1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকামী ইস্যুতে বিভক্ত সিডিইউ

ক্লারা ব্লিকার / এআই৫ মার্চ ২০১৩

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের খ্রিষ্টীয় গণতন্ত্রী দলের বয়োজ্যেষ্ঠ নেতারা এখন সমকামীদের সমানাধিকারের বিষয়টির দিকে আলোকপাত করতে চান৷ কিন্তু দলের সবাই এই বিষয়ে একমত নন৷

Zwei Männer gehen mit einem kleinen Jungen an der Hand über einen Steg an der Ostsee in Timmendorfer Strand im Juli 2012. Foto: Wolfram Steinberg
ছবি: picture alliance / Wolfram Steinberg

ম্যার্কেলের খ্রিষ্টীয় গণতন্ত্রী দল সিডিইউ'র বন অঞ্চলের প্রধান ফ্রাঙ্ক হেনসেলার৷ করের দিক বিবেচনা করলে তিনি সমকামী দম্পতিকে বিবাহিত দম্পতি হিসেবে বিবেচনার পক্ষে৷ যদিও দল হিসেবে সিডিইউ সমাজের ঐতিহ্য ধরে রাখার পক্ষে এবং পারিবারিক মূল্যবোধে বিশ্বাসী, তা সত্ত্বেও করের ক্ষেত্রে সমতা আনার প্রশ্নে সমকামীদের পক্ষে হেনসেলার৷ ৩১ বছর বয়সি এই নেতা নিজের দল নিয়ে অত্যন্ত গর্বিত৷

হেনসেলার ডয়চে ভেলেকে জানান, ‘‘আমি সন্তুষ্ট যে, অবশেষে দলের উচ্চ পর্যায়ে এই বিষয়ে আলোচনা হচ্ছে৷ আমার মতে, সিডিইউ এতকাল ধরে জীবনের যে ধারাকে উৎসাহিত করেছে তার বাইরেও জীবন আছে, আর সেটা এখন গ্রহণের দিকে আগাচ্ছে দল৷''

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলছবি: Reuters

তবে সবাই বিষয়টিকে এভাবে দেখছেন না৷ বন সিডিইউ'র বর্ষীয়ান নেতা কনরাড লাউবে এই বিষয়ে বলেন, ‘‘আমার মত হচ্ছে, আমাদের এখনও সংবিধানের ষষ্ঠ ধারা সমর্থন করা উচিত, যেখানে পরিবার এবং বিবাহ বিশেষভাবে সংরক্ষিত আছে৷ বিয়ে সমলিঙ্গের পুরুষ এবং মেয়েদের পার্টনারশিপ থেকে ভিন্ন ব্যাপার৷''

সেক্রেটারি পেটার ক্লয়শ-এর অবস্থান এক্ষেত্রে আরো পরিষ্কার৷ তিনি বলেন, ‘‘আমি এটার বিরোধী৷ আমার মতে, এটা কোন খ্রিষ্টান বিয়ে নয়৷ এটা অস্বাভাবিক৷''

সমকামীদের সমানাধিকার ইস্যুতে সিডিইউ'র দলীয় কাঠামোতে বিভক্তি সুস্পষ্ট৷ তবে সে দল এখন আর এই ইস্যুকে এড়িয়ে বেশিদূর আগাতে পারবে না৷ কেননা, গত ১৯শে ফেব্রুয়ারি জার্মানির সাংবিধানিক আদালত সিদ্ধান্ত নিয়েছে, সমকামী পুরুষ এবং নারীরা বিষমগামী দম্পতি'র মতো তাদের সঙ্গীর সন্তান দত্তক নিতে পারবে৷

বলাবাহুল্য, সমকামীদের পূর্ণাঙ্গ স্বীকৃতি প্রদানের পথে এটি এক উল্লেখযোগ্য অগ্রগতি৷ কিন্তু সিডিইউ'র জন্য এমনটা মানা কঠিন৷ কেননা, এই দল জনতার পার্টি হিসেবে পরিচিত, যে দল রক্ষণশীল এবং ঐতিহ্যবাহী প্রথা সংরক্ষণে বিশ্বাসী৷ মোটের উপর খ্রিষ্টান ভাবাদর্শের উপর ভিত্তি করে দলটি প্রতিষ্ঠিত৷

সবকিছু বিবেচনা করে সমকামী ইস্যুতে ভারসাম্য বজায় রেখে চলতে চাইছে সিডিইউ৷ আগামী সেপ্টেম্বরের নির্বাচনের আগে এই ইস্যুতে দলের রক্ষণশীল ভোটারদের চটাতে চায় না সে দল৷ পাশাপাশি নির্বাচনে জয় সুনিশ্চিত করতে উদারপন্থীদেরকেও দলে ভেড়ানো জরুরি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ