1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকামী গোষ্ঠীর পুরস্কার পেলেন রিকি মার্টিন

২১ মার্চ ২০১১

ল্যাটিন পপ স্টার রিকি মার্টিন, মার্কিন মিডিয়া গ্রুপ ‘গে এ্যান্ড লেসবিয়ান এ্যালায়েন্স এগেইনস্ট ডিফামেশন’ বা জিএলএএডি-র শীর্ষ পুরস্কার অর্জন করেছেন৷

রিকি মার্টিনছবি: AP

মডেল হিসেবে ভূমিকা পালনের জন্য শনিবার নিউ ইয়র্কে এক গালা অনুষ্ঠানে রিকি মার্টিনকে ঐ সম্মান দেওয়া হয়৷ এসময় তিনি ল্যাটিন অ্যামেরিকা জুড়ে সমকামীদের অধিকার প্রতিষ্ঠিত করার আহ্বান জানান৷ এছাড়া পুয়েত্র রিকান এই গায়ক বলেন, ‘‘আমি মুক্ত হতে চেয়েছিলাম৷ আজ আমি বলতে পারি আমি মুক্ত৷''

চলচ্চিত্র, টেলিভিশন, রেডিও, গান, সংবাদপত্র এবং ব্লগে সমকামীদের বাস্তব প্রতিমূর্তি হিসেবে জিএলএএডি স্বীকৃত৷ ৩৯ বছর বয়স্ক রিকি মার্টিন নিজেও একজন সমকামী৷ এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি তাঁর ওপরে থাকার পরে ২০১০ সালে প্রকাশ পায় যে তিনি সমকামী৷ ১৯৯৯ সালে তাঁর সিঙ্গেল অ্যালবাম ‘‘লিভিন লা' ভিদা লোকা'' বিশ্বব্যাপী বিক্রি হয় ৬০ মিলিয়নেরও বেশি৷

অপ্রা উইনফ্রে-র সঙ্গে একটি টেলিভিশন সাক্ষাতকারে প্রকাশ পায় তিনি গে, এবং এই কথা প্রকাশের পর থেকেই রিকি মার্টিন একজন গে মডেল হিসেবে সম্মুখ সারিতে চলে আসেন, বিশেষ করে ল্যাটিন অ্যামেরিকায়৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ