাড টু৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন