1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকামীবিরোধী আইন নিয়ে হাঙ্গেরিতে গণভোটের ঘোষণা

২১ জুলাই ২০২১

এলজিবিটিকিউ-বিরোধী আইন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বেশ কিছুদিন ধরেই টানাপড়েন চলছে হাঙ্গেরির৷ এর মধ্যেই এই আইন নিয়ে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান৷

ভিক্টর ওরবান, হাঙ্গেরির প্রধানমন্ত্রীছবি: Beata Zawrzel/NurPhoto/picture alliance

ইউরোপীয় কমিশন এরই মধ্যে এই আইন কার্যকর করায় ইউরোপীয় আদালতে হাঙ্গেরির বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে৷ এ নিয়ে গণভোট আয়োজনকে আইনটির বিষয়ে দেশের মানুষের সমর্থন আদায়ের চেষ্টা বলেই দেখছেন বিশ্লেষকেরা৷

নিজের ফেসবুক পেজে প্রকাশ করা এক ভিডিওতে ওরবান বলেছেন, ‘‘গত কয়েক সপ্তাহে ব্রাসেলস (ইইউ সদরদপ্তর) এই আইন নিয়ে হাঙ্গেরিকে আক্রমণ করে চলেছে৷’’

১৮ বছরের কম বয়সিদের কাছে এলজিবিটিকিউ সম্পর্কিত কোনো বিষয় তুলে ধরা নিষিদ্ধ করে আইনটি পাস করে ভিক্টর ওরবানের সরকার৷ এরপর থেকে এ নিয়ে ইউরোপজুড়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে৷ বুদাপেস্ট বলছে এই আইন শিশুদের সুরক্ষায় প্রণয়ন করা হয়েছে৷ কিন্তু বিরোধীরা বলছেন, ওরবান শিশুকামের সঙ্গে সমকামকে গুলিয়ে ফেলেছেন এবং এর ফলে এলজিবিটিকিউ সম্প্রদায়কে হুমকিতে ফেলা হয়েছে৷

ওরবান জানিয়েছেন, এই গণভোটে পাঁচটি প্রশ্ন থাকবে৷ বাবা-মায়ের ‘সম্মতি ছাড়া’ স্কুলে সন্তানের সঙ্গে কেউ ‘যৌনতা নিয়ে আলোচনা’ করুক, এটা সমর্থন করেন কিনা জানতে চাওয়া হবে নাগরিকদের কাছে৷ ‘অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে যৌন রূপান্তর বিষয়ে কথা বলা' সমর্থন করেন কিনা, এটিও থাকবে গণভোটের প্রশ্নে৷

সব প্রশ্নের উত্তরে সকল অংশগ্রহণকারীকে ‘না’ ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন ওরবান৷ এখনও এই গণভোটের কোনো তারিখ ঘোষণা করা হয়নি৷

ইসরায়েলে তৈরি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে বিভিন্ন দেশে মোবাইল ফোনে নজরদারির ঘটনা প্রকাশ হওয়ার দুদিনের মাথায় এই গণভোটের ঘোষণা এলো৷ হাঙ্গেরির বিরুদ্ধে এই নজরদারি প্রযুক্তি ব্যবহার করে অন্তত ৩০০ স্মার্টফোন হ্যাক করার অভিযোগ উঠেছে৷ দেশটিতে ‘নজরদারির আওতায়’ থাকাদের মধ্যে রয়েছেন অনেক সাংবাদিকও৷ হাঙ্গেরি সরকার এ অভিযোগ অস্বীকার করলেও দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন অনেকেই৷

এডিকে/এসিবি (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ